জমা পরে থাকা অবাঞ্ছিত ফ্রেন্ড রিকুয়েস্ট ডিলিট করুন এক সাথে

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 9/22/2014 07:41:00 pm | টিউন বিভাগঃ
কেমন আছেন সবাই, আশা করি সবাই ভাল আছেন!!!!
অনেক সময় আমাদের ফেসবুক অনেক request জমা পরে যায় বিশেষ করে করে মেয়েদের ID গুলতে,
**এতে করে পরিচিত কেউ অ্যাড করলে তাকে খুজে পাওয়া পাওয়া কষ্টকর,
**আবার অনেক সময় পরিচিত কেউ অ্যাড করতে চাইলে too many friend request বলে যা বিরক্তিকর,
আর এত এত request একটা একটা করে ডিলিট করাও কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ,
তাই এখন আমি আপনাদের দেখাবো কিভাবে একসাথে আপনার ফেসবুক জমা পরে থাকা অবাঞ্ছিত ফ্রেন্ড রিকুয়েস্ট ডিলিট করবেন এক ক্লিকে ☺☺
১। প্রথমে আপনার ফেসবুক এক্যাউন্টে লগিন করুন।
২। এখন ফেসবুক ফ্রেন্ড রিকুয়েস্ট পেজে যানঃ https://www.facebook.com/friends/requests/
৩। এখন See More এ ক্লিক করে সব ফ্রেন্ড রিকুয়েস্ট ওপেন করুন যতক্ষণ না লিস্টের শেষ পর্যন্ত যায়।
**Code** var inputs = document.getElementsByClassName('_42ft _4jy0 _4jy3 _517h'); for(var i=0; i
৪।আপনার ব্রাউজার অনুযায়ী অনুসরণ করুনঃ-
গুগল ক্রোম ব্যবহার করলে:
৫. Press (CTRL+Shift+J)
৬. Paste the code into the box at the bottom and press Enter
ফায়ারফক্স হলে:
৫. Press (CTRL+Shift+K)
৬. Paste the code into the box at the bottom and press Enter
৭. ২ মিনিট অপেক্ষা করুণ।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon