বিকল্প ফটোশপ PhotoFiltre Studio X মাত্র ১০.৭ মেগাবাইট

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 9/20/2014 10:41:00 pm | টিউন বিভাগঃ
বন্ধুরা অনেকেই ফটোশপে কাজ করতে অনভ্যস্ত বা বুঝতে বা তার শর্ট কার্ট মনে রাখতে পারেন না। তাদের জন্য আজ নিয়ে এলাম খুব সহজ একটি ফটোশপ PhotoFiltre Studio X যা খুব সহজে ব্যবহার করে আপনিও ফটোশপে ছবি সম্পাদনার মজা নিতে পারেন। এই জন্য আপনাকে PhotoFiltre Studio X কে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর রার ফাইলকে এক্সট্রাক্ট করুন। এক্সট্রাক্ট করার সময় পাসওয়ার্ড দিন @zakir এরপর ইন্সটল করুন শেষে ডেস্কটপ আইকন থেকে PhotoFiltre Studio X কে ওপেন করে সবচেয়ে উপরের মেনু বারে ? চিহ্নতে ক্লিক দিয়ে একে ফুল ভার্সন করে নিন। এবারে ওপেন করলে নিচের চিত্রের মত পাবেন-------
এখানে আপনি যে ছবিকে এডিট করতে চান তা সিলেক্ট করে নিন। ছবি সিলেক্ট করলেই উপরে ও ডান দিকে মেনু বার আসবে। আপনি এখান থেকে ছবির আলো কম বেশী, নয়েজ,রিসাইজ,কালার ব্যালেন্স সহ ইত্যাদি অপশন পাবেন, যা আপনার পছন্দ মত করে নিতে পারেন। সবশেষে ছবি এডিটের কাজ হয়ে গেলে একে আপনি সেভ করে নিন পছন্দমত ফরম্যাটে পছন্দের জায়গায়।

PhotoFiltre Studio X ডাউনলোড করতে নিচের ইমেজে ক্লিক দিন


তাহলে বন্ধুরা উপভোগ করুন PhotoFiltre Studio X কে এবং আনন্দে থাকুন।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon