এ কেমন প্রোগ্রামিং!! চ্যালেঞ্জ, হাঁসতে হাঁসতে দম বন্ধ হবে আপনার। দেখুন একবার।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 10/23/2014 10:34:00 pm | টিউন বিভাগঃ
আমি এমন প্রোগ্রামিং কখনও দেখি নি।
প্রথমে দেখে তো কিছু বুঝি না। আর যখন বুঝলাম, তখন তো হাসতে হাসতে দম লেগে যাওয়ার মতো অবস্থা।
তবে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জে এ আপনাকে হারতেই হবে।

কি সেটা

  • প্রথমে এই লিঙ্কে যান। (পেজটা লোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন)
  • তারপর যে লোকটা দেখছেন তার নাকে আপনার কম্পিউটারের মাউসের কার্সর  লাগানোর চেষ্টা করুন।
  • লাগাতে পারলে মনে করবো, আপনি বস? :D
------------------------------------------------------------------------------
  • দ্বিতীয় এই লিঙ্কে যান
  • তারপর দেখবেন লোকটা দোড় দিয়ে এসে দাঁড়াবে।
  • তখন আপনার পিসির কার্সর টা তার মাথার উপর দিয়ে নিয়ে যান।
  • দেখবেন কার্সর সে ধরে ফেলেছে, আপনার কিছু করার থাকবে না। :)
এরকম আরও মজার মজার প্রোগ্রামিং দেখতে এখানে যান 

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon