এবার চাঁদেও বিজ্ঞাপন!

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 10/15/2014 07:44:00 am | টিউন বিভাগঃ
rct1ut7p 500x310 এবার চাঁদেও বিজ্ঞাপন!
এবারই প্রথম কোনো প্রতিষ্ঠান পণ্য বিজ্ঞাপনের জন্য চাঁদকে বেছে নিল। পোকারি সোয়েট নামের সে কোমল পানীয় নির্মাতা ওৎসুকা ফার্মাসিটিউক্যাল এ ভিন্নধর্মী উদ্যোগটি নিয়েছে।
এক প্রতিবেদনে স্কাইনিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাস্ট্রোরোবোটিক টেকনোলজি ও সিঙ্গাপুরভিত্তিক অ্যাস্ট্রোস্কেলের যৌথ উদ্যোগে প্রকল্পটি সম্পন্ন করা হবে।
আগামী বছর নিজেদের জনপ্রিয় পানীয়টির কিছু ক্যান চাঁদের মাটিতে পৌঁছানোর পরিকল্পনা করেছে ওৎসুকা ফার্মাসিটিউক্যাল। উৎক্ষেপন ও চাঁদে ঠিকমতো পৌঁছানোর প্রয়োজনে পানীয়টিকে পাউডারে রূপান্তর করে বিশেষ টাইটানিয়াম ক্যানে পাঠানো হবে। তাপমাত্রার তারতম্য এবং সূর্যের উচ্চমাত্রার ইলেকট্রোম্যাগনেটিক রশ্মিতেও পানীয় ক্যানগুলো টিকে থাকবে বলেই জানিয়েছে স্কাইনিউজ।
এছাড়াও বিশেষ এ ক্যানগুলোতে জাপান ও বিদেশি ৩৮ হাজার শিশুর মেসেজ লেখা থাকবে। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট মাসাউকি উমেনো জানিয়েছেন, ক্যাপসুল নির্মাণে জাপানি কারিগরি উপাদানও ব্যবহার করা হয়েছে। পানীয়গুলো চাঁদে পৌঁছাতে মোট চারদিন সময় নেবে বলে প্রতিবেদনে জানিয়েছে স্কাইনিউজ।
তবে নতুন ধরনের এ বিজ্ঞাপনের জন্য ওৎসুকার কী পরিমাণ খরচ হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon