গেম খেলতে খেলতে প্রগ্রামিং শিখবো এটা কিভাবে সম্ভব?
হ্যাঁ সম্ভব
আমরা গেম খেলতে খেলতে অনেক সময় নষ্ট করি কিন্তু তার বিনিময়ে আমরা কিছুটা আনন্দ পাই। এবার শুধু আনন্দই নয় বরং আপনার পক্ষে একজন programmer হয়ে ওঠা সম্ভব।
পৃথিবীর টপ ইউনিভার্সিটি( Berkeley and Harvard) গুলো বিভিন্ন মাধ্যমে প্রোগ্রামিং শেখায়। তার মধ্য এটি একটি অন্যতম মাধ্যম বলে বিবেচিত।কারন আপনি শখ আর আনন্দ নিয়ে যাই শিখবেন তার স্থাইত্ত অন্য ভাবে শিখারচে অনেকটাই বেশি।
আপনি প্রথন একঘণ্টায় মোটামুটি ভালো জ্ঞান অর্জন করতে পারবেন কোডিং সম্পর্কে।এবং এই একঘণ্টা আপনার programmer হওয়ার সপ্নকে আর বারিয়ে দিবে বলে আমি মনে করি। আপনার কাছে programming অনেকটাই সহজ মনে হবে কেননা আপনি অতি সহজে এবং কম সময়ের মধ্য অনেক কোড মুখস্ত করে ফেলবেন পাশাপাশী কোড গুলর ব্যবহার শিখে যাবেন।
আমি খুব দ্রুত প্রথম ২০ টি পাযেল শেষ করেছি। এবং পেয়েছি Certificate ।তো আপনিও শুরু করুন
ConversionConversion EmoticonEmoticon