ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার..!

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 10/08/2014 08:08:00 am | টিউন বিভাগঃ
Google Maps 500x360 ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার..!অপরিচিত কোনো স্থানে গেলে ঠিকানা খুঁজে বের করতে গুগল ম্যাপস  অ্যাপ্লিকেশনটির  জুড়ি নেই। তবে জনপ্রিয় এ অ্যাপ ব্যবহার করতে সাধারণত ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। তবে অনেক সময় অনেক স্থানে ইন্টারনেট সংযোগ থাকে না। তখন বিপাকে পড়তে হয়। তবে একটি কৌশল অবম্বলন করে ইন্টারনেট ছাড়াও ব্যবহার করা যাবে গুগলের এ জনপ্রিয় অ্যাপ্লিকেশন।
এ টিউটোরিয়ালে তুলে ধরা হলো কেমন করে ইন্টারনেট সংযোগ ছাড়া গুগল ম্যাপস ব্যবহার করা যাবে।
১. ইন্টারনেটযুক্ত অবস্থায় স্মার্টফোন গুগল ম্যাপ ওপেন করতে হবে।
maps 300x182 ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার..!
২. এরপর সার্চ বারে গিয়ে ওকে ম্যাপস (Ok maps) লিখতে হবে।
৩. Save map to use offline লেখাটি এলে ক্লিক করে সেভ করতে হবে।
maps 2 300x174 ইন্টারনেট ছাড়াই গুগল ম্যাপ ব্যবহার..!
৪. এ ছাড়া প্রয়োজনীয় স্থানটি দরকারি মনে করে হলে সেখানে ট্যাপ করলে লাল পিন দেখাবে। এরপর অ্যাড্রেসবারে স্ক্রল করে save map to view offline লেখা একটি বাটন দেখতে পাবেন। এটি ক্লিক করলেই হবে।
এরপর গুগল ম্যাপস অ্যাপ্লিকেশনটি চালু করলে সেইভ করা ম্যাপটি দেখাবে। তখন সেটি জুম করে স্থানগুলো দেখে নেয়া যাবে।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon