জানি গেমটির কথা শুনে অনেকেই হয়তো এখনি ধুয়োধনি দিতে শুরু করেছেন আমাকে।
ধুয়োধনি দেওয়ারই কথা কারণ গেমটি আসলেই যে অনেক পুরানো। তারপরও আমি বলেছি
যাদের কাছে নাই তাদের জন্য। আসলে সত্যি কথা হলো গেমটি আমার কাছে অনেক প্রিয়
তাই আপনাদের কাছে শেয়ার করলাম অন্তত যাদের কাছে নাই তাদের জন্য। থাক একেতো
পুরানো গেম তার উপর অনেক কথা বলে ফেলতেছি। না আর কথা বড়াবোনা। এখানে ক্লিক করে
নামিয়ে নিন মজার গেমটি। গেমটি আশা করি আর বলা লাগবেনা। খেলেই দেখুন সত্যি
অনেক মজা পাবেন, অবশ্য আগে যারা খেলেছেন তাদের জন্য আমার উপরে উল্লেখিত
লেকচারগুলো প্রযোজ্য নয়। মূলত যারা আগে খেলেননি তাদের জন্য আমার লেকচারটি
প্রযোজ্য। তবে আমার মনে হয় যাদের অন্তত একটি কম্পিউটার আছে তারা অবশ্যই
গেমটি খেলেছেন। আর কিছু বলবো না, নামিয়ে খেলেই দেখুন................নিচে একটি স্ত্রিনশট দিলাম..............................
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

ConversionConversion EmoticonEmoticon