প্রথমে নিচে দেয়া ফাইলগুলু ডাউনলোড এবং আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে ইন্সটল করে নিন ।।
★ apk-editor.zip ( এখানে APK Editor.zip extract করবেন দেখবেন সেখানে দুটো ফাইল আছে... তার মধ্যে প্রথমে APK Editor (Trial). ফাইলটা আগে ইনস্টল করবেন , তারপর APK Editor (Cracker). ফাইলটা ইন্সটল করবেন ।। )
★ bytecode-editor.apk
★ ZipSigner_3_4.apk
কাজ শুরু করা যাক ।।।
♦ নাম চেঞ্জ করা ♦
→ প্রথমে ইন্সটল করা apk-editor টা ওপেন করুন ।
আপনি যে ওপেরা মিনিটা মোড করবেন সেটিতে কিল্ক করে ওপেন করুন ।
→ এখন resource.arsc ফাইলটা ক্লিক করে ওপেন করুন ।
→ এখন loading... হওয়ার পর , app_name নামটা যে বক্সে লেখা থাকবে সেই বক্সে আপনার ইচ্ছামত একটা নাম দেন ।
→ তারপর উপরে বামদিকে কোনাই অপশনে গিয়ে save এ ক্লিক করুন ।
→ যদি Do you want to update changes to dictionary? লেখাটা দেখাই তাহলে cancel এ ক্লিক করবেন ।
শেষ... আপনার ওপেরা মিনির নাম চেঞ্জ হয়গেছে ।
♦ আইকন চেঞ্জ করা ♦
→ প্রথমে res নামক ফোল্ডার ওপেন করুন ।
→ এই ফোল্ডারের ভেতর আইকন চেঞ্জ করতে হবে এরকম ৪টা ফোল্ডার আছে , তাদের নাম হল :-
● drawable
● drawable-hdpi
● drawable-ldpi
● drawable-xhdpi
→ এজন্য আপনাকে 48x48, 64x64 এবং 72x72 সাইজের একধরণ এর icons লাগবে । সবগুলু icons png ফরমেটর এবং একই নাম app_icon.png হতে হবে ।
→ আপনার যদি আমার দেয়া সাইজ অনুযায়ী icons তৌরী হয় তাহলে তা সাইজ আমার সিলেক্ট করা ফোল্ডারে replace করুন ।।
শেষ... আপনার ওপেরা মিনির আইকন চেঞ্জ হয়গেছে ।
♦ সার্ভার চেঞ্জ করা ♦
→ প্রথমে classes.dex ফাইলটা কিল্ক করে ওপেন করুন ।
→ তারপর নিচে search আইকনে ক্লিক করে http:// বক্সে লিখে ok ক্লিক করুন ।।
এখন আপনার ইচ্ছামত সার্ভার চেঞ্জ করুন ।।
♦ Packages নাম চেঞ্জ করা ♦
→ এখন Byte Code Editor.apk ওপেন করেন ।
→ তারপর এটা দিয়ে AndroidManifest.xml টি ওপেন করুন এবং নিচের ছবির মত চেঞ্জ করে নিন ।
♦ সাইনড ভার্সন করা ♦
এখন apk-editor.. exit করে দিন ।
তারপর zip-signer টা ওপেন করেন । Choose In/Out বাটনে ক্লিক করেন । আপনার মোড করা ওপেরা মিনিটা সিলেক্ট করেন ।
Key/mode : auto-testkey
→ তারপর Sign the File এ ক্লিক করুন । সুতরাং , আপনার মোড করা ওপেরা মিনি signed ভার্সন হয়ে গেছে ।।
→ এখন আপনার মোড করা ওপেরা মিনি ইন্সটল করুন ।
বেশ কয়েকবার প্রেকটিস করলেই দেখবেন টিউটোরিয়লটি আপনার আয়ত্বে এসে গেছে। আপনার থেকে এটি করতে মজা লাগছে ।
টিউটোরিয়ালটি বুঝতে সমস্যা হলে এখানে কমেন্ট অথবা PM করুন।
ConversionConversion EmoticonEmoticon