“বিসমিল্লাহির রাহমানির রাহিম”
টিউনের পেইজের পাশে আমারাও আছি.........Helpzoon পরিবার..................
tunerpage এর জন্ম হয় অসহায় মানুষের জন্য কিছু একটা করার প্রত্যাশায়। সেই প্রতিজ্ঞা নিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে এবং আমাদের সাথে বরাবর কাজ করছে shopnil.com । আমরা স্বপ্ন দেখি আকাশের থেকে বিশাল, সমুদ্র থেকে গভীর কারণ আমরা জানি সেই স্বপ্ন পুরোপুরি বাস্তবায়ন না হলেও এক বিন্দু পরিমাণ হবে, তাহলেই আমরা স্বার্থক। তাই আমরা স্বপ্নের পথে যাত্রা করি ছোট ছোট পদক্ষেপে। যেন হোঁচট খেলেও খুব দ্রুত উঠতে পারি।
এখন আমাদের ছোট্ট আরেকটি পদক্ষেপটি বাস্তবায়ন করার সময় হয়েছে। আমরা প্রতিজ্ঞা করেছি এবারের শিতে ছিন্নমূল একটি শিশুও বঞ্চিত হবে না তাদের অধিকার থেকে। এই উদ্দ্যোগে যদি আমাদের পাশে এসে কেউ না দাড়ায় তবুও আমরা নির্ভীকভাবে সামনে এগিয়ে যাব এই প্রতিজ্ঞা নিয়ে tunerpage.com এবং shopnil.com কাজ করছে।
অন্তত দশটি শিশুর মুখে যদি হাসি ফুটাতে পারি তাহলে সেটাই আমাদের স্বার্থকতা। আমাদের উদ্দ্যোগ হল এবারের শিতে ছিন্নমূল শিশুদের জন্য কিছু উপহার সামগ্রী সংগ্রহ করব। উপহারের মধ্যে আমাদের মূল লক্ষ্য কিছু আর্থিক সাহায্য। যে যাই পারি আমরা সাহায্য করব। আমাদের এই ভাই-বোনদের পাশে এসে সবাই দাড়ান। প্রত্যেকে যদি ১০০টাকা করে হলেও একটি সোয়েটার এর মুল্য দেই তাহলেই কিন্তু আমরা অনেকদুর এগিয়ে যাব।
আসুন আমরা যে যা পারি তাই দিয়েই এদের পাশে এসে দাড়াই। এরা আমাদের ই – এরা আমাদের দিকেই চেয়ে থাকে।
উপহার সামগ্রী সংগ্রহের ব্যাপারে আমাদের চিন্তাধারা :
১। আমরা নিজেরাই যাই পারি অর্থ সংগ্রহ করব ।
২। নিজেদের আত্মীয়-স্বজন, প্রতিবেশী, আশেপাশের মানুষদের কাছে থেকে অর্থ সংগ্রহ করব।
৩।। বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে আমরা সাহায্য চাইব।
রাজপথের অসহায় আমাদের ভাই-বোনদের জন্য আপনিও যা যা করতে পারেন :
১। আমাদের এই উদ্দ্যোগটি সফল করতে সকল প্রকার ব্লগ সাইটগুলোতে এবং ফেসবুকের পেজ গুলোতে এই পোষ্টটি প্রকাশ করুন। তবে অবশ্যই মূল পোষ্টের লিঙ্ক দিবেন। তাহলে সব আলোচনা একই জায়গায় করা যাবে। অন্যথায় ছড়িয়ে ছিটিয়ে যাবে। আর অবশ্যই ফেসবুক, টুইটারে এই পোষ্টটি করে সবাইকে জানিয়ে দিয়ে অন্যকে উৎসাহিত করে নীরব ভূমিকা অন্তত পালন করুন।
২। প্রবাসী ভাইয়েরা নিচের অনলাইন একাউন্টে অর্থ পাঠানোর মাধ্যমে সাহায্য সহযোগীতা করুন।
PayPal : adharerjuboraj@gmail.com
৩। দেশের বন্ধুরা নিচের দেওয়া ব্যাংক একাউন্টের মাধ্যমে অর্থ সহায়তা করতে পারেন।
Account Holder Name:- Mohosina Arifa
Bank Account no: 1501202306134001BRAC Bank Limited, Gulshan 1, Head Office Branch. Dhaka, Bangladesh
অথবা
Holder Name: Mahmudul Hasan
Account: 0178101000184700
Dutch Bangla Bank Limited, Rampura Branch, Dhaka. Bangladesh
এছাড়াও টাকা পাঠাতে পারেন
বিকাশ নাম্বারঃ- 01717480652Dutch Mobile Bangla Banking:-017174806528
বিশেষ দৃষ্টি আকর্ষণ
ব্যাংক, পেপাল অথবা বিকাশে, যেভাবেই আপনি অর্থ দিয়ে যাহায্য করবেন, সাথে সাথে আমাদের মোবাইল এ এসএমএস করে জানিয়ে দিন। আপনার নাম, টাকার পরিমান এবং বিভাগ এই নাম্বারে 01717480652
২০ ডিসেম্বরের ২০১৪ তারিখ শেষ সময় আপনাদের সাহায্য করার
সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন। টিউনারপেজ টিমঃ-
ঢাকাঃ শাহারিয়ার পারভেজ =01680075132, তাল পাতার সিপাহি – 01672519308, হিমু – 01718619476, মোহাম্মদ ইখতিয়ার হোসাইন 01816 463 265, মহা প্লাবান – 01717480652যারা মুন্সিগঞ্জ ও কুমিল্লায় থাকেন , তারা যোগাযোগ করুনঃ- সামদানি = 01712934357যারা চট্টগ্রাম থাকেন, তারা যোগাযোগ করুনঃ- টিটু টুটুল 01675 040 128, চিন্তিত পথিক 01670509530যারা রাজশাহী থাকেন, তারা যোগাযোগ করুনঃ জামিল হোসেন সেজান= +8801717141858প্রবাসীঃ ইতালি থেকে আছেন SHAWON RAHMAN 00393299229884
বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুনঃ- মহা প্লাবন=01717480652 info@tunerpage.com
সরাসরি যোগাযোগঃ টিউনারপেজ অফিস অ্যাড্রেস ৫৮/১১ পান্থপথ (বসুন্ধারা সিটির বিপরীতে, নাভানা ফার্নিচার এর সাথের বিল্ডিং এর ৪তলা), ঢাকা
স্বপ্নিল টিমঃ-
ফাতেমা উদ্দিন, ঢাকাঃ শাহারিয়ার পারভেজ =01680075132, ঢাকাঃ মোহাম্মদ জাহিদুল হাসান=01670555788
বিশেষ কৃতজ্ঞতায় বরাবর আমাদের সাথে যারা আছেন
- Awal Rahman Deep
- Serhan Rita
- Ximi Xipsy
- Jony Ahamed
- Kiron Shopnil Bangla
- Sheikh Tanima Rahman Papri
- Kamrun Nahar Runu
- Shakil
- Apon Hossain
- Kiron
- Mayashi
- Rambo Rana
- Fatema Uddin
- Syful Ahmed
- Ethan
- Jony Ahamed
- Nam prokashe onicchuk 2jon
- Ruma Akhter
- Engr Mohammad Zahidul Hasan
- Tabassum Admin
- Eliza Akbar
- Dhushor Chaya
- Sohel Sarowar
শীত বস্ত্র বিতরন ২০১১ এর সফলতার এক ঝলক
মানবিক দৃষ্টি আকর্ষন : আমরা দাঁড়িয়েছি ছিন্নমূল শিশুদের পাশে – এই ইভেন্টের সকল ছবি দেখুন ফেসবুকে।
এছারাও সামাজিক কাজে টিউনারপেজের অবদান।
শীতবস্ত্র বিতরণ (ঢাকা) ২০১১: শতভাগ সফলতা অর্জন – এই ইভেন্টের সকল ছবি দেখুন ফেসবুক পেজে।
চট্রগ্রামে টিউনারপেজের শীতবস্ত্র বিতরণ ২০১১ – এই ইভেন্টের সকল ছবি দেখুন আমাদের ফেসবুক পেজে।
রাজশাহীতে শেষ হল টিউনারপেজের শীতবস্ত্র বিতরণ ২০১১ – এই ইভেন্টের সকল ছবি দেখুন আমাদের ফেসবুক পেজে।
টিউনারপেজ থেকে অপারক এবং অসহায় বয়স্ক মানুষের জন্য কিছু উপহার সামগ্রী বিতরণ ২০১২ – সকল ছবি দেখুন ।
২০১১ এর শীত বস্ত্র বিতরণের কিছু মুহূর্ত
(মোট ২৫০০ পিস সোয়েটার বিতরন করা হয়েছিল)
২০১২ এর শীত বস্ত্র বিতরণের কিছু মুহূর্ত
‘
আমাদের পূর্বের কিছু উদ্যোগ ও সফলতা
আজ এই পর্যন্তই ।আজ এর নয় আবার দেখা হবে আগামীতে ।একটি কথা অবশ্যই মনে রাখবেন যে নিজে শিখুন এবং অন্যকে শিখতে সহয়তা করুন ।আপনি চিন্তা করে দেখুন এমন অনেক কিছু আছে জা আপনি জানেন কিন্তু অনেকেই জানে না । তাই আমাদের শিখতে এবং শিখাতে সহয়তা করুন।
ConversionConversion EmoticonEmoticon