সবাই কেমন আছেন? ভালো থাকবেন এটাই আশা করি।
কয়েকদিন পর্যন্ত আমি সায়েন্স নিয়ে বিভিন্ন টিউন দিয়েছি টেক-টিউন্স এ। সেই টিউনগুলোতে আপনাদের সাড়া পেয়ে আমি অভিভূত। আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার টিউনগুলো পড়ার জন্য।
আমার আজকের বিষয় হচ্ছে ইন্টারনেট ডাটা। আপনারা জানেন আমরা ১ জিবি নেট কিনি ২৫০-৩০০ টাকায় + ভ্যাট! এত টাকা দিয়ে আমরা পাচ্ছি শুধুমাত্র ১জিবি নেট। অথচ যারা এই নেটগুলো দিচ্ছে তারা কিন্তু এগুলো কিনে মাত্র ১৩ টাকায়। অর্থাৎ ১৩ টাকায় ১জিবি কিনে আমাদের কাছে ৩০০ টাকায় বিক্রি করে। তাহলে বুঝুন কি অবস্থা!
মোবাইল অপারেটরগুলোর এই বাটপারির মধ্যে টেলিটক মোটামুটি সাধ্যের মধ্যে একটি অফার দিচ্ছে। তারা ৮০ টাকায় ১জিবি নেট এর একটি নতুন অফার চালু করেছে। কিন্তু, এই অফারটির মেয়াদ মাত্র ৩দিন। আফসোস হচ্ছে, ১০ দিন বা ১৫ দিন দিলে কি হত?
যাই হোক, আপনি যদি এই অফারটি কিনতে চান তাহলে ম্যাসেজ অপশনে D58 লিখে 111 এ সেন্ড করুন। তাহলেই পেয়ে যাবেন ৮০ টাকায় ১ জিবি। টেলিটকের আরও প্যাকেজ দেখতে এই লিংকে যান
এই ছিল আজকের মুল টিউন। এখন আসি অন্যান্য কথায়।
আমরা সবাই ইন্টারনেট এর এই শোষণের সম্পর্কে অবহিত। তাহলে কেন কেউ কিছু বলছি না? আমাদের কষ্টের টাকা মেরে খাচ্ছে মোবাইল অপারেটরগুলো আর আমরা চুপ করে বসে আছি। এখন কি করা যায়?
ConversionConversion EmoticonEmoticon