চাঁদের মানুষ বা এলিয়েনের হাঁটার ছবি..........

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 10/23/2014 09:40:00 am | টিউন বিভাগঃ

কয়েকদিন আগে চাঁদে মানুষের হাঁটা নিয়ে একটি ভিডিও ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলতে থাকে ব্যাপক হইচই।
গুগল আর্থ ও নাসার লুনারের ছবিতে দেখা গিয়েছিল, চাঁদের মানুষ বা এলিয়েনের হাঁটার ছবি।
চাঁদের মানুষ চাঁদের মানুষ বা এলিয়েনের হাঁটার ছবি (ভিডিও সহ)
একই ধরনের ছবি আবার দেখা মিলল গুগল আর্থে। ফের দেখা গেল একজন মানুষ অথবা মানব আকৃতির এলিয়েন চাঁদে হাঁটছে। একইসঙ্গে দেখা যাচ্ছে তার ছায়া। এবারের ছায়া আগের চেয়ে বেশি স্পষ্ট।
আগের ছবি দেখে অনেকেই তা ভুয়া বলে উড়িয়ে দিয়েছিলেন। না হয় বলেছিলেন, এটা অন্য কিছুর ছায়া হতে পারে। তবে এবারের ছবি একটু দ্বন্দ্বে ফেলেছে সবাইকে।
নাসা এখনও এই ছবি সম্পর্কে কিছু জানায়নি।
অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনে প্রচারিত গুগলের মুন সিরিজের নাসার পাঠানো চাঁদের ছবি দিয়ে ওই ভিডিও তৈরি করা হয়েছে। এক উৎসাহী ব্যক্তি ওই ভিডিও তন্ন তন্ন করে খুঁজে এ ছবি বের করেছেন।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon