ফেজবুকে দিন এক্সট্রা নিরাপত্তা আর কেউ আপনার ফেজবুক একাউন্ট হ্যাক করতে পারবেনা।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 9/26/2014 07:23:00 am | টিউন বিভাগঃ
ন্ধুরা কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও আপনাদের দোয়ায় ভাল আছি তাই আবারো লিখতে বসে গেলাম। আমি আজ আপনাদের সাথে শেয়ার করবো ফেজবুকের মোস্ট ইম্পর্টেন্ট একটি সিকিউরিটি নিয়ে। ইদানিং অনেকেরই শুনি বার বার ফেজবুক হ্যাক হচ্ছে। শুনবো কি আমার নিজেরও
দুইবার হ্যাক হয়েছে বাট আল্লাহর রহমতে দুইবারই আমি আমার একাউন্ট রিসিট করতে পেরেছি। থাক এইসব ফালতু কথা। মূল কথা বলি এবার। আজকের বিষয়টি ফলো করলে আশা করি আর হ্যাকের শিকার হবেন না।
তার জন্য প্রথমে আপনি ফেজবুক একাউন্টে লগ-ইন করে সেটিংসে যান। তারপরsecurity তে ক্লিক করুন। নিচের মত দেখবেন..................
এবার আপনি login approvals এ ক্লিক করুন। নিচের মত দেখবেন....................
১। এবার আপনি mark করা ঘরে টিক চিহ্ন দিন। নিচের মত দেখবেন...................
২। এবার আপনি get started এ ক্রিক করুন। নিচের মত দেখবেন..............
৩। এবার আপনি আপনার ডিভাইস অনুযায়ী সিলেক্ট করে continue বাটনে ক্লিক করুন্।
নিচের মত দেখবেন.....
৪। এবার আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে continue বাটনে ক্লিক করুন।
নিচের মত দেখবেন........
৫। দেখুন আপনা দেওয়া মোবাইল নাম্বারটিতে একটি কোড গেছে। এবার আপনি ঐ কোডটি বক্সে বসিয়ে confirm এ ক্লিক করুন। ব্যাস আপনার কাজ শেষ। এবার আপনি যতবা্রই ফেজবুক লগ-ইন করতে যাবেন ততবারই আপনার মোবাইলে একটি কোড আসবে মেসেজের মাধ্যমে এবং আপনি ঐ কোডটি দেওয়া ছাড়া ফেজবুক লগ-ইন করতে পারবেন না। সুতারাং কোন হ্যাকার যদি আপনার পাসওয়ার্ড পেয়েও যায় তারপরও আপনার ফেজবুক হ্যাক করতে পারবেনা কারণ তখন তার দরকার পড়বে কনফার্মেশন কোড যেটা আপনার মোবাইলে ছাড়া আর কোথাও পাওয়া যাবেনা। সুতারাং আপনি আপনাকে ১০০% নিরাপদ ভাবতে পারেন।
৬। আপনি যদি চান যে আপনার এই নিরাপত্তার দরকার নেই তাহলে এক নাম্বর ধাপে যেখানে টিক চিহ্নটি দিয়েছিলেন তা উঠিয়ে দিয়ে সেভ করে ফেলুন। ব্যাস কাজ শেষ্ ।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon