
অপরিচিত কোনো স্থানে গেলে ঠিকানা খুঁজে বের করতে
গুগল ম্যাপস অ্যাপ্লিকেশনটির জুড়ি নেই। তবে জনপ্রিয় এ অ্যাপ ব্যবহার করতে সাধারণত ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। তবে অনেক সময় অনেক স্থানে ইন্টারনেট সংযোগ থাকে না। তখন বিপাকে পড়তে হয়। তবে একটি কৌশল অবম্বলন করে ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যাবে গুগলের এ জনপ্রিয় অ্যাপ্লিকেশন।
এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো কেমন করে ইন্টারনেট সংযোগ ছাড়া গুগল ম্যাপস ব্যবহার করা যাবে।
১. ইন্টারনেটযুক্ত অবস্থায় স্মার্টফোন গুগল ম্যাপ ওপেন করতে হবে।
২. এরপর সার্চ বারে গিয়ে ওকে ম্যাপস (Ok maps) লিখতে হবে।
৩. Save map to use offline লেখাটি এলে ক্লিক করে সেভ করতে হবে।
৪. এ ছাড়া প্রয়োজনীয় স্থানটি দরকারি মনে করে হলে সেখানে ট্যাপ করলে লাল পিন দেখাবে। এরপর অ্যাড্রেসবারে স্ক্রল করে save map to view offline লেখা একটি বাটন দেখতে পাবেন। এটি ক্লিক করলেই হবে।
এরপর গুগল ম্যাপস অ্যাপ্লিকেশনটি চালু করলে সেইভ করা ম্যাপটি দেখাবে। তখন সেটি জুম করে স্থানগুলো দেখে নেয়া যাবে।
আপনার জন্য আরও হেল্পযোনের টিউন
Ads by HelpZoon
iPhone এ কল আসে, কিন্তু RingTone বাজে না – সমাধান
অনেক ক্ষেত্রে দেখা যায় যে, iPhone এ কল আসে, কিন্তু আপনার ফোন টি Silent মোডে না থাকা সত্ত্বেও RingT
বিশ্বকাপ খেলা সহ লাইভ টিভি দেখুন সম্পূর্ণ বিনামূল্যে 100%
এখন বিশ্বকাপ খেলা দেখা সহ পাঁচটি টিভি চ্যানেল দেখুন সম্পূর্ণ ফ্রি তে
-----------------------------
অ্যান্ড্রয়েড ক্যামেরা ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করুন
কিউআর কোড বা কুইক রেসপন্স কোড হচ্ছে এক ধরনের মেট্রিক্স বারকোড যা
দ্বিমাত্রিক চিত্রের মতো হয়ে থাক
ফেসবুক ব্যবহার হয়ে উঠুক রাজকীয়
আজকে যে টিপস গুলো এখানে আলোচনা করা হয়েছে, সেগুলো শুধুমাত্র পিসি’র জন্য
ফেসবুকে না গিয়েও ফেসবুকের
লাইক দিতে দিতে হাত ব্যথ্যা! এইবার জাভাস্ক্রিপ্ট দিয়ে সব পোস্টে লাইক দিন!
বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম,
আশা
করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক অনে
ছবি শেয়ার করে, পোস্ট লিখে, গেমস খেলে আয় করুন ৩৫,০০০-১,০০,০০০টাকা ডেইলি/উইক্লি
শুধু মাত্র পোস্ট শেয়ার করে, ছবি আপ্লোড দিয়ে টাকা ইঙ্কাম করতে পারবেন। আর যদি গেমস খেলেন তাহলে মাসে
ConversionConversion EmoticonEmoticon