এয়ারটেল দিয়ে আবারো ফ্রি নেট ব্যাবহার করুন পিসি এবং এন্ড্রয়েড মোবাইলে(১২০ এম্বি লিমিট)।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 10/25/2014 06:13:00 am | টিউন বিভাগঃ
সবাইকে আমার সালাম। আশা করি সবাই ভালো আছেন। আগে আমরা সবাই qpython দিয়ে এন্ড্রয়েড মোবাইলে এবং সিম্পল সার্ভার দিয়ে পিসিতে এয়ারটেল ফ্রি নেট ব্যাবহার করতাম। কিন্তু গত কিছুদিন এটা বন্ধ ছিল। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম সম্পুর্ন নতুন একটা সার্ভার যার মাধ্যমে আপনারা আবার ফ্রি নেট ব্যাবহার করতে পারবেন।
বেশি কথা না বলে এন্ড্রয়েড ব্যাবহারকারীরা  জিপ ফাইলটা নামান। আপনারাতো জানেন কিভাবে কি করতে হয়। তাই আমি আর বেশি কিছু বলব না। তবে যারা নতুন তারা আমার আগের টিউন দেখতে পারেন।
পিসি ব্যাবহারকারীরা এই ফাইলটা  নামান।
Zip File Password- sajidsajib
আপনাকে অবশ্যই একটা নেট প্যাকেজ কিনতে হবে। ৩জি প্যাক কিনলে ৩জি স্পিড পাবেন।
এখন আবার ফ্রি নেট ব্যাবহার করতে থাকুন।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon