সবাই কেমন আছেন? টেকটিউনস পরিবারের জন্য শুভ কামনা। আশা করি ভালো আছেন। আমি আজকে যেই টিউনটি করবো সেটা টাইটেল দেখে বুঝতে পারছেন। আসলে আমি কিছুক্ষণ আগে প্রসেসটা করে সফল হয়েছি। তাই টিউন না করে পারলাম না। আপনাদের কাজে আসলেই আমি ধন্য। আসুন কথা না বাড়িয়ে শুরু করি কিভাবে আপনার Samsung GALAXY Grand 2 DUOS SM-G7102 মোবাইলটি কিটকেট করবেন। তবে আগে কেউ যদি এই টিউনটি করে থাকেন আমি সেই জন্য আন্তরিকভাবে দু:খিত। আর যদি না করে থাকেন উপকৃত হলে অবশ্যই জানাবেন।
-------------------------------------------------------------------------
---------------------------------------------------------------------
প্রথমেই আপনার যা যা লাগবে ডাউনলোড করে নিন:
১। স্যামসাং মোবাইল ড্রাইভার। না থাকলে এখান থেকে ডাউনলোড করে নিন।
৩। Odin
তাহলে শুরু করা যাক:
ধাপ-১: প্রথমেই আপনার মোবাইলের USB Debugging অপশন টিক দিন। Setting>General>Developer Option>USB Debugging. Developer Option না পেলে About>Build Version এ চাপতে থাকুন পেয়ে যাবেন।
ধাপ-২: Odin জিপ ফাইলটি Extract করুন এবং Odin রান করুন।
ধাপ-৩: আপনার মোবাইলটি বন্ধ করে ভলিউম ডাউন বাটন+ পাওয়ার বাটন+ হোম বাটন একসাথে চেপে ধরুন। Continue আসলে ভলিউম আপ বাটন চাপুন।
ধাপ-৩: অরিজিনাল ক্যাবল দ্বারা মোবাইলটি পিসিতে সংযুক্ত করুন।
ধাপ-৪: এবার দেখে নিন Odin এর উপরে ID:COM সবুজ হয়েছে কি না। না হলে বুঝবেন ডিভাইস কানেক্ট হয় নাই। Auto Reboot এবং F.Reset Time এ টিক চিহ্ন দিন। Than ডাউনলোড করা Kitkat Firmwareটি AP / PDA তে ক্লিক করে সংযুক্ত করুন।
ধাপ-৫: এখন Start এ ক্লিক করে কিছুক্ষন অপেক্ষা করুন। Pass/Reset লেখা দেখালেই বুঝবেন আপনার মোবাইল কিটক্যাটে আপগ্রেড হয়ে গেছে (এর আগে হয়তো মোবাইল ১-২ বার রিবুট করতে পারে)।
অত:পর আপনি একজন Kitkat 4.4.2 User. Enjoy. কোন সমস্যা হলে কমেন্ট করবেন। আশা করি সাহায্য করব।
ConversionConversion EmoticonEmoticon