কম্পিউটারে গ্রামীণফোনের নিষিদ্ধ নেট ব্যবহার করতে হলে আপনার দরকার একটি গ্রামীণফোন মোডেম, ব্যালেন্স এবং মেগাবাইট বিহীন একটি জিপি সিম, অথবা আপনার মোডেমের ইন্টারনেট সিমটিও ব্যবহার করতে পারেন।
আর যেহেতু মেগাবাইট এবং টাকা সিমে রাখা যাবে না তাই, ৩জি স্পিড পেতে হলে Click 4MB ৫১২কেবিপিএস এর প্যাকেজটি একটিভ করে নিতে পারেন। যদিও জিপি এই ক্লিক প্যাকেজে তেমন স্পিড দেয় না। আমি এই প্যাকেজে ডাউনলোডে সর্বোচ্চ ৯২ কেবিপিএস স্পিড পেয়েছি।
আর ক্লিক প্যাকেজটি এক মাসের মেয়াদে পেতে হলে এই পদ্ধতিতি ব্যবহার করুন:
১। প্রথমে আপনার মোবাইল বা মোডেম থেকে ডায়াল করুন *১১১*৬*১*৩*১*১# । কিছুক্ষণের মধ্যে আপনার ডিভাইসে ৩টি মেসেজ আসবে জিপি থেকে।
২। মেসেজ আসা শেষ হলে আবারো আপনার ডিভাইস থেকে ডায়াল করুন *১১১*৬*১*৩*১*৪#। আবারো কিছুক্ষণের মধ্যে আপনার ডিভাইসে ৩টি মেসেজ আসবে জিপি থেকে।
৩। মেসেজ আসা শেষ হলে শেষ বারের মতো আপনার ডিভাইস থেকে ডায়াল করুন *১১১*৬*১*১*১*১#। আবারো কিছুক্ষণের মধ্যে আপনার ডিভাইসে ৩টি মেসেজ আসবে জিপি থেকে।
ব্যাস! মেসেজ আসা শেষ হলে আপনার মোডেমটি রির্স্টাট দিন। এরপর *৫৬৬*১০# ডায়াল করে মেগাবাইট এবং মেয়াদ দেখুন! পুরো এক মাসের মেয়াদ পেলেন, আর আপনার টোটাল খরচ হলো ৫ টাকা।
ধাপসমূহঃ
> প্রথমে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটি হলো TG HTTP।
ডাউনলোড করে নিনঃ
অথবা
অথবা
অথবা
http://www.2shared.com/file/t2CalomI/TG_HTTP_12_Setup.html
অথবা
উপরের আপনার সুবিধা মতো যেকোনো একটি লিংক হতে TG HTTP সফটটি ডাউনলোড করে নিন। 
> এরপর সফটওয়্যারটি ইন্সটল দিন। চালু করার দরকার নেই এখনোই।
> ইন্সটল দেবার পর এখন কনফিগ ফাইলটি ডাউনলোড করে নিনঃ
> default.cfg ফাইলটি আপনার পিসিতে C:\Program Files\TGHTTP ফোল্ডারে রাখুন। লক্ষ্য করুন, ওই ফোল্ডারে আগে থেকেই একটি Default কনফিগ ফাইল রয়েছে , সেটার আগে আমার কনফিগটা ওভার রাইট করে ফেলুন।
> এবার TG HTTP সফটওয়্যারটি চালু করুন, আর নিচের কয়েকটি ছবির সাথে আপনার কনফিগ মিলিয়ে নিন ঃ
সব কিছু ঠিক ঠাক থাকলে এবার আপনার গ্রামীণফোন মোডেমটির
> APN অপশনে সিলেক্ট করুন Static এবং APN ঘরে লিখুন gpwap (ছোট অক্ষরের)। এবার এটি GPWAP নামে সেভ করুন।
> এবার GPWAP প্রোফাইল দিয়ে নেট কানেক্ট করুন।
> gpwap দিয়ে নেট কানেক্ট করার পর TG HTTP সফটওয়্যারের Start বাটনে ক্লিক করুন এবং সফটটি মিনিমাইজ করে রাখুন।
> সর্বশেষে ব্রাউজিং করার জন্য মোজিলা ফায়ারফক্সে প্রোক্সি ১২৭.০.০.১ এবং পোর্ট দিবেন ৮০৮০। উল্লেখ্য যে, গুগুল ক্রোমে এই প্রোক্সি পোর্ট দেবার অপশনে এই নেটটি নাও কাজ করতে পারে। আর ডাউনলোডের জন্য আইডিএমেও প্রোক্সি ১২৭.০.০.১ এবং পোর্ট দিবেন ৮০৮০।
> মোজিলা ফায়ার ফক্সে প্রোক্সি সেটিং করার জন্য Tools > Options > Network > Settings অপশনে যান
এবার প্রোক্সি সেটিং করে নিন।
আর টরেন্ট ব্যবহার করার জন্য Utorrent প্রোগ্রামের একই প্রোক্সি এবং পোর্ট সেটিং করে নিবেন।
আর একটা কথা, এই পদ্ধতিতে রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিষিদ্ধ নেট কাজ করবে। আর হ্যাঁ, gpwap দিয়ে কানেক্ট করা হয়েছে বিধায় স্পিড আপ-ডাউন করতে পারে। আর HTTPS সাইটগুলো সার্পোট করবে না।
তবে নাই মামার চেয়ে কানা মামা ভালো!!
ConversionConversion EmoticonEmoticon