সম্প্রতি আইফোনের সর্বশেষ অপারেটিং সিস্টেম আইওএস-৮ এর বিভিন্ন দিকগুলো মানুষের সামনে তুলে ধরেছে অ্যাপল কর্তৃপক্ষ। তবে এখন পর্যন্ত কোনো আইফোন ব্যবহারকারীই আইওএস-৮ এর স্বাদ পাননি। এজন্যে আরো বেশ কিছু দিন অপেক্ষা করতে হবে তাদের। তবে অ্যান্ড্রয়েড ব্যবহাকারীরা চাইলে খুব সহজেই আইওএস-৮ এর মত করে ফেলতে পারবেন আইফোনের থেকে অনেক কম মূল্যের স্মার্টফোনটিকে।
এজন্য আপনাকে তেমন কিছুই করতে হবে না। শুধুমাত্র গুগল প্লে থেকে আইওএস-৮ লাঞ্চারটি নিজের ফোনে ইন্সটল করতে হবে। শুধুমাত্র ওয়ালপেপার আর বাইরের দিকটাই নয়। আইফোনের মতো এই লাঞ্চারটিতেও আপনি সবকিছু কাস্টমাইজ করা অবস্থাতেই পাবেন। হোম স্ক্রিন এবং অ্যাপস ড্রয়ার দুটোই আইওএস-৮ এর মতো দেখাবে। ঠিক পাশের ছবির মত হয়ে যাবে আপানার ফোনের চেহারা।
তবে এত কিছু দেখে ভয় পাওয়ারও কিছু নেই। কারণ আপনার ফোনের ভেতরের সবকিছু আগের মতই থাকবে। চাইলেই আপনি আইওএস-৮ থেকে আপনার পুরনো লাঞ্চারে ফিরে যেতে পারবেন। সেজন্য হোম মেনু থেকে স্টক লাঞ্চার সিলেক্ট করতে হবে।
তাহলে আর দেরী কেন আপনার আইফোনওয়ালা বন্ধুর আগেই নিজের ফোনে নিয়ে আসুন আইওএস-৮ এর চেহারা। আর চমকে দিন আইফোনওয়ালাকে।
নিচের লিঙ্ক থেকে নামাতে পারবেন লাঞ্চারটি
আইওএস-৮ লাঞ্চার
আইওএস-৮ লাঞ্চার
ConversionConversion EmoticonEmoticon