অ্যান্ড্রয়েডে Ramফ্রি করুন,অপ্রয়োজনীয়রানিং এপস ফ্রিজকরুন!

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 8/01/2014 07:58:00 am | টিউন বিভাগঃ
অপ্রয়োজনীয় এমন অনেক এপস
রয়েছে যেগুলো ব্যকগ্রাউন্ডে চালু
থাকে প্রচুর Ram দখল
করে এবং মোবাইলকেও
স্লো করে ফেলে।
সেটিং থেকে এসব বন্ধ করার পরেও
কিছুক্ষণ পর আবার নিজে নিজেই স্টার্ট
হয়ে Ram দখল করে!
আজ আপনাদেরকে এই সমস্যার বেশ
কার্যকরী একটি সমাধান দিব! তবে এই
সুবিধা শুধুমাত্র রুটেড এন্ড্রয়েড
মোবাইলের জন্য প্রযোজ্য!
প্রথমেই এই এপটি বিনামূল্যে ( গুগল
প্লে মুল্য: ২.৩০ ডলার) ডাউনলোড
করে নিন।

Download SD Maid Pro Apk

ইনস্টল করে অপেন করুন। রুট পারমিশন
চাইলে এলাউ করুন! এখন উপরে বার
থেকে App Control অপশনে যান! এখন
রিফ্রেশ করলে আপনার
মোবাইলে থাকা সকল এপস
গুলো দেখাবে!
এখন যে এপটি পারমানেন্টলি বন্ধ
করতে চান তার নামের উপর প্রেস করুন!
নতুন যেই মেনু আসবে তাতে Freeze নামক
বাটন দেখতে পাবেন।
এখন ফ্রিজ বাটনে প্রেস করুন। দেখবেন
কয়েক সেকেন্ডের মধ্যেই এপটি ফ্রিজ
হয়ে যাবে। এবং এই এপটি আর রান
করবে না অর্থাৎ ফ্রিজ হয়ে থাকবে।
এবং যখন এপটি ব্যবহার করার দরকার
হবে ঠিক একি ভাবে আনফ্রিজ
করে নিলেই হবে!
ফ্রিজ
করলে এপটি মেনুতে দেখাবে না।
এবং আনফ্রিজ করার পর ঠিক আগের
মতোই এপটি ফেরত পাবেন কোন
সমস্যা ছাড়াই।
এখন অপ্রয়োজনীয় সব এপস ফ্রিজ করুন আর
আপনার এন্ড্রয়েড কে আরো দ্রুত করুন। Ram
ফ্রি করে মাল্টি টাস্কিং করুন!
সকলকে ধন্যবাদ। :)

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon