আপনার ফেসবুক পেজের লাইক বাড়িয়ে নিন সহজে
|
আশা করি
ভাল আছেন।
এক রকম বিরক্তি নিয়ে টিউন লিখছি।
এত কষ্ট করে টিউন লিখে পোস্ট করার ২ মিনিটে ডিলিট হয়ে যাই।
অথচ, নিন্মমানের বিজ্ঞাপনধারী বাজে টিউন গুলা ঠিকেই টিটিতে পাবলিশ হয়ে যাচ্ছে।
অভিযোগটা আগেই বলে বলে ফেললাম
যাই হোক, ক্ষমা করবেন।
আজকে আমার টিউনের বিষয় হচ্ছে “কিভাবে ফেসবুক পেজ এর ফ্যান বাড়াবেন বা লাইক নিবেন”
এখানে সবাই অভিজ্ঞ, তুবুও আমি এক বারে ধাপে ধাপে সব দেখিয়েছি।
বড় ভাইরা ক্ষমা করবেন।
চলুন শুরু করি।
প্রথমে এই লিঙ্ক এ যান। (নিচের ছবিতে লিঙ্ক)
1
অন্য ট্যাবে নিচের মত ওয়েব পেজটি আসবে।
“click here” এ ক্লিক করুন।
www.hexup24.tk1
skip AD এ ক্লিক করে বাইপাস করুন।
নোট--- এইটা যত বার আসবে তত বাইপাস করবেন।
www.hexup24.tk2
আপনার ফেসবুক অ্যাকাউন্ট এ আগে থেকে লগইন করে নিন।
নোট- সবচেয়ে বেস্ট হবে যদি আপনার একটা এক্সট্রা আইডি থাকে যেটাই আগে থেকে আপনার ফেসবুক পেজ এ অ্যাডমিন করা করা আছে।
মানে মেইন আইডি টা ব্যবহার না করাই ভাল।
কারন নিচে দেখতে পারছেন।
আপনার অ্যাকাউন্ট এর সব ইনফো গুলো নিয়ে নিচ্ছে।
www.hexup24.tk3
“ okey দিয়ে দিন সব খানে”
এখন আপনাকে নিচের ছবির মত পেজ এ নিয়ে যাবে।
নোট- একটু খেয়াল করবেন পেজটা ১ সেকেন্ড এ লিঙ্কটা পরিবর্তন হল।
আপনি browser এর history গিয়ে বর্তমান ২ নাম্বার লিঙ্কটাতে ক্লিক করেন।
অ্যাড্রেস বার এর লিঙ্ক টি কপি করে নেন।
www.hexup24.tk4
অথবা অন্য ট্যাব থেকে “This link” এ ক্লিক করে ঐ লিঙ্কটি পেতে পারেন।
হইত “skip AD” জামেলা পোহাতে হবে।
যাই হোক ব্রাউজার অ্যাড্রেস বার থেকে লিঙ্ক টি কপি করেন।
www.hexup24.tk5
নিচের মত লিঙ্ক টি এখানে পেস্ট করেন। “submit” এ click করেন।
www.hexup24.tk6
এর পর নিচের সিকুরিটি কোডটা টাইপ করে “continue” তে ক্লিক করেন।
www.hexup24.tk7
নুতুন windwo তে আপনার সব পেজ দেখতে পাবেন।
এইখান থেকে যেটার লাইক নিতে চান।
সেটা লাইক সংখ্যা দেখে নিন।
এবং submit নামে একটা বাটন দেখতে পাবেন।
ঐখানে ক্লিক করেন।
নোট- আমার পেজটির লাইক সংখ্যা এখন ২৪২ টি।
www.hexup24.tk8
এইভাবে “submit” এ ক্লিক করলে পেজটি লোডিং হবে নিজে নিজে।
আপনি ব্রাউজার ক্লোজ বা নিজে রিলোড করবেন না।
www.hexup24.tk9
একটু পর লোডিং উইন্ডো হতে অন্য পেজ চলে যাবে( সম্ভবত ওদের বিজ্ঞাপনের skip AD পেজে)
আপনার কাজ শেষ, এইবার আপনার পেজে গিয়ে দেখুন লাইক কত বাড়ল।
ConversionConversion EmoticonEmoticon