ফেসবুক আইডি কার্ড নীচেন না নিবেন যারা নেন নাই তাদের জন্য..........

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 10/23/2014 07:11:00 pm | টিউন বিভাগঃ
আসসালামুয়ালাইকুম। আরও একবার হাজির হলাম। ছবি সহ ভোটার আইডি কার্ড তো অনেকে নিয়েছেন তাও আবার ১৮ না হলে দেবে না। ফেসবুক এর একটা আইডি কার্ড দরকার কি বলেন? অনেকে হয়ত নিয়েছেন যারা নেন নি দেরি কেন চলুন-
১। প্রথমে এ সাইট এ যান।
২।  Creaete Your Facebook ID Card  লোগো তে ক্লিক করুন।
৩। তারপর এই লোগো টা তে ক্লিক করুন।
৪। আপনার ফেসবুক থেকে ইনফরমেশন নীতে চাইবে ok দিন।
৫। কিছুক্ষণ অপেক্ষা করুন দেখবেন আপনার আইডি তৈরি হয়ে গেছে।
৬। তারপর মাউস এর রাইট এ ক্লিক করে save as দিয়ে সেইভ করে নিন। এমন দেখাবে


Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon