মেঘ নিয়ে মানুষের খেলা! দেখুন

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 9/23/2014 06:05:00 am | টিউন বিভাগঃ
মানুষ হেয়ালি, সব সময় ভিন্ন রকম কিছু একটা করতেই মানুষ
বেশি পছন্দ করে। মানুষের তেমন কিছু কাজ আক্ষরিক অর্থে মেঘ নিয়ে খেলা নিয়েই কিছু
ছবি আপনাদের সামনে আজ তুলে ধরবো।

মেঘ সাধারণত পৃথিবীর আকাশে দৃশ্যমান স্ফটিক অথবা জলকণার সমষ্টি। যা আমাদের কাছে ভাসমান তুলোর মত মনে হয়। মেঘ অনেক রকমের হয়, তবে নীল আকাশে সাদা তুলার মত মেঘ সবার ভালো লাগে। শরতের আকাশের সাদা মেঘকে অনেকেই ভালোলাগার মেঘ বলেই মনে করেন। ওই সময় মেঘ এতো সুন্দর থাকে মনে হয় ভালোবাসার মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ে পৃথিবীবাসীর গায়ে। আজ আমাদের আয়োজন এই সাদা মেঘ নিয়েই। নীল আকাশে সাদা মেঘ এতো সুন্দর অবয়ব তৈরি করে যে তাকে দেখে অনেক কিছুই কল্পনা করা যায়। পৃথিবী জুড়ে অনেক ফটোগ্রাফার মেঘের সাথে নানান ভঙ্গিতে ছবি তুলেছেন যা ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। আপনাদের জন্য আমরা সেই সব ছবি থেকেই বাছাই করে কিছু ছবি এখানে তুলে ধরলাম। তো আর দেরি কেনো উপভোগ করুন।


















Previous
Next Post »

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Designed by HelpZoon Design

Powered by Helpzoon