অ্যান্ড্রয়েডে কাজের সময় বিরক্তিকর কল থেকে মুক্তির উপায়........................

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 11/25/2014 07:22:00 am | টিউন বিভাগঃ
সাধারণত অনেকে বর্তমানে স্মার্টফোনগুলোতে অনেক গুরুত্বপুর্ন কাজ করে থাকে। যেমন: MS Office- এ লেখালেখি, ইন্টারনেটে গুরুত্বপুর্ন Browsing ইত্যাদি। কিন্তু, ঠিক এই সময়টাতে যদি কোন কল আসে তবে সেটি উপর দিয়েই Call Screen-টি চলে আসে যা অনেকের কাছেই একটি বিরক্তিরই ব্যাপার বটে, যাই হোক, আমরা আজ তেমনি একটি অ্যাপ পোস্ট যা আপনার অ্যাপটিও দেখতে পারবেন আবার কে কল করল পাশাপাশি কল রিসিভ এবং কল ডিউরেশনও দেখতে পারবেন। ‘Call Popout’ নামের চমৎকার অ্যাপটি দিয়ে সহজেই উপরের কাজগুলো করতে পারবেন। অ্যাপটির সাইজেও অনেক ছোট।
অ্যাপটির কিছু বৈশিষ্ট্য নিম্নরুপ:--
1. এক্ষেত্রে পছন্দ না হলে App-টি বন্ধ রাখা যাবে,
 
2. All apps মুডে স্মার্টফোনটিতে যত অ্যাপ আছে সবগুলোর ক্ষেত্রে অ্যাপটি তার কাজ করবে,
 3. Call আসলে যে Head-টি দেখাবে তার Size, Border কালার আর কোথায় দেখাবে, তা এখানে সেটিংস্ করতে হবে!
4.  App List যা দেখে সহজেই পছন্দ করা যাবে Manually কোন অ্যাপটির জন্য এমন করবেন,
 

আমাদের সাথেই থাকুন!!

অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন!

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon