আইওএস ৮,নতুন কি আছে এতে?আসুন দেখে নেই.

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 10/17/2014 11:03:00 pm | টিউন বিভাগঃ
গেলো মাসে রিলিজ হয়ে গেলো আইফোন এর সর্বশেষ সংস্করণ আইফোন  এবং ৬+
আইফোন সিক্স এর অনেকগুলো চমক এর মধ্যে একটি হলো তাদের নিজস্ব অপারেটিং সিস্টেম আইওএস এর সর্বশেষ ভার্শন আইওএস এইট!!
1412948474684_Image_galleryImage_1412745276928_Image_galle
এবার আসুন দেখে নেই কি আছে এই অপারেটিং সিস্টেমে??যদিও দেখলেই আইওএস ৭ এর মতোই মনে হতে পারে।তবেই একটু ঘাঁটলেই দেখা যাবে চমকে দেওয়ার মতো অনেক গুলো ফিচার।
১,ইন্টারএকটিব নোটিফিকেশন
আইওএস ৮ এর অনেক উপকারি একটি ফিচার হলো ইন্টারএকটিব নোটিফিকেশন।এই ফিচারটি যেকোনো অ্যাপ ব্যবহার করা  অবস্থাতেইমেসেজ,চ্যাট,ই-মেইল ইত্যাদির জবাব দেওয়ার সুবিধা রয়েছে।অ্যাপ চালু রেখেই শুধু নোটীফিকেশন বার থেকেই জবাব দেওয়ার কাজটি করা যাবে।
২,ব্যাটারি মনিটরিং
কোন অ্যাপ কতটুকু চার্জ ইউস করছে তা জানা যাবে এই ফিচারটির মাধ্যমে।এ ছাড়া ব্যাটারির চার্জ টিকিয়ে রাখার জন্যে অপ্রয়োজনীয় অ্যাপ গুলো বন্ধ করা যাবে।
৩,কি-বোর্ড
আইওএস এর কি-বোর্ড এ প্রেডিক্টিভ টেক্সট নামের ফিচারটি যুক্ত করা হয়েছে।যার কাজ হলো ব্যবহারকারীকে বাক্যের ধরন অনুযায়ী পরবর্তী শব্দের নাম জানিয়ে দেওয়া। অ্যাপলের নিজস্ব কি-বোর্ড ছাড়া ও অ্যাপ স্টোর থেকে বিভিন্ন কি-বোর্ড ব্যবহার করতে পারবেন আইওএস ইউসারেরা।
৪,ক্যামেরা
প্রতিবারের মতো এবার ও ক্যামেরাতে যুক্ত করা হয়েছে নানা প্রযুক্তি।ios 8 এর ক্যামেরা অ্যাপটিতে টাইমার অপশনটি যুক্ত হয়েছে।
৩,৫,১০ সেকেন্ডের টাইমার অপশনটি আপনাকে পছন্দসই সেলফি তুলতে সহায়তা করবে।ফটো এডজাস্টমেন্টের মাধ্যমে ছবির অ্যাঙ্গেল পরিবর্তন করা এবং ভিডিওচিত্রের গতি নিয়ন্ত্রন করা যাবে আইওএস এর ক্যামেরা এপটিতে।
৫,হোমস্ক্রিন
আই.ওএস এর আগের সংস্করনগুলোতে শুধু ডকুমেন্ট পরা এবং অ্যাপ চালানোর সময় ল্যান্ডক্সেপ বা রোটেড স্ক্রিন ব্যবহার করা যেত।আইওএস ৮ এর সাহায্যে আইফোন সিক্স প্লাস ব্যবহারকারিরা আড়াআড়ি ছাড়াও ল্যান্ডস্কেপ হোমস্ক্রিন ব্যবহার করার সুযোগ পাবেন।
৬,কন্টাক্ট শর্টকার্ট
IOS8 এ হোম বাটন টি দু বার চাপলে চালু থাকা অ্যাপ গুলোর পাশাপাশি ডায়াললিস্ট ও দেখতে পারবেন।এমঙ্কি মূল ডায়াললিস্ট থেকে কন্টাক্ট মুচে ফেললে ও এই স্ক্রিনে তা থেকে যাবে।আর এই অপশনটি চাইলে বন্ধ করে দিতে পারবেন।
৭,ভিডিও শেয়ারিং এবং ভয়েস মেসেজিং
আইওএস এইট এর মেসেজিং অ্যাপটির মাধ্যমে একসাথে একাধিক ছবি দ্রুত পাঠাতে পারবেন।এছাড়া এই মেসেজ অপশনটির মাধ্যমে সরাসরি ভিডিও রেকর্ড ও ভয়েস মেসেজিং করা যাবে।
৮,সোয়াপ
ই-মেইল ডিলিট করতে বারবার ট্রাশ বাটনে চাপার দরকার নাই,খালি বামদিকে সোয়াইপ করলেই হবে।আর ডানদিকে সোয়াইপ করলে আনরিড মেইল হিসেবে মার্ক করা হবে।আর হাল্কা ড্রাগ করে মেইলটি আর্কাইব করা যাবে।
৯,কন্টাক্ট ইনফরমেশন
একটি কন্টাক্টের সব ইনফরনেশন জানা যাবে ঐ কন্টাক্ট থেকে আসা ই-মেইল কিংবা মেসেজের উপর।এতে ওই কন্টাক্টে কল করা অথবা মেসেজ পাঠাতে সুবিধা হবে।
১০,মাল্টিটাস্কিং মেইল সুবিধা
নতুন ওএসটিতে একসাথে একাধিক মেইল খুলতে পারবেন এবং উইন্ডো আকারে দেখতে পারবেন।এছাড়া নিছের দিকে সোয়াইপ করে মিনিমাইজ ও করা যাবে।
 
১১,স্মার্ট স্পটলাইট
এই টুলটির সাহায্যে এখন উইকিপিডিয়াতে ও সার্চ করা যাবে।এছাড়া আশপাশের রেস্তোরা এবং মুভি শো'র সময় জানিয়ে দেবে।
 
১২,লোকেশন এয়ার
নতুন আইওএস এর মাধ্যমে ম্যাপে নিজে অবস্থান বন্ধুদের জানিয়ে দিতে পারবেন।অবস্থান শেয়ার করার সময় নির্ধারন করা যাবে আগে থেকে।

Previous
Next Post »

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Designed by HelpZoon Design

Powered by Helpzoon