অনলাইনে বিভিন্ন একাউন্ট যেমনঃ ফেসবুক, গুগল, ইত্যাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ সাইটে আপনার একাউন্ট শক্তিশালী রাখতে শক্তিশালী পাসওয়ার্ড এর বিকল্প নাই। এসব একাউন্টে বিশেষ করে ফেসবুকের আইডি সহজ অনুমানযোগ্য পাসওয়ার্ড এর কারণে প্রায়ই হ্যাকিং এর শিকার হচ্ছে। শুধু শক্তিশালী পাসওয়ার্ড থাকলেই আইডী হ্যাক হবে না এটা বলাও হাস্যকর। বিভিন্ন সিকিউরিটি টিপস মেনে সাথে একটি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করলে আইডি হ্যাকিং হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
একটি জিনিস লক্ষ্য করে থাকবেন যে, আমাদের কাছে ফেসবুক একাউন্টটি খুব প্রিয় কিংবা গুরুত্বপূর্ণ মনে হলেও তাঁর সিকিউরিটির জন্য আপনি সজাগ না। আর বাংলাদেশে আরও একটি ব্যাপার লক্ষ্য করা যায়, সাধারণ অনলাইন ব্যবহারকারীরা প্রায় সবসময় তাদের মোবাইল নম্বর পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে থাকেন। অন্য অপরিচিত কেউ সেই পাসওয়ার্ড অনুমান করুক আর নাই করুক অন্তত নিজের বন্ধু বান্ধব সেটা সহজেই অনুমান করে চলে। এই কথাগুলো এমনিতেই বলে যাচ্ছিনা। নিজের অভিজ্ঞতাতেই বলছি। আমার বন্ধুরা প্রায় সবাই নিজের মোবাইল নম্বরটি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করে। আমি এটাও অনুমান করে বলতে পারি আপনাদের অনেকেই নিজের মোবাইল নম্বর কিংবা অন্যান্য সংখ্যাবাচক সহজ পাসওয়ার্ড ব্যবহার করে থাকেন। কিন্তু অনলাইন একাউন্টের নিরাপত্তার জন্য যা মোটেও উচিৎ নয়।
এছাড়া নিজের ওয়েব সাইট হ্যাকারদের হাত থেকে রক্ষা করতে অধিক শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করার গুরুত্ব আর বাড়িয়ে বলার প্রয়োজন নেই। আজ শেয়ার করব একটি টুলস যা দিয়ে আপনি অনেক শক্তিশালী সব পাসওয়ার্ড অটোমেটিক তৈরি করতে পারবেন এক ক্লিকে। পাসওয়ার্ড গুলো আসলে দেখতেই অনেক দুর্বোধ্য। সেখানে মনে রাখা তো অনেক বিশাল ব্যাপার। তবুও আপনি নিরাপত্তায় যদি কোন ছাড় না দিতে চান তাহলে এই টুলস দিয়ে অনেক শক্তিশালী শক্তিশালী দুর্বোধ্য পাসওয়ার্ড বানিয়ে নিতে পারবেন। পাসওয়ার্ডগুলো আপনি কম্পিউটারের নোটপ্যাডে সেভ করে রাখতে পারেন একাউন্টে লগিন করার জন্য। এই টুলস দিয়ে আপনি ৮ থেকে ১০০ সংখ্যার যেকোন পাসওয়ার্ড তৈরি করতে পারবেন।
- নিচে একটি Strong Password Generator বক্স দেখতে পারবেন।
- সেখানে পাসওয়ার্ড তৈরিতে বিভিন্ন অপশন আছে। সেগুলো চাহিদামত সিলেক্ট করুন এবং কত সংখ্যার পাসওয়ার্ড বানাতে চান সেটি Lenth নামের ঘরে বসিয়ে Generate Strong Password বাটন ক্লিক করুন।
- তারপর সাথে সাথেই পেয়ে যাবেন একটি শক্তিশালী পাসওয়ার্ড।
- যদি পাসওয়ার্ডটি পছন্দ না হয় তাহলে Generate Strong Password বাটনটি বার বার ক্লিক করুন। তাহলে প্রতি ক্লিকেই একটি করে নতুন পাসওয়ার্ড পাবেন।
- যে পাসওয়ার্ড নিতে চান সেটি বেছে নিন।
ConversionConversion EmoticonEmoticon