GP এর দেয়া Free Facebook Mb use করতে পারছেন না???এখানে আসুন এবার পারবেন।১০০%

GP এর দেয়া Free Facebook Mb use করতে পারছেন না???এখানে আসুন এবার পারবেন।১০০%
Gp এর দেয়া Free Facebook Mb offer ।অনেকে হয়তো।মনের আনন্দে যত খুশি নিয়েছেন কিন্তু সেটা ব্যাবহার করতে না পেরে আবেগে বুক ফাটিয়ে ফেলছেন।সমস্যা নেই দেখুন আর সমাধান করে নিন যে কীভাবে এই Free Mb টা ব্যবহার করবেন।প্রথম থেকেই শুরু করি.........।সবার আগে বলে রাখা ভালো যে এই Free Mb দিয়ে আপনি শুধু Facebook & Whatsapp চালাতে পারবেন।PC & Phone এ।যারা ইতিমধ্যে ৫ বারের বেশি *5010#/*500*88# dial করে ফেলেছেন মানে Offer এর লিমিট টা শেষ করে ফেলেছেন তাদের এই পদ্ধতি কাজে দিবে না।তারা অন্য সিম এ Try করুন।প্রথমে ১ বার *5010# dial করুন।Successful sms আসলে একটা ছোট কোন 3g package কিনুন।আমি suggest করবো click pack *500*11# এটা 4mb only 2 টাকা।এটার Confirmation sms আসলে পুনরায় Facebook Free mb offer টা নিন।মানে আবার dial করুন *5010# এটা successful হলেই এবার ঢুকে দেখুন ১০০% চলবে।আপনি এখন PC তে ও Facebook চালাতে পারবেন।এমনকি Facebook থেকে যেকোনো file/Video Download করতে পারবেন।

সহজে হ্যাক করুন ওয়াইফাই পাসওয়ার্ড (১০০% পরীক্ষিত) শুধুমাত্র এন্ড্রয়েড এর জন্য।

সহজে হ্যাক করুন ওয়াইফাই পাসওয়ার্ড (১০০% পরীক্ষিত) শুধুমাত্র এন্ড্রয়েড এর জন্য।


WLAN বা ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক কী:

একটি সীমিত এলাকা অর্থাৎ একই ভবন, পাশাপাশি অবস্থিত ভবন অথবা একটি অফিস বা এপার্টমেন্টে অবস্থিত কমপিউটারসমূহ, প্রিন্টার ও অন্য কোন বিশেষ ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে তারের পরিবর্তে রেডিও তরঙ্গের মাধ্যমে স্থাপিত আন্তঃসংযোগ ব্যবস্থাকে ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক (WLAN)বলে।

উপরের ছবিটি একটি ব্রডব্যান্ড লাইন থেকে একাধিক কমপিউটারে ইন্টারনেট কানেকশনের একটি ওয়ারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্কে প্রয়োজন একটি মডেম ও একটি ওয়ারলেস রয়টার। যে কোন কমপিউটারে ওয়্যারলেস এডাপটার অথবা ওয়্যারলেস কার্ড ইন্সটল থাকলে এই নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট কানেকশন শেয়ার করতে পারবে।

একটি ওয়াইফাই রয়টার/একসেস পয়েন্ট/এন্টিনার মাধ্যমে কোন বিশেষ স্থানে যখন ওয়ারলেস ইন্টারনেট কানেকশনের সুবিধা প্রদান করা হয় তখন সেই স্থানকেHot Spot বলা হয়। একাধিক একসেস পয়েন্ট/এন্টিনার মাধ্যমে সৃষ্ট হটস্পটগুলোকে সমন্বয় করে যখন বড় এলাকা ভিত্তিক একটি ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হয় তখন সেই এলাকাকে Wi-Fi Zone বলা হয়।

মোবাইল ব্রডব্যান্ড বনাম ওয়াইফাই হটস্পট:

মোবাইল ব্রডব্যান্ড সেবা সাধারণত মোবাইল ফোনের কোম্পানীগুলো দিয়ে থাকে। সুতরাং প্রায় সব জায়গা থেকে (মোবাইল ফোন নেটওয়ার্ক) মোবাইল ফোন বা ওয়ারলেস মডেমের সাহায্যে ইন্টারনেটে সংযুক্ত হওয়া যায়। ওয়াইফাই হটস্পটে এই সুযোগ একটি সীমিত এলাকার মধ্যে সীমাবদ্ধ। ইদানীং বড় বড় শহরের বাস/ট্রেন স্টেশন, শপিং সেন্টার গুরুত্বপূর্ণ এলাকাসমূহে ওয়াইফাই জোন সৃষ্টি করা হচ্ছে। মোবাইল ব্রডব্যান্ড সার্ভিসের মাসিক চার্জ বেশী। এছাড়া একদেশ থেকে অন্য দেশে গেলে মোবাইল ব্রডব্যান্ড সার্ভিস কাজ করে না, যদি কাজ করে তবে চার্জ হয় খুবই বেশী। তাই নিজস্ব ল্যাপটপ বা মোবাইল ফোন থেকে প্রয়োজনীয় সময়ের জন্য ওয়াইফাই হটস্পট থেকে ইন্টারনেট কানেকশন সস্তা। ইদানিং বিভিন্ন শহরের ওয়াইফাই হটস্পটের তালিকা নেটে পাওয়া যায়।

ওয়াইফাই কনফিগারেশন

ইদানিং নতুন মডেলের অনেক ল্যাপটপে ওয়াইফাই কার্ড আগে থেকেই ইনস্টল করা থাকে। আর না থাকলে আলাদা ওয়াইফাই এডাপটার/কার্ড কিনতে পাওয়া যায়। কার্ডের সাথে ইনস্টল-কনফিগারেশনের নিয়ম লেখা থাকে। এটা তেমন কঠিন নয়, এডাপটার/কার্ড সংযুক্ত করে কমপিউটার অন করলে অটো-ডিটেক্ট হয়ে কনফিগারেশন উইনডোজ চলে আসে।

“তথ্য এবং চিত্র সংগ্রেহিত”

ওয়াইফাই জোন


কিছু ওয়াইফাই নেটওয়ার্ক জোন থাকে ফ্রি।

ব্যবসায়িক উদ্দেশ্যে যদি কোন ওয়াইফাই সেবা দেওয়া হয় তবে সেই নেটওয়ার্ক পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকে যাতে ক্লায়েন্ট ছাড়া কেউ ইউজ না করতে পারে। শুধু মাত্র ক্লায়েন্ট তার পাসওয়ার্ড দ্বারা নেটওয়ার্কে অ্যাক্সেস করতে পারে।আমি অনেক দিন যাবত চেষ্টা করছি ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করার জন্য। আজ আমি সফল হলাম তাই আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না।
ডাউনলোড করেন

জিপি গ্রাহকরা প্রতি সপ্তাহে নিয়ে নিন 100MB এবং 100SMS একদম ফ্রি

জিপি গ্রাহকরা প্রতি সপ্তাহে নিয়ে নিন 100MB এবং 100SMS একদম ফ্রি
আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। যদি আপনার মনটা তেমন ভালো নাও থাকে আমি এখন আপনাদের যে খবরটি দিতে যাচ্ছি তা পেয়ে আপনাদের মন একটু হলেও ভালো হবে। আজ আমি জিপির একটি সাপ্তাহিক অফার নিয়ে আলোচনা করব। যা আপনারা আগেও একবার পেয়েছেন কিন্তু মাঝখানে কিছুদিন বন্ধ ছিলো। দির্ঘ কয়েকদিন হয় অফারটি আবার চালু করেছে গ্রামীনফোন। তো চলুন অফারটি সম্বন্ধে আলোচনা করি।
জিপি গ্রাহকরা প্রতি সপ্তাহে নিয়ে নিন 100MB এবং 100SMS একদম ফ্রি
অফারটি পেতে আপনাকে যা করতে হবেঃ

অফারটি পেতে আপনি ডায়েল করুন *999*1# তার পর আপনি সাথে সাথে পাবেন ৫মেগাবাইট এবং ৫এস এম এস একদম ফ্রি।
নোটঃ আপনার যদি আগের মেগাবাইট থেকে থাকে তাহলে এই ফ্রি মেগা ঐ মেগাবাইটের সাথে যোগ হবে। এবং এই ফ্রি মেগাবাইটের মেয়াদ যতদিন হবে আপনার সকল মেগাবাইটের মেয়াদ হবে ততদিন।
এবার আসি মূল অফারেঃ

আপনার প্রতিদিনের একটি টার্গেট থাকবে আপনার টারগেট কত তা জানতে ডায়েল করুন *444*1*1#

ধরুন আপনার টারগেট ৫টাকা আপনি ৫টাকার কথা বলার পর প্রতি ১টাকার কথা বলে আপনি ১টাকা ফেরত পাবেন। ধরুন আপনার টার্গেট ৫টাকা আপনি কথা বললেন ৮টাকা সেই সাথে সাথে আপনি ফেরত পাবেন ৩টাকা। যা চেক করতে ডায়েল করুন *566*8# এটা হলো আপনার প্রতিদিনের অফার।
এবার সাপ্তাহিক অফার সম্বন্ধে আলোচনা করিঃ

আপনি শুক্রবার আপনার টার্গেট পূরণ করলে পাবেন 50MB,50SMS এবং শনিবার আপনার টার্গেট পূরণ করলে পাবেন 50MB,50SMS এই হলো আপনার 100MB&100SMS

Android User Goood News এবার আপনার এন্ড্রয়েড এ রুট ছাড়া চালান DSLR Camera Pro অ্যাপ…. Root & Unroot User Also Work

Android User Goood News এবার আপনার এন্ড্রয়েড এ রুট ছাড়া চালান DSLR Camera Pro অ্যাপ…. Root & Unroot User Also Work
আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম Dslr Camera App.....


নিচ থেকে Download করে নিন।
Download DSLR CAMERA APK
এই অ্যাপটি আপনি যে কোন এন্ড্রয়েড
স্মারটফোনে ব্যবহার করতে পারবেন।
এইটি Dslr Camera এর Pro Version.. App টি বেব্যহার করে আপনারা মজা পাবেন। অনেকগুলা Effects বেব্যহার করে Capture করতে পারবেন।।
বাকিটুকু Download করে আপনারাই দেখুন।
Thank You.....

ফ্রী ইন্টারনেট Bd All Sim… আগামীকাল (২১ এপ্রিল) থেকে বাংলাদেশে internet.org এর যাত্রা শুরু হচ্ছে।… দেখে নিন কিভাবে কাজ করবেন….

ফ্রী ইন্টারনেট Bd All Sim… আগামীকাল (২১ এপ্রিল) থেকে বাংলাদেশে internet.org এর যাত্রা শুরু হচ্ছে।… দেখে নিন কিভাবে কাজ করবেন….
যেকোন অপারেটর থেকেই আপনি( আগামিকাল থেকে )
ফেসবুকসহ বেশকিছু সাইট ফ্রী ব্রাউজ
করতে পারবেন।
সেজন্য internet.org এর
অফিসিয়াল App টি আপনার ফোনে ইনস্টল করতে
হবে। নিচের লিঙ্ক থেকে
এপটি ডাউনলোড করে নিন।
Download
আজ কাজ করবে না। আগামিকাল থেকে করবে। আজ ডূকবে না।
********* 21 April সকাল ১০টা ৩১মিনিট থেকে May Be Use করতে পারবেন*********
Facebook সহ সকল সাইট Free চলবে।
১।ফেসবুক
২।হোয়াটসঅ্যাপ
৩।অ্যাকু ওয়েদার
৪।সোশ্যাল ব্লাড
৫।বিবিসি নিউজ
৬।বিং সার্চ
৭।ডিকশনারি
৮।ইএসপিএন, ক্রিকইনফো
৯।Facts for Life
১০।Girl Effect
১১।Internet Basics
১২।ফেসবুক মেসেঞ্জার
১৩।Newshunt
১৪।OLX (পণ্য কেনা-
১৫।উইকিহাউ

পেন্ড্রাইভ ফরম্যাট হচ্ছে না বা ওপেন হচ্ছে না ? নস্ট হয়ে গিয়েছে ভাবছেন? ময়লার ঝুড়িতে ফেলার আগে একবার হলেও দেখে নিন।

পেন্ড্রাইভ ফরম্যাট হচ্ছে না বা ওপেন হচ্ছে না ? নস্ট হয়ে গিয়েছে ভাবছেন? ময়লার ঝুড়িতে ফেলার আগে একবার হলেও দেখে নিন।
কম্পিউটার ব্যাবহার করেন এমন প্রায় সবাই পেন্ড্রাইভ ব্যাবহার করে থাকবেন । সহজে ডাটা আদান প্রদান করার জন্য এর বিকল্প সত্যি নেই। তবে রয়েছে বেশ কিছু ঝামেলা । শর্টকাট ভাইরাস প্রবলেম থেকে শুরু করে হ্যাকিং ম্যাল ওয়্যার সব কিছুই সামনে এসে পরে একজন নিত্যদিনের ব্যাবহারকারীর কাছে।  যাই হোক পেন্ড্রাইভ ব্যাবহারকারীরা নিশ্চই অবগত আছেন মাঝে মাঝেই পেন্ড্রাইভ ইন্সার্ট করার পরে যখন ড্রাইভ আইকোনে ক্লিক করা হয়  তখন এরর শো করে। বেশ কিছু কম এরর মেসেজ হচ্ছে “ইন্সার্ট ড্রাইভ” , “ডিস্ক ড্যামেজ”, “আন অ্যাবল টু ফরম্যাট’। বলে রাখা ভাল আমার নিজের একটি পেন্ড্রাইভে এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম পরে সার্ভিসে নেবার পরে তারা বলে এই প্রোডাক্ট এর মডেল শেষ হয়ে গিয়েছে তাই কোন সার্ভিস দেয়া সম্ভব না। তাই বেশ কিছুক্ষন নেট ঘেটে একটি চমৎকার সমাধান পেয়ে যাই। সেটাই শেয়ার করব আজ।
প্রথমে দেখে নেই পেন্ড্রাইভ কিংবা মেমোরি কার্ডে কি কি প্রবলেম হলে এই ট্রিক্সটি কাজ আসবেঃ

১. এরর মেসেজ হচ্ছে “ইন্সার্ট ড্রাইভ” , “ডিস্ক ড্যামেজ”, “আন অ্যাবল টু ফরম্যাট’।
২. হঠাত করে সাইজ কম দেখানো (পেন্ড্রাইভ ৩২ জিবি কিন্তু সো করছে ২ জিবি)।
৩. ডাটা রিড রাইট সমস্যা স্পিড কমে যাওয়া।
৪. বার বার ডিস্কানেক্ট হয়ে যাওয়া।
প্রথমে দেখে নেই পেন্ড্রাইভ কিংবা মেমোরি কার্ডে কি কি প্রবলেম হলে এই ট্রিক্সটি কাজ আসবে নাঃ

১. ডিভাইসটি যদি ড্রাইভ হিসেবে একেবারেই সো না করে (হার্ডোয়্যার প্রবলেম, সার্ভিসে দিতে হবে)
২. অন্যান্য হার্ডওয়্যার সমস্যা
সমাধানঃ 

এই সমস্যা সমাধান করার জন্য প্রথমেই আমরা একটি সফটঅয়্যার ব্যাবহার করব। এটি মূলত ফ্ল্যাস ড্রাইভটিকে ফোর্স ফ্ল্যাশ করবে।
০. পেন্ড্রাইভ / মেমোরি কার্ডকে কম্পিটারে সংযুক্ত করুন
১. ডাইরেকট ডাউনলোড লিঙ্কঃ এখানে ক্লিক করুন  [সাইজ ৭২ কিলোবাইট]
২. এবার সফট ওয়্যারটিকে রান করুন
৩.  এবার  ইন্টারফেস পাবেন লক্ষ্য করুন আপনার পেন্ড্রাইভের লেটারটি নির্বাচন করুন। ধরুন এটি E ড্রাইভ তাহলে ড্রপ ডাউন থেকে E নির্বাচন করুন।

৪. এবার স্টার্ট এ ক্লিক করুন।
কিছু সময় নিবে প্রসেসটি কমপ্লিট হতে। অপেক্ষা করুন । এবার দেখুন সমস্যা সমাধান হয়ে যাবে যদি কোন সব কিছু ঠিকঠাক করে থাকেন।

সব সিম এ Free net — internet.org

সব সিম এ Free net — internet.org
বেশ কিছুদিন ধরে internet.org এর কথা শোনা যাচছে। আজ ( ২১শে এপ্রিল ) চালু হওয়ার কথা থাক্লেও এখন ও চালু হয়নি internet.org এর সা্রভিস। কখন চালু হবে? জান গেছে আজকের মধ্যই চালু হবে। কিভাবে চালা্বেন ?
প্রথমেই Downlod করে নিন অফিসিয়াল এপ টি----
click here

এবা্র নেট কনেকশা্ন অন করে এপ টি ওপেন করুন।
now keep on waiting

Whats App এর মেয়াদ বাড়িয়ে নিন। সারাজীবনের জন্য।

Whats App এর মেয়াদ বাড়িয়ে নিন। সারাজীবনের জন্য।
What's app বর্তমানে সবাই চালাই। তাই এটি সবার কাছে জনপ্রিয়। কিন্তু এটি মাত্র  ১ বছরের জন্য ফ্রী । ১ বছর পর আপনার ৭০ টাকা বা 1$ কেটে নিবে। এভাবে প্রতি বছরে আপনার ৭০ টাকা করে কাটবে What's app. টাকা দেয়াও বিশাল ঝামেলা। ক্রেডিট কার্ড ও সবার নেই। তাই আজ দেখাবো কি কুরে তাদের ফাকি দিয়ে ফুল ফ্রি Whats app চালানো যায়।  এখন থেকে  ফ্রীতে What's app চালান আজীবন ।


কিভাবে কি করবেন? নিচে দেখুন।
প্রথমে Whats App ওপেন করুন।
এবার Whats App Settings এ যান।
এবার আপনি আপনার Whats App নাম্বারটি পরিবর্তন করে ফেলুন। এমন নাম্বারে দিন যেটায় আগে কখনো Whats App ব্যবহার করেননি।
পরিবর্তন করতে প্রথমে আপনার বর্তমান নাম্বার দিন, এবং পরে নতুন নাম্বার দিন।  (নতুন সিমটি যেন তখন মোবাইলে ভরা থাকে)
এবার অপেক্ষা করুন, কিছু সময়ের মাঝেই আপনার একাউন্ট ভ্যলিডেট হয়ে যাবে। আর আপনি পেয়ে যাবেন ১ বছরের মেয়াদ সহ নতুন নাম্বার।

এবার চলে যাই আসল ট্রিক্সে।
উপরের কাজ করার পর এবার আবার নাম্বার পরিবর্তন করি, Old নাম্বার এ একটু আগে করা নাম্বার টি দেই, আর New নাম্বারে সেই পুরনো নাম্বারটি দেই, যেটার মেয়াদ শেষ হয়ে গেছে।
এবার বের হয়ে যাই, আর ফোন রিস্টার্ট দিয়ে Whats App এ ঢুকুন। দেখুন আপনার Whats App এর মেয়াদ ১ বছর বেড়ে গেছে।
বেরেছে কিনা যানার জন্য
*.Go to Setting> Payment Info.
এইত আজ এই পর্যন্তই, সাথে থাকুন, কাছে থাকুন।  সমস্যা হলে কমেন্ট করুন।

আন্ড্রোয়েড ফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য অবিশ্বাস্য ১০ টিপস। ব্যাটারি তুমি পালাবে কোথায়? স্মার্ট ফোনের চার্জ ধরে রাখুন এবার ইচ্ছামতো!!

আন্ড্রোয়েড ফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য অবিশ্বাস্য ১০ টিপস। ব্যাটারি তুমি পালাবে কোথায়? স্মার্ট ফোনের চার্জ ধরে রাখুন এবার ইচ্ছামতো!!
বর্তমান স্মার্টফোন যুগে সবথেকে বড় সমস্যা চার্জ। আপনি ১ দিন ফুলফিল চার্জ রেখে আপনার ফোন চালাতে একটু বেশি কষ্ট হয় বৈকি। সেহেতু আমাদের কষ্টের শেষ থাকে না। আমিতো অনেককে বলতে দেখি কেন এই জিনিস আপডেট  করে না। কিন্তু আমরা স্মার্টফোনে এতো বেশি অ্যাপ ব্যবহার করি যে এই মাত্রা কমানো বেশ কষ্ট।
কিন্তু স্পেশাল কিছু নিয়ম কানুন আছে যা একটু ফলো করলে আমাদের স্মার্টফোনের এই সমস্যা দূর করতে সহযোগিতা করবে বলে আমরা আশাবাদী। তবে এই টিপস সম্পূর্ণ এন্ড্রোয়েডের জন্য প্রযোজ্য। আর স্ক্রিনশটগুলো এন্ড্রোয়েডের সর্বশেষ ভার্সন ললিপপ ৫.০.২ থেকে নেওয়া।
সেহেতু আপনারা একটু মিলিয়ে নিবেন আপনার স্মার্ট ফোনের কনফিগারেশনের সাথে।

ব্যাটারি লাইফ বাড়ানোর জন্য অবিশ্বাস্য ১০ টিপসঃ

১) ব্রাইটনেস কমিয়ে রাখুন, স্লিপ টাইম কমানঃ

আপনার ডিফল্টভাবে থাকা ব্রাইটনেস কমিয়ে ফেলুন সময় বুঝে। যখন খুব বেশি ফোন ব্যবহার করছেন তখন ব্রাইটনেস ৫০ এর নিচে রাখায় ভালো। এটা আপনার ব্যাটারি ক্ষমতা বাড়াবে। সেজন্য,  Settings > Display > Brightness level এখান   যথাসম্ভব আপনার ফোনের ব্রাইটনেস কমান। ফলে চার্জ ধরে রাখতে পারবেন অনেক বেশি। 
আরেকটা বিষয় হলো আপনার ফোনের স্লিপ টাইম কমিয়ে ফেলুন। ডিফল্টভাবে এটি সাধারনত ৩০ সেকেন্ড থাকে। এই স্লিপ টাইম আপনি ১৫ অথবা এর থেকেও কম করে দিন। তাতে আপনার ফোনের চার্জ একটু সাশ্রয় হবে। 
ব্রাইটনেস কমিয়ে রাখুন, স্লিপ টাইম কমান

২) কাজ শেষে অ্যাপ ক্লোজ করুনঃ

বেশিরভাগ সময় আমরা কাজের শেষে অ্যাপ ক্লোজ করি না বা ঐভাবে মিনিমাইজ করে রাখি। কিন্তু এটি আপনার চার্জকে ধরে রাখতে ব্যাঘাত  ঘটায়। তাছাড়া বেশ  কিছু কিছু অ্যাপ অনেক বেশি চার্জ খেয়ে ফেলে। সেহেতু এগুলো অবশ্যই বন্ধ করবেন। তাছাড়া এন্ড্রোয়েডের কিছু ডিফল্ট সেটিং আছে  যেখান থেকে ভারি অ্যাপগুলো অর্থাৎ যে অ্যাপে বেশি চার্জ নষ্ট করছে সেগুলো দেখতে পারবেন। সেজন্য Settings > Battery থেকে দেখে সেগুলো ক্লোজ রাখুন কাজ শেষে।
কাজ শেষে অ্যাপ ক্লোজ করুন

৩) ব্যাটারি সেভার মুড অন রাখুনঃ

আপডেট ভার্সনের ফোনে এই অপশন আপনি পাবেন। যেখান থেকে আপনি ব্যাটারি সেভারের মাধ্যমে ব্যাটারি সেভ করতে পারেন। মূলত সনি, স্যামসাং, এইচটিসি এসব ফোনে আপনি এই অপশন অবশ্যই পাবেন। কিছু ফোনে নির্দিষ্ট চার্জের পরে ব্যাটারি সেভার চালু হয়। তবে আপনি প্রয়োজন মনে করলে যেকোনো সময় এটা চালু রাখতে পারেন এইখান থেকে Settings > Battery > Battery Saver
ব্যাটারি সেভার মুড অন রাখুন

৪) ব্লুটুথ বন্ধ করে রাখুনঃ

ব্লুটুথ এক্সট্রা অনেক চার্জ নিয়ে নেয়। কিন্তু অনেক সময় আমরা ব্লুটুথ অন রাখলে আর সেটা অফ করি না বা ভুলে যায়। সেহেতু এটি অবশ্যই বন্ধ করে রাখবেন কাজ শেষে। তাতে এক্সট্রা কিছু চার্জ বাঁচবে। শর্ট আইকোন দিয়ে off  করতে পারবেন,  তবে ম্যানুয়ালি করতে Settings > Wireless & networks  > 
ব্লুটুথ বন্ধ করে রাখুন

) ডার্ক (Dark) wallpapers ব্যবহার করুনঃ

বেশি পিক্সেলের wallpapers বেশি পাওয়ার খেয়ে নেয়। কিন্তু আপনি যদি ডার্ক জাতীয় wallpapers ব্যবহার করেন তাহলে সেটা পিক্সেল কম বহন করে। সেহেতু আপনার চার্জ ধরে রাখতে সুবিধা হবে। সেহেতু যথাসম্ভব ডার্ক wallpaper ব্যবহার করুন।

৬) GPS অফ করে রাখুন (location tracking)

গুগল ম্যাপসের মতো অ্যাপ যদি আপনি মাঝে মাঝে লোকেশন দেখার জন্য ব্যবহার করেন, তাহলে GPS বন্ধ করে রাখুন। তাহলে এক্সট্রা চার্জ হারানোর হাত থেকে আপনি বাঁচবেন। কারণ GPS এর কাজ আপনি গুগল ম্যাপে সেরে নিতে পারবেন।
GPS অফ করে রাখুন (location tracking)

৭) ভাইব্রেশন অফ রাখুন, অপ্রয়োজনীয় সাউন্ড বন্ধ করুনঃ

প্রয়োজন ছাড়া আপনার ফোনের ভাইব্রেশন বন্ধ রাখুন। আর বিভিন্ন অ্যাপ বা সেটিং থেকে অপ্রয়োজনীয় সাউন্ড অফ করে রাখুন। Settings > Sound & notification > Other sounds এখান থেকে অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ রাখুন।
ভাইব্রেশন অফ রাখুন, অপ্রয়োজনীয় সাউন্ড বন্ধ করুন

৮) যথাসম্ভব widgets কমিয়ে রাখুনঃ

Widgets আপনার কাজকে সহজে করার কিছু শর্টকার্ট অ্যাপ। কিন্তু অত্যধিক widgets আপনার ফোনকে স্লো সহ চার্জ কমায়ে দিতে পারে। সেহেতু যত-সম্ভব widgets কম রাখার চেষ্টা করুন। প্রয়োজন ছাড়া না ব্যবহার করায় ভালো, আমার মনে হয়।

৯) এনিমেশন অফ রাখুনঃ

আপনি কি জানেন আপনার ফোনের কিছু ফ্ল্যাশি এনিমেশন আপনার ফোনের ব্যাটারি লাইফ কমিয়ে দিতে পারি। আগে এগুলো অফ করা না গেলেও এখন আপনি সেগুলো অফ করতে পারবেন। Settings > About phone অপশন থেকে আপনি এটি অফ করতে পারবেন। "Developer options" "Window animation scale," "Transition animation scale" এবং "Animation duration scale."  সবগুলা অপশন অফ করতে  হবে। আপনাকে চেঞ্জ কনফার্ম করতে ফোন রিবোটের প্রয়োজন পড়তে পারে। নিচের ছবি দেখুন,
এনিমেশন অফ রাখুন

১০) ব্যাটারি কেচ বা প্যাক নিয়ে নিনঃ

উপরের টিপসগুলো ফলো করলে আপনার ব্যাটারি সমস্যা অনেকটা সমাধান হবে আশা করি। তারপরও যদি আপনার এক্সট্রা আরও বেশি ইউজ করতে হয় বা দূর পাল্লার ভ্রমণে আপনার বেশিচার্জ  লাগে তাহলে আপনি একটি portable battery pack অথবা পাওয়ার ব্যাংক কিনে নিতে পারেন। যেটি আপনি সাথে রাখলে ২/৩ বার আরও চার্জ করে নিতে পারবেন আপনার ফোন। যাহাতে আপনার ফোন আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন।
ব্যাটারি কেচ বা প্যাক নিয়ে নিন
উপরের বিষয়গুলো ফলো করুন ১০০% সন্তুষ্ট না হলেও কাছাকাছি যাবে আশা করি।

Likesplanet এ সহজে আয় করার কঠিন পদ্ধতি!!!

Likesplanet এ সহজে আয় করার কঠিন পদ্ধতি!!!
Likesplanet এর নাম হয়ত আপ্নারা অনেকেই শুনে থাকবেন। এই সাইটে লাইক এবং ভিউ এর সাহায্যে টাকা আয় করা যায়।

আপনার প্রয়োজন-
১। Mozilla Firefox
২। imacros addon
৩।auto like script
এবার  প্রথমে likesplanet এ সাইন আপ করুন-
likesplanet.com
imacros অন করে নিচের মত করুন।

play loop দিয়ে একটা ঘুম দেন।
আর একটা কথা লাইক্সপ্লানেট এ রেফারেল এর উপরে extra point প্রদান করে। এতে করে ৫০% extra আয় করা সম্ভব।

তাই আমার রেফারেল  টি দিলাম সাইন আপ করতে পারেন-

Android ভাইদের জন্য আসাধারাণ একটি Launcher….. জলদি Download করে নিন।

Android ভাইদের জন্য আসাধারাণ একটি Launcher….. জলদি Download করে নিন।
আসসালামু আলাইকুম। কেমন
আছেন সবাই? আশা করি ভালোই
আছেন। আমিও আল্লাহর রহমতে
ভালই আছি....
আজ আমি আপনাদের জন্য খুন অল্প মেগাবাইট এর একটি Launcher নিয়ে আসলাম। এর আগে অনেক Launcher বেব্যহার করেছেন। কিন্তু আমি যেইটা দিতে চলছি পুরাই আস্তির একখানা Launcher...
আর কিছু বলবনা। নিচ থেকে Download করে নিন।
Click Here Download
আসুন এবার এই Launcher টির Screenshot গুলা দেখি।



এড ব্লক,ফিশিং পেজ থেকে বাচতে চান ? তাহলে আপনার জন্য ।

এড ব্লক,ফিশিং পেজ থেকে বাচতে চান ? তাহলে আপনার জন্য ।
---------------------------------Bismillahir Rahmanir Rahim----------------------------------
সবাইকে আমার সালাম ।  আশা করি,সবাই ভালো আছেন।
মেথড ১ঃ
আজ আমি আপনাদের কে adguard সম্পর্কে কিছু বলবো ।
তেমন বলার কিছু নেয়, আপনারা আমার স্ক্রিন সট ছবি দেখলে বুজতে পারবেন আশা করি ।
সাবার  প্রথমে, ডাওনলোড করতে হবে । তার জন্য আপনাকে এখানে যেতে হবে adguard(Click) অথবা, আপনি Google এ সার্চ করতে পারেন ।
এক নজরে পড়ে নিন, adguard যে সব কাজ করে,তা নিচে দেয়া হলঃ
১.এটা হচ্ছে এড ব্লকার ।  যে কন এড ব্লক করে । আর এটা শুদু ব্লকের কাজ করে না ।
২.প্রটেক্ট করে ফিশিং এবং মেলোয়ার ওয়েব সাইট থেকে ।
এবার  ইন্সটল করুন। ইন্সটল করা শেষ হলে,নিচের মত দেকতে পাবেন ।

Ad Blocker:আমার হাইলেট করা কালার টা দেখুন , তাহলে বুজতে পারবেন । আমার টা সেটিং করা আছে ।
এবার আপনি যদি সেটিং করেন তাহলে,আপনি ও হয়ত এই রকম দেকতে পাবেন । হয়তো আমার মত মিল হবে না । Same process Browsing Security,Parental Control Setting করুন ।
মেথড ২ঃ
ওয়েব অব ট্রাস্ট (Web of Trust-WOT)। এটা একটা এডঅন্স, খুবই উপকারি একটা টুলস, আমি মনে করি এটা সবার ইউস করা টা জরুরি,
উদাহরণ সরূপ, আমরা যখন গুগলে কিছু সার্চ দিই, তখন হয় তো আমরা বুজতে পারি না । যে কোন সাইটা সুরুক্ষিত । এই জন্য আমি মনে করি আমাদের সকলে
উচিত ওট  ইউস করা ।
যদি কোন অসুরুক্ষিত ওয়েব সাইট হয় তাহলে, WOT আপনাকে ওয়ার্নিং দিবে । নিচের ছবি টি দেখুনঃ

এখানে যানঃ
https://addons.mozilla.org/en-US/firefox/addon/wot-safe-browsing-tool/
মেথড ৩ঃ
এডব্লক প্লাস
https://addons.mozilla.org/en-US/firefox/addon/adblock-plus/?src=hp-dl-mostpopular
উপরের এই তিনটা এড ব্লকে,ফিশিং প্রটেক্ট এর জন্য খুব ভালো কাজ করে ।

নিয়ে নিন WhatsApp Status Messages v2.3 APK আর WhatsApp কে করে তুলুন আরও সহজ এবং দ্রুত !!!

 নিয়ে নিন WhatsApp Status Messages v2.3 APK আর WhatsApp কে করে তুলুন আরও সহজ এবং দ্রুত !!!
আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।

আজ আপনাদের মাঝে এলাম WhatsApp Status Messages v2.3 এপিকে  নিয়ে !!
[NB: সকল প্রকার Patched এবং Cracked সফটওয়্যার সম্পূর্ণ নিজ দায়িত্বে ব্যাবহার করবেন]
আর কথা বারাইলাম না । কাজের কথায় চলে যাই ।
যা যা পাবেন WhatsApp Status Messages v2.3 এপিকে তেঃ

  • Birthday WhatsApp Status
  • Cute WhatsApp Status
  • Friend WhatsApp Status
  • General WhatsApp Status
  • Hate WhatsApp Status
  • Humor WhatsApp Status
  • Love WhatsApp Status
  • Original WhatsApp Status
  • Sad WhatsApp Status
  • Wife WhatsApp Status
  • GF and BF WhatsApp Status

ডাউনলোড লিঙ্কঃ

১. WhatsApp Status Messages v2.3 By F!r3 Sp!d3R এপিকে ডাউনলোড করতে [১.৯ এমবি]
এখানে ক্লিক করুন

যেভাবে Install করবেনঃ

১. আগের ভার্সন ইন্সটল করা থাকলে আনইন্সটল করুন।
২.তারপর WhatsApp Status Messages v2.3 By F!r3 Sp!d3R এপিকে ডাউনলোড করে ইন্সটল করুন।

৩. আর কিছুই করতে হবেনা।
Screenshots:
আশা করি আপনাদের কাজে লাগবে।
আজ এই পর্যন্তই। সবাই ভাল থাকবেন।

Android বেব্যহারকারি ভাইদের জন্য সুপার Post……. এবার যেকোন পেইড App এর ডলার ফ্রি তে

Android বেব্যহারকারি ভাইদের জন্য সুপার Post……. এবার যেকোন পেইড App এর ডলার ফ্রি তে
বর্তমানে এন্ড্রয়েড অনেক জনপ্রিয়
একটি মোবাইল ওএস। মোটামুটি সহজলভ্য
এবং এর বহুমুখী সুবিধার কারনে বেশীরভাগ
মোবাইল ব্যবহারকারীর পছন্দের তালিকায়
প্রথমেই এন্ড্রয়েড রয়েছে।
এন্ড্রয়েডে যারা গেম খেলেন
তারা অনেকেই একটা সমস্যায় পড়েন
সেটা হলো, গেম
পুরোটা খেলতে গেলে অথবা অর্ধেক
খেলার পর অথবা কিছু বাড়তি সুবিধা পাওয়ার জন্য
টাকা দিতে বলে। সোজা কথায় টাকা দরকার হয়
আমাদের মতো গরীব
দেশে টাকা দিয়ে গেম কিনে খেলাটা এক
হিসেবে সম্ভব নয়।।।
এবার কাজের কথায় আসি। নিচ থেকে App টি
নামিয়ে নিন।
Click Here Download
এই সফটি ব্যবহার করে অনেক গেম
এমনকি অনেক টুলসও পেইড
করতে পারবেন। আপনাদের সুবিধার জন্য
আমি টেম্পল রান এবং সাবওয়ে সার্ফার হ্যাক
করে দেখাব। প্রথমে এখান
থেকে ফ্রীডম নামে্র সফটওয়ার
টি ডাউনলোড করে ইন্সটল করে নিন।
ডাউনলোড করার সময় টিক চিহ্নটি আন-মার্ক
করে নিন। সবকিছু ঠিকমতো হলে ফ্রীডম
ওপেন করেন। সুপার ইউজার পারমিশন
চাইলে এক্সেপ্ট করে দিন। See Below

এবার Freedom এ আপনার App গুলা দেখতে পারবেন।
নিচে দেখুন

ফ্রীডম এর লিষ্ট থেকে টেম্পল রান
সিলেক্ট করেন। একটু পর গেম চালু
হলে ষ্টোরে গিয়ে যেটা ইচ্ছা Buy করার
চেষ্টা করেন। আমি ২,০০,০০০ কয়েন কিনার
ট্রাই করলাম যার দাম প্রায় 20$

যদি কোনো সমস্যা দেখা দেয়
অথবা নিচের মত
ছবির মতো আসে,

তাহলে প্যানিক না হয়ে ভালো করে একাউন্ট
চেক করুন , কয়েন এড
হয়েছে নাকি আসলেই সমস্যা হয়েছে।
না কোন সমস্যা হয়নি একাউন্টে ঠিকই
কয়েন এড হয়েছে। এবার
ইচ্ছা মতো কোপাইতে থাকুন টেম্পল রান
এরপর সাবওয়ে সার্ফের পালা । একই
ভাবে ফ্রীডম থেকে সাবওয়ে সার্ফার
ওপেন করুন।ষ্টোরে ঢুকে কিনতে থাকুন
ইচ্ছা মতো সমস্যা হলে স্ক্রীনশট
দেখুন
Note:
একটা ব্যাপার জেনে রাখেন,
ট্রিকটা “এপ্লিকেশন সাইড পেমেন্ট”
হলে কাজ করবে। যদি “সার্ভার সাইড
পেমেন্ট” হয় তাহলে কাজ করবে না। যেমন
Viber, WhatsApp, Skype Credit, Fifa 15 UT
এই ধরনের গেমে অথবা এপে যেই
মেথডে পেমেন্ট করে ওই মেঠডে এই
ট্রিক কাজ করবে না ।
Thank You....

প্লে স্টোর এর পেইড সফ্টওয়্যার ডাউনলোড করুন একদম ফ্রিতে (কোনো রকম রুট ছাড়া)

প্লে স্টোর এর পেইড সফ্টওয়্যার ডাউনলোড করুন একদম ফ্রিতে (কোনো রকম রুট ছাড়া)
আসসালামুয়ালাইকুম,
কেমন আছেন সবাই?নিশ্চয়ই ভালো।
আমি আর কথা বাড়াবো না। সরাসরি আমার মূল কথায় চলে যাই
আজ আমি আপনাদের কাছে  এমন একটা সফটয়্যার নিয়ে হাজির হয়েছি ,
যা কিনা আপনি এতোদিন খুজছেন, এবার আমি সফটওয়্যার টি দিতে কোন শর্ত ছাড়াই।
সফটওয়্যার এর নামঃ Blackmart
কাজঃ প্লে স্টোরের পেইড এপ বিনামূল্যে ডাউনলোড করা।
কিভাবে নামাবেনঃ
প্রথমে Blackmart সফটওয়্যার টি আপনার মোবাইলে ইন্সটল করুন। এর পর নেট কানেকশন দেওয়ার পর আপনি প্লে স্টোরে যে এপ ডলার দিয়ে কিনতে হয় সে সফটওয়্যার টি Blackmart  এ গিয়ে সার্চ দিন দেখবেন আপনার কাংখিত সফটওয়্যার টি পেইড ভার্সন এবং ফ্রি ভার্সন। আপনি পেইড ভার্সন টা তে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করি আর কোনো কিছু আপনাদের বলতে হবে না। ScreenShot  দিতে পারলাম না। এর জন্য দুঃখিত।
সফটওয়্যার টি ডাউনলোড করুন এখানে 

আসুন জেনে নেই এন্ড্রয়েড রুট কি এবং এর সুবিধা কি?

আসুন জেনে নেই এন্ড্রয়েড রুট কি এবং এর সুবিধা কি?
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আপনারা হয়তো অনেকেই জানেন এন্ড্রয়েড রুট কি এবং কেন করা হয়। তবে যারা এখনো পর্যন্ত জানেন না তাদের সহজেই এন্ড্রয়েড রুট সম্পর্কে ধারনা দেয়ার জন্যই আমার এই টিউন। তাহলে চলুন প্রথমেই জেনে নেই রুট কি?
  • এন্ড্রয়েড রুট কি?
সংক্ষেপে বলা যায় এন্ড্রয়েড মোবাইলের ডিফল্ট অপারেটিং সিস্টেমের যে কোন ফাইল বা সফটওয়ারের পরিবর্তন, সংশোধন বা সংযোজন করার ক্ষমতাই হল রুট। সাধারনত এন্ড্রয়েড মোবাইলের ডিফল্ট সফটওয়ার, ফন্ট, রিংটোন এবং অপারেটিং সিস্টেমের কোন ফাইল পরিবর্তন বা ডিলিট করা যায় না। কিন্তু রুট করার মাধ্যমে আপনি আপনার মোবাইল ইচ্ছেমত কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ মোবাইলে রুট পারমিশন থাকলে আপনার মোবাইল আপনার ইচ্ছায় যে কোন ভাবে সাজিয়ে নিতে পারেন। রুট পারমিশন থাকা মানে আপনার মোবাইলের সকল ক্ষমতা আপনার হাতে।
url
  • রুট এর সুবিধাগুলো?
উপরের লেখা থেকে আপনারা হয়তো অনেকটা বুঝে গেছেন যে, রুট করলে কি কি বা কিরকম সুবিধা পাওয়া যাবে। যাদের চিন্তাশক্তি একটু কম তাদের জন্য নিচে বিস্তারিতভাবে এন্ড্রয়েড রুট এর যাবতীয় সুবিধা তুলে ধরা হলো।
  1. একঘেয়ে আর সাদাসিধে ফন্ট পরিবর্তন করে পছন্দের যে কোন স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারবেন।
  2. মোবাইলের কিছু লুকানো ফিচার থাকে সেগুলো আনলক করতে পারবেন।
  3. বিরক্তিকর ডিফল্ট কিছু অ্যাপ আছে যেগুলো রুট পারমিশন ছাড়া আনইনস্টল করা যায় না।
  4. অতি প্রয়োজনীয় কিছু অ্যাপ আছে যেগুলো রুট পারমিশন ছাড়া ইনস্টল করা যায় না।
  5. অনাকাঙ্খিত সকল অ্যাপ মুছে ফেলার মাধ্যমে খালি হবে র‍্যাম, মোবাইল হবে ফাস্ট আর দীর্ঘ হবে ব্যাটারীর আয়ু।
  6. কিছু কিছু সেন্সর আর ফিচার হবে আরো শক্তিশালী যেমন, ফ্লাশলাইটের আলো, লাউড সাউন্ড, নেটওয়ার্ক সিগনাল, ব্যাটারী লাইফ ইত্যাদি।
  7. বিরক্তিকর বিজ্ঞাপন ব্লক করতে পারবেন।
  8. ডাটা কানেকশন কন্ট্রোলের মাধ্যমে ডাটা অপচয় রোধ করতে পারবেন।
  9. আর সবচেয়ে বড় সুবিধা হল আপনি কাস্টম রম ইনস্টল করে উন্নত যে কোন ব্রান্ডের মোবাইলের স্বাদ নিতে পারবেন।
Android-Custom-ROM

ফুটবল প্রিয়দের জন্যে অসাধারন একটি এ্ন্ড্রয়েড App.

ফুটবল প্রিয়দের জন্যে অসাধারন একটি এ্ন্ড্রয়েড App.
আস্সালামু আলাইকুম,
আসা করছি সবাই মহান আআল্লাহ'র রহমতে ভালো আছেন!
যারা ফুটবল খেলা পছন্দ করে থাকেন তাদের জন্যে আজ অসাধারন একটি এপ সেয়ার করব যা অবশ্যই কাজে লাগবে আর এটা এন্ড্রয়েড মোবাইল এপ!
এই এপটিতে আপনি যা পাবেনঃ


1) সরাসরি খেলার স্কোর
2) সকল international Team এর খেলার সময়
3) কোন চ্যানেলে খেলা হবে
4) ক্লাবের Rank.
আমার কাছে এই এপটি বেশি ভালো লাগার কারন , এটার মাধ্যমে আমার ফেবারিট টিমের খেলা কবে কখন তা জানতে পারি।
নিচে স্কৃনসুট এ Barcelona এর খেলা কত কত তারিখে আছে তার একটি লিষ্ট,

এপটি আপনার প্রয়োজন হলে নিচে দেওয়া লিংক থেকে ডাউনলোড করে নিন।
live soccer tv-1.23.apk

২ টি লাইভ চ্যাট ওয়েডগেট সাইট ব্লগার ব্লগের জন্য......

আসসালামু অলাইকুম , আজকে আমি আপনাদের সাথে ব্লগিং এর দারুন একটি কাজের পার্ট নিয়ে আলচনা করব । আমারা বিভিন্ন বড় বড় সাইট এই ধরনের লাইভ চ্যাট ওয়েডগেট দেখাতে পাই আপনারা আসাকরি জানেন এটা কি কারনে তারা তাদের ব্লগে ব্যবহার করে ! লাইভ চ্যাট খুবি সুবিদা মূলক একটি ওয়েডগেট এটা ব্যবহার করার ফলে ভিজিটর আপনার ব্লগ থেকে সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারবে ফেসবুক এর মত চ্যাট করতে পারবে । আসাকরি বুঝতে পারলাম এবার নিচে থেকে দেখে নিন কোন দুটি সাইট আজকে আপনার সাথে শেয়ার করতে যাছি ।
live chat widget blogger blog
আমার পছন্দের অনেক চ্যাট সাইট আছে তার মধ্যে থেকে ২ টি আপনাদের সাথে করছি তাহলে নিচে থেকে দেখে নিন ।

ZOPIM :

আমার পছন্দের মধ্যে এটা অন্য তম কারন এটা খুব সুন্দর ভাবে বাংলা ভাষা সাপোর্ট করে সঙ্গে বাংলা হিসাবে বিভাগ ও আছে আপনি ড্যাশবোর্ড এ গেলেই বুঝতে পারবেন । আমি এই বিস্তারিত আলোচনা করব কারন এগুল ব্যবহার করা ও এখানে অ্যাকাউন্ট করা খুবি সোজা ।
zopim live chat widget
zopim ব্যবহার করার জন্য প্রথমে তাদের অফিসিয়াল সাইট এ যান এখান থেকে । অ্যাকাউন্ট করার জন্য Sign up এ ক্লিক করুন আপনার নাম ইমেল দিয়ে অ্যাকাউন্ট করুন তাহলে আপনার ইমেল ভেরিফাই করতে বলবে ভেরিফাই করুন তাহলে পাসওয়ার্ড চাইবে সেখানে বিস্তারিত দিয়ে Sign up সম্পূর্ণ করুন । তাহলে নিচে মত কোড পাবেন ।
চাইলে আপনি কোড গুলকে সেটিং থেকে নিজের মত ভাষা ইত্যাদি দিয়ে এডিট করে নিতে পারেন এর জন্য আপনাকে ড্যাশবোর্ড থেকে উপরে Settings এ ক্লিক করতে হবে তাহলে সব পেয়ে যাবেন নিচের চিত্রে দেখুন ।

PURECHAT:

আপনি চাইলে এটাও আপনার ব্লগে ব্যবহার করতে পারেন এটাও খুব সুন্দর কাজ করে ব্যবহার করলেই বুঝতে পারবেন । এটাও ব্যবহার করা খুব সোজা সঙ্গে অনেকটা উপরের মতই ।
purechat live chat widget
এটা আপনি ব্যবহার করতে চাইলে প্রথমে এখান থেকে মূল অফিসিয়াল সাইট এ যান তারপর সেখানে Sign up এ ক্লিক করে মাত্র ৫ সেকেন্ডে একটি অ্যাকাউন্ট করে নিন । ব্যাস তাহলেই আপনি কিছু কোড পেয়ে যাবেন সেগুল আপনার ব্লগে ব্যবহার করুন ।
তাহলে আসাকরি বুঝতে কোন সমস্যা হল না সাইট গুল থেকে আপনার ব্লগে ব্যবহার করতে কোন সমস্যা হলে নিচে কমেন্ট করুন সমাধান দেবার চেস্ট করব । পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন ।

জেনে নিন Windows Run এর কিছু কমন Command বা নির্দেশ

জেনে নিন Windows Run এর কিছু কমন Command বা নির্দেশ
আসসালামু আলাইকুম,
আশাকরি সবাই ভালো আছেন।
এ টিউনে আপনাদের জন্য রয়েছে , জেনে নিন Windows Run এর কিছু কমন Command বা নির্দেশ
দ্রত কিছু প্রোগ্রাম খোলার জন্য Windows এ Run কমান্ড ব্যাবহার করা হয়।
Start থেকে Run- এ ক্লিক করে নিচের নির্দেশনা গুলো লিখলে নির্দিষ্ট কিছু প্রোগ্রাম খুলবে ।নির্দেশ লিখে Ok করুন।
ক্যালকুলেটর calc; কমান্ড প্রম্পট cmd; ওয়ার্ডপ্যাড write; ফন্টস ফোল্ডার fonts; মাইক্রোসফট চ্যাট winchat; নোটপ্যাড notepad; রিজিওনাল এন্ড ল্যাংগুয়েজ অপশন intl.cpl; রেজিস্ট্রি এডিটর regedit; টাস্ক ম্যানেজার taskmgr; সিস্টেম কনফিগারেশন msconfig; পারফরম্যান্স মনিটর perfmon.msc; সাউন্ড ও অডিও যন্ত্রাংশ mmsys.cpl; লগ-আউট logoff; গ্রুপ পলিসি এডিটর gpedit.msc; উইন্ডোজ বন্ধ shutdown; ইউজার একাউন্ট ম্যানেজম্যান্ট nusrmgr.cpl; সার্ভিস services.msc; সিস্টেম কনফিগারেশন এদিটর sysedit; টেলনেট সার্ভার telnet; রিমোট ডেস্কটপ সংযোগ mstsc; কন্ট্রোল প্যানেল control; মাউস প্রপার্টিজ control mouse; ড্রাইভার ভেরিফায়ার Driver Verifire; ডিসপ্লে প্রপার্টিজ desk.cpl; ক্লিনআপ cleanmgr; ডিস্ক ডিফ্রাগমেন্ট dfrg.msc; ডিস্ক ম্যানেজমেন্ট diskmgmt.msc; ডিভাইস ম্যানেজার devmgmt.msc; তারিখ ও সময় timedate.cpl; আপডেট হালনাগাদ wuaucpl.cpl; এড/রিমুভ প্রোগ্রামস appwiz.cpl ইত্যাদি।
আশাকরি এ টিউনটি আপনাদের অনেক উপকারে আসবে।

আপনি কি প্রিন্টেড টেক্সট বা ইমেজ থেকে টেক্সট (Printed Text/Image to Text) আলাদা করা নিয়ে চিন্তিত? এবার আপনার সকল চিন্তার অবসান ঘটাবে আজকের এই টিউন। এখন থেকে খুব সহজে প্রিন্টেড টেক্সট বা ইমেজ থেকে টেক্সট আলাদা করুন রকেট গতিতে!!

আপনি কি প্রিন্টেড টেক্সট বা ইমেজ থেকে টেক্সট (Printed Text/Image to Text) আলাদা করা নিয়ে চিন্তিত? এবার আপনার সকল চিন্তার অবসান ঘটাবে আজকের এই টিউন। এখন থেকে খুব সহজে প্রিন্টেড টেক্সট বা ইমেজ থেকে টেক্সট আলাদা করুন রকেট গতিতে!!
প্রিন্টেড টেক্সট বা ইমেজ থেকে টেক্সট আলাদা করার এই পদ্ধতিকে বলা হয় অপটিক্যাল কারেক্টর রিকগ্নেশন (Optical character recognition (OCR)) এটা টেক্সট কনভার্ট করার একটি মেকানিক্যাল বা ইলেকট্রোনিক পদ্ধতি। বিভিন্ন থার্ড পার্টি সফটওয়্যার বা অ্যাপ দিয়ে এই কাজ করা হয়। এটি দারুণ কিছু ফিচার সম্বলিত অ্যাপও নিয়ে আসছে, যা হয়তো অনেক বেশি দ্রুত কাজ করতে সক্ষম। তাছাড়া কিছু অ্যাপ আপনার চাহিদার চেয়েও বেশি দেওয়ার প্রত্যয় নিয়ে তৈরি। আমরা জানবো সেই সফটওয়্যার যা দিয়ে আপনি এই কাজকে অনেক দ্রুত সম্পাদন করতে পারবেন।

প্রিন্টেড টেক্সট বা ইমেজ থেকে টেক্সট আলাদা করার যতো পদ্ধতিঃ

১) ফ্রি ওসিআর (FreeOCR)

ফ্রি ওসিআর খুব জনপ্রিয় এবং কার্যকরী টেক্সট কনভার্ট অ্যাপ। তবে এটি শুধুমাত্র উইন্ডোজে কাজ করবে। উইন্ডোজ এক্সপি সহ উপরের সকল ভার্সনে এটি কাজ করে। যদিও এক্সপিতে এটা কাজ করার জন্য এক্সট্রা এই ফাইলটি ইন্সটল করে নিতে হবে।
ফ্রি ওসিআর (FreeOCR)
এই ফ্রি ওসিআর শুধু মাত্র TWAIN scanners এ কাজ করে। আপনি এটি দিয়ে পিডিএফ ফাইল অথবা ইমেজ থেকে টেক্সট ওয়ার্ড ফাইলে রুপান্তর করতে পারবেন। আপনাকে এই অ্যাপটি চালাতে হলে গুগলের এই ওপেন সোর্সটি ইন্সটল থাকতে হবে।

২) ফ্রি ওসিআর টু ওয়ার্ড (FreeOCR to Word)

এই অ্যাপটি খুব বেশি ব্যবহার হয় এবং এটি খুব বেশি পছন্দের একটি অ্যাপ। কোম্পানি বলে এটি ৯৯.৮% নির্ভুল ওয়ার্ড কনভার্ট করতে সক্ষম এবং অ্যাপটিতে ওরিজিনাল ফরম্যাট টেক্সট কনভার্ট হয়। যেহেতু আপনি টাইটেল দেখেই বুজছেন অ্যাপটি শুধুমাত্র ওয়ার্ড ফাইলে কনভার্ট করতে পারে, তবে আপনি টেক্সট (.TXT) ফাইলেও কনভার্ট করতে পারবেন।
ফ্রি ওসিআর টু ওয়ার্ড (FreeOCR to Word)
আরও মজার বিষয় অ্যাপটি সকল ফরম্যাটের ইমেজ কনভার্ট করতে সক্ষম এমনকি ফটোশপের ইমেজও। তবে কষ্টকর হলেও সত্য এই অ্যাপটিও শুধুমাত্র উইন্ডোজের জন্য। তাহলে ম্যাক বা লিনাক্স ব্যবহারকারীরা কোথায় যাবে।

৩) জি ইমেজ রিডার (gImageReader)

এই অ্যাপটিও গুগল ওপেন সোর্স ইঞ্জিনের মাধ্যমে ব্যবহার করা হয়। এই অ্যাপটির সব থেকে মজার বিষয় হলো এটি পেজের লে-আউটের সাথে মিল রেখে আউটপুট দেয়। এবং একটু এদিক ওদিক হলে সেটা আপনি খুব ভালোভাবে ঠিক করে নিতে পারবেন।
জি ইমেজ রিডার (gImageReader)
এই অ্যাপের আরও একটা সুফল হলো এটি স্ক্যান কপির সাথে সাথে আউটপুটও দেখায়, সেহেতু আপনি সহজেই এটি গোছানো করতে পারবেন। এই অ্যাপের সাদৃশ্য স্পিল চেকিং টুল ব্যবহার করলে আপনি সাথে সাথে স্পিল চেকও করতে পারবেন।

৪) ক্যাপচার টু টেক্সট (Capture2Text)

এই ওসিআর টুলের দুইটা গুন আছে। সেটা হলো এটি স্ক্রিনশট নির্ভর টুল। আপনি যেই জায়গার স্ক্রিনশট নিবেন সেটা উইন্ডোজ ক্লিপবোর্ডে (Windows clipboard)এ কনভার্ট হবে, আপনি এখান থেকে কপি করে যেকোনো জায়গায় পেস্ট করতে পারবেন।
ক্যাপচার টু টেক্সট (Capture2Text)
দ্বিতীয়ত, এটি ভয়েস টেক্সটে কনভার্ট করতে পারে। আপনি কথা বলবেন আর এই টুল সেটা টেক্সট কনভার্ট করবে। যদিও কোম্পানি বলে এটি এখনও পরিক্ষামূলকভাবে আছে। সেহেতু ১০০% আউতপুট পাবেন এটা আশা না করায় ভালো।

৫) ভুঁই-স্ক্যান (VueScan)

এটি সম্ভবত ম্যাক লাভারদের সুসংবাদ দিতেই তৈরি। আপনি এটি দিয়ে ম্যাক কম্পিউটারে টেক্সট কনভার্ট করতে পারবেন। এটা শুধুমাত্র আপনার স্ক্যানারকে লিংক করবে এবং টেক্সট কনভার্ট করবে। সেহেতু আপনি খুব সহজে এটি দিয়ে কাজ সারতে পারেন। এটি খুব হালকা এবং সহজ নির্দেশিকার সফটওয়্যার।
ভুঁই-স্ক্যান (VueScan)
Designed by HelpZoon Design

Powered by Helpzoon