Facebook User's ফেসবুক ফটো ভেরিফিকেশন চিন্তা এবার সারা জীবনের জন্য বিদায় করুন।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 10/15/2014 04:12:00 am | টিউন বিভাগঃ
ফেসবুক ফটো ভেরিফিকেশন যে কত ঝামেলার তা যারা পড়ছেন তারাই ভালো জানেন।
আপনার বন্ধুরা যে ফটো ট্যাগ করে সেই ফটোর ভেরিফিকেশন আপনাকে দিতে হয় এখানে।
এটা মূলত ফেসবুক আপনার অ্যাকাউন্ট নিরাপত্তার জন্য করে থাকে।
যাইহোক আমরা চাই না এই ঝামেলাই পড়তে। তাহলে নিয়ে নিন সল্যুশন।
পদ্ধতি-
প্রথমে আপনি আপনার ফেসবুকেরSettingএ যান।
তারপরSecurityঅপশনে প্রবেশ করুন। (নিচের ছবির মতো) 11.png
সেখান থেকে Trusted Contacts এ যান। 
তারপর Choose Trusted Contacts সিলেক্ট করুন।
সেখানে আপনী আপনার তিন/পাচঁজন জন খুব কাছের এবং পরিচিত বন্ধুর নাম লিখুন এবংSelectকরুন ।(তবে আপনাকে কমপক্ষে ৩ জনকে অ্যাড করতেই হবে) 12.png 
তবে এ দিকে অবশ্যই মনে রাখবেন, যাদের আপনি এখানেSelectকরছেন, পরবর্তিতে এদের যে কোন এক জনের ছবি দ্বারাই আপনাকেVerificationকরতে হবে।
তারপরConfirmএ ক্লিক করুন। 13.png 
ব্যাস আপনার কাজ শেষ; এখন থেকে আপনি নিশ্চিত।
ফটো ভেরিফিকেশন চাইলেও আপনি ঐ বন্ধুদের মাধ্যমে তা খুব সহজে সমাধান করতে পারবেন।

Previous
Next Post »

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Designed by HelpZoon Design

Powered by Helpzoon