এন্ড্রয়েড ফোনে ফন্ট চেইঞ্জ করতে বুট স্ক্রিনে আটকে গেলে তার সমাধান। (7Mb Solution) সাথে থাকছে ফন্ট চেইঞ্জ করার সবচেয়ে সহজ উপায়। (No App Need)

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 9/29/2014 03:08:00 am | টিউন বিভাগঃ
আসসালামু আলাইকুম। প্রিয় টেকি ভায়েরা আশা করি ভালই আছেন আল্লাহর অশেষ রহমতে।
যাইহোক এন্ড্রয়েড ফোন ব্যাবহারের পাশাপাশি রুট করা,কাস্টম রম ইন্সটল করা ইত্যাদির প্রতি এখন সবারই আসক্তি দিনদিন বাড়ছে। তারমধ্যে ফন্ট চেইঞ্জ করে ফোনের নতুন লুকিং আনা ,কে না চায়?
কিন্তুু ifont বা অন্যান্য এপ দিয়ে একাধিকবার চেইঞ্জ করতে গেলেই ঝামেলা।
ফোন বুট স্ক্রিনে আটকে যায়। রম ব্যাকাপ না থাকলে যেতে কেয়ারে (অপেক্ষার দিন সহজে শেষ হয় না) অথবা সার্ভিস সেন্টারে গুনতে হয় অনেক টাকা।
আজকে আমি তারই সহজ সমাধান। একটা জিপ ফাইল।
ডাউনলোড করুন এবং CWM দিয়ে ইন্সটল করুন। ( CWM নিয়ে বলার কিছু নাই বলতে গেলে বলব যে, টেকটিউনস CWM এর গ্রামার (টেকটিউনস অনেক কিছুরই গ্রামার) । অনেক টিউন হইছে আর না। আরেকটা কথা যে CWM যানে যে এটাও জানে CWM recovery mod এ কিভাবে যেতে হয়)
......যে পারে সে পারে......
✔ এতে আপনার পুরো রম ফ্লাশ করতে হল না এবং কোন ডাটাও ক্ষতিগ্রস্ত হলনা। কেননা রম ফ্লাশ করলে ডাটা মুছে যায় (যদি সব ডাটার ব্যাকাপ না থাকে। যেমনঃ গেমসের কয়েন, শেষ করা হয়নি এমন কোন কাজ, কল লগ, কন্টাক্ট, মেসেজ, নোটপ্যাড, তাছাড়াও অনেক এপ আছে)
যেভাবে ফন্ট চেইঞ্জ করবেন÷
ফন্ট নির্বাচন করুন এবং সেটা Roboto-Regular.ttf নামে রিনেম করুন (.ttf এটা কিন্তুু extension)
অনেকেই extension বুঝে না, দাড়ান বুঝাচ্ছি.. আমরা যেমন দেখি অডিও গানের শেষে. Mp3 .wav .ogg .amr ভিডিও গানের বেলায় .Mp4 .3gp .mkv .avi .m4A .mob .MPEG পিকচারের বেলায় .jpg .png .gif .pix ঠিক এইভাবে ফন্টের বেলায় .TTF (বাড়তি প্যাচাল পারলাম)
যাইহোক Roboto-Regular.ttf
এবার
রুট এক্সপ্লোরার দিয়ে System>fonts এখানে যান।
নির্বাচিত ফন্ট কপি করে পেস্ট করেন এখানে (System>Fonts)
রিপ্লেস চাইবে দিয়ে দিন।
এরপর পারমিশন চেঞ্জ করে দিন।
পারমিশন চেঞ্জ করতে ফন্টের উপর চাপ দিয়ে ধরে রাখুন পপ আপ মেনু আসবে। permissions সিলেক্ট করুন এবং বদলিয়ে দিন। ঠিক ছবির মত করে।
ব্যাস কাজ ফুড়াইয়া গেল।
আরেকটু.....
অনেক রুট এক্সপ্লোরার আছে। আমার মনে হয় আপনার কাছেও আছে।
না থাকলে নেন: http://www.appsapk.com/root-explorer/
অথবা এইটা : www63.zippyshare.com/v/81223317/file.html

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon