ফ্রি নেট এবং নিষিদ্ধ নেটের মাঝে অবশ্যই পার্থক্য রয়েছে। ফ্রি নেট হচ্ছে কোনো কোম্পানি থেকে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা, আর নিষিদ্ধ নেট হচ্ছে কোম্পানির ক্ষতি সাধন করে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করা। আরো ভালো ভাবে বুঝিয়ে বলতে হলে এটা বলতে পারি যে, ফ্রি নেট হচ্ছে কোম্পানি নিজ থেকেই তাদের গ্রাহকদের জন্য অফার করে, আর নিষিদ্ধ নেট হচ্ছে আমরা মানে ইউজারাই ফ্রি নেট ব্যবহার করার উপায় বের করি! আর নিষিদ্ধ বা বেআইনি বলেই দু দিন পর পর এইসব পদ্ধতি অকেজো হয়ে যায়!
আড়াই বছর আগে যখন প্রথম গ্রামীণফোনের ফ্রি নেট পিসির জন্য টেকটিউনস এবং অন্যান্য ব্লগে প্রকাশ করি তখন সেটাকে জিপিএমএমএস টিক্স নামেই সবাই পরিচিত করে তোলে। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেটি!! আর ইন্টারনেটে প্রকাশের আগে আমি নিজে তিন মাস ওই জিপিএমএমএস টিক্সের মাধ্যমে নেট ব্যবহার করে দেখেছি, কিন্তু টেকটিউনসে প্রকাশের মাত্র ৮/৯ ঘন্টার মধ্যেই গ্রামীণফোন সেটিকে ৩ মিনিট পর পর নেট ডিসকানেক্ট এর ব্যবস্থা করে দেয়! আমার এখনো মনে আছে সেদিন সকাল বেলা টিক্সটা পোষ্ট করেছিলাম আর রাত থেকেই ওই অবস্থা!
যাই হোক, এবার টিউনে আসি, গ্রামীণফোনের নিষিদ্ধ নেট পদ্ধতি নিয়ে আমি আবারো চলে এলাম, বলতে গেলে বলা যায় যে বাধ্য হয়েই ফিরে এলাম, কারণ এখন জিপির কোনো একটিভ নিষিদ্ধ নেট পদ্ধতি নেই। অনান্য সাইটে ফেসবুক ভিক্তিক পদ্ধতি রয়েছে যেগুলো ফেসবুকের মতোই রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর থাকে! তবে এবার আর কোনো সমস্যা নয়!
বিঃদ্রঃ
> পিসি, এন্ড্রয়েড, জাভা, সিম্বিয়ান যেই ডিভাইসেই এই পদ্ধতিটা ব্যবহার করেন না কেন, অবশ্যই আপনার জিপি সিমে কোনো ব্যালেন্স এবং মেগাবাইট রাখবেন না অথবা মেগাবাইট এবং ব্যালেন্সযুক্ত সিমে এই পদ্ধতি অনুসরণ করবেন না। কারণ এতে আপনার মেগাবাইট / ব্যালেন্স খেয়ে যাবে!!
এবার মূল টিউনে আসি ; ; ; ;
কম্পিউটারের জন্যঃ
কম্পিউটারে গ্রামীণফোনের নিষিদ্ধ নেট ব্যবহার করতে হলে আপনার দরকার একটি গ্রামীণফোন মোডেম, ব্যালেন্স এবং মেগাবাইট বিহীন একটি জিপি সিম, অথবা আপনার মোডেমের ইন্টারনেট সিমটিও ব্যবহার করতে পারেন। আর ৩জি একটিভ করে নিন উপরের পদ্ধতি অনুসারে।
এবার আপনার মোডেমে একটি কাস্টম কনফিগারেশন করে নিন এভাবেঃ
> APN অপশনে সিলেক্ট করুন Static এবং APN ঘরে লিখুন gpwap (ছোট অক্ষরের)। এবার এটি GPWAP নামে সেভ করুন।
> এবার GPWAP প্রোফাইল দিয়ে নেট কানেক্ট করুন।
> এবার দুটি সফট ডাউনলোড করে নিনঃ
আপডেটেড লিংকঃ
এই ফাইলে সিম্পল সার্ভার এবং প্রোক্সিফায়ার আগে থেকেই কনফিগ করে রাখা আছে। আপনি শুধু ফাইলটি আনজিপ করে সিম্পল সার্ভার এবং প্রোক্সিফায়ার প্রোগ্রাম দুটি মিনিমাইজ করে ইন্টারনেট ব্যবহার করবেন। প্রোক্সিফায়ারের কারণে আপনাকে আর কোনো ব্রাউজারে আলাদা করে প্রোক্সি / পোর্ট বসাতে হবে না।
তবে এন্টিভাইরাস আপডেটিং এবং টরেন্ট ডাউনলোডের ক্ষেত্রে আপনি নিজে থেকে কনফিগ করে নিন। প্রোক্সি দিবেন ১২৭.০.০.১ এবং পোর্ট দিবেন ৮০৮০। তবে আমি প্রোক্সিফায়ার দিয়ে প্রায় সব কাজই করতে পারি । এভাষ্ট এন্টিভাইরাস এবং নরটন এন্টিভাইরাসে আলাদা প্রোক্সি সিস্টেম রয়েছে, সেখানে গিয়ে প্রোক্সি দিবেন ১২৭.০.০.১ এবং পোর্ট দিবেন ৮০৮০ (যদি প্রোক্সিফায়ার কাজ না করে)। আর টরেন্ট নামানোর জন্য Utorrent Plus ব্যবহার করুন। কখনো বেটা বা ফ্রি সংস্করণটি ব্যবহার করবেন না। আর Utorrent Plus য়েও আলাদা করে প্রোক্সি সিস্টেম রয়েছে, সেখানে গিয়ে প্রোক্সি দিবেন ১২৭.০.০.১ এবং পোর্ট দিবেন ৮০৮০ (যদি প্রোক্সিফায়ার কাজ না করে)।
> এবার নিশ্চিন্তে গ্রামীণফোনের নিষিদ্ধ নেট ব্যবহার করতে থাকুন। প্রোক্সিফায়ার এবং সিম্পল সার্ভার চালু রেখে আপনি এন্টিভাইরাস আপডেট, নেট ব্রাউজিং, আইডিএম দিয়ে ডাউনলোডিং, এবং অনলাইনে গেমস খেলতে পারবেন।
এন্ড্রয়েডের জন্য (২জি):
জিপি ২জি তে এন্ড্রয়েডের জন্য নিষিদ্ধ নেট চালতে হলে প্রথমে আপনাকে আপনার এন্ড্রয়েড সেটে একটি কাস্টম একসেস পয়েন্ট কনফিগ করে নিতে হবে।
> এর জন্য আপনার এন্ড্রয়েড সেটের সেটিং অপশনে যান
> Connections ট্যাব থেকে More Networks অপশনে ক্লিক করুন
> Mobile Networks অপশনে ক্লিক করুন
> Access Point Names অপশনে ক্লিক করুন
> এখানে একটি নতুন apn তৈরি করুন
> apn দিন gpwap, Proxy দিন 127.0.0.1 এবং Port দিন 8080 এবার এই কনফিগ সেভ করুন এবং এই এপিএনটি একটিভ রাখুন। কখনো একসাথে দুটো apn একটিভ রাখবেন না
> এবার Qpython এপপ টি ডাউনলোড করে ইন্সটল দিন : http://www.appsapk.com/qpython-python-for-android/
> ইন্সটল দেবার পর এই ফাইলটি ডাউনলোড করুনঃ http://www.2shared.com/file/UKecco3F/Android.html
> ফাইল টি আনজিপ করার পর একটি ফোল্ডার (com.hipipal.qpyplus) এবং একটি ফাইল (SimpleServer.ini) পাবেন। এই দুটোকে আপনার এন্ড্রয়েডের ফোন মেমোরি এবং এসডি কার্ডে কপি পেষ্ট করুন।
> এবার Qpython এপপ টি চালু করুন
> চালু করার পর্দার ডান দিকের উপরে তিনটি ব্লক আইকন পাবেন, সেটিতে ক্লিক করুন (ছবি অনুসারে)
> সেটিং মেনু আসলে সেখান থেকে Default Program অপশনে ক্লিক করুন
> নতুন ট্যাব আসবে । সেখান থেকে Set From Projects অপশনে ক্লিক করুন।
> নতুন ট্যাব আসলে সেখান থেকে “গেমওয়ালা মোড” অপশনে ক্লিক করুন।
> ডিফল্ট ভাবে আমার মোডটি সিলেক্ট হয়েছে। এটা করে নিলাম কারন এরপর থেকে বার বার মোডটি সিলেক্ট করার দরকার হবে না।
> এবার Qpython এপপ টি রির্স্টাট দিন। আবারো চালু করার পর Qpython আইকনে চাপুনঃ
> কিছুক্ষণের মধ্যে একটি কনসোলে এই লেখা দেখতে পাবেন
এবার Qpython এপপটি মিনিমাইজ করে রাখুন (মোবাইল মাঝের স্পেস বাটনটি চেপে)। আর এবার জিপি নিষিদ্ধ নেট ব্যবহার করুন যেকোনো ব্রাউজারে!
তবে ডাউনলোড করার জন্য UC 8.6 ব্রাউজারটি ব্যবহার করতে পারেন। লিংকঃ www.datafilehost.com/d/39899fd2
এন্ড্রয়েডের জন্য (৩জি):
৩জিতে যেমন স্পিড বেশি তেমনি ঝামেলাও বেশি। কারণ আপনাকে ৫টাকা খরচ করে একটি ৩জি নেট প্যাক নিতে হবে এবং সবসময় ডাটা কানেটশন অন করে রাখতে হবে। কোনো কারণে ডাটা কানেটশন অফ হয়ে গেলে কিংবা মোবাইলের চার্জ শেষ হয়ে সেট অফ হয়ে গেলেই আর নেট কাজ করবে না।
তাই ৩জি স্পিডে নিষিদ্ধ নেট ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে একটি ৩জি প্যাক একটিভ করতে হবে। আর নিচে একটি টিক্স দিয়ে দিচ্ছি যেটার মাধ্যমে ৫টাকা পুরো একমাস ৫১২ কেবিপিএস এর স্পিডে ৩জি প্যাকেজ উপভোগ করতে পারবেন।
৫ টাকায় এক মাস মেয়াদে আনলিমিটেড ৩জি প্যাকেজ (৫১২কেবিপিএস) উপভোগ করতে হলে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ
>> এ জন্য আপনার মোবাইলে ১০ টাকা রিচার্জ করতে পারেন, কারণ আমার জানা মতে ৫টাকা ফ্রেক্সি কেউ দিবে না :p <<
১। প্রথমে আপনার মোবাইল বা মোডেম থেকে ডায়াল করুন *১১১*৬*১*৩*১*১# । কিছুক্ষণের মধ্যে আপনার ডিভাইসে ৩টি মেসেজ আসবে জিপি থেকে।
২। মেসেজ আসা শেষ হলে আবারো আপনার ডিভাইস থেকে ডায়াল করুন *১১১*৬*১*৩*১*৪#। আবারো কিছুক্ষণের মধ্যে আপনার ডিভাইসে ৩টি মেসেজ আসবে জিপি থেকে।
৩। মেসেজ আসা শেষ হলে শেষ বারের মতো আপনার ডিভাইস থেকে ডায়াল করুন *১১১*৬*১*১*১*১#। আবারো কিছুক্ষণের মধ্যে আপনার ডিভাইসে ৩টি মেসেজ আসবে জিপি থেকে।
ব্যাস! মেসেজ আসা শেষ হলে আপনার ডিভাইসটি রির্স্টাট দিন। এরপর *৫৬৬*১০# ডায়াল করে মেগাবাইট এবং মেয়াদ দেখুন! পুরো এক মাসের মেয়াদ পেলেন, আর কম মেগাবাইট দেখে মন খারাপ নাকি?? আজকের এই পদ্ধতি ব্যবহার করে পুরো মাস আনলিমিটেড ৩জি নেট চালাতে পারবেন।
বিঃদ্রঃ প্রথম বার ডাটা কানেকশন অন করার পর পরবর্তী এক মাস ডাটা কানেকশন অফ করা যাবে না! তাহলে এই পদ্ধতিটি একটিভ থাকবে না।
এই পদ্ধতিতে আপনাকে এক্সট্রা কোনো Access Point কাস্টমাইজ করতে হবে না। আপনি gpinternet বা ডিফল্ট কনফিগারেশন দিয়েই নেট ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র Qpython প্রোগ্রামটি চালু রাখতে হবে ।
আর ৩জিতে বোনাস সুবিধা হলো, এটি দিয়ে গুগুল প্লে স্টোর সহ এন্ড্রয়েডের সকল এপপ চালাতে পারবেন, ডাউনলোড করতে পারবেন। সেখানে ২জি সিস্টেমে শুধু ব্রাউজিং এবং নিদির্স্ট কয়েকটি ব্রাউজার দিয়ে ডাউনলোড করা যায়।
আর ৩জিতে একটিই মাত্র অসুবিধা, মেয়াদ থাকা পর্যন্ত এন্ড্রয়েডের ডাটা কানেক্টশন অফ করা যাবে না।
বর্তমানে আমার হাতে কোনো জাভা এবং সিম্বিয়ান সেট নেই বিধায় ওই ডিভাইসগুলোর জন্য আজ কোনো জিপি নিষিদ্ধ নেট এর টিক্স দিতে পারছি না। তবে কথা দিচ্ছি, সামনে কোনো একদিন জাভা এবং সিম্বিয়ান এবং আইওএস ডিভাইস গুলোর জন্য জিপি নিষিদ্ধ নেট নিয়ে আমি আবারো আসবো!
কার্টেসি :
> Qpython এর জন্য মূল প্রোগ্রামি করেছেন প্রান্ত ভাই।
> Simple Server.ini ফাইলটি শেয়ার করেছেন কবির ভাই।
> ৫ টাকায় এক মাস ৩জি নেট টিক্সটি নেওয়া হয়েছে “গোলাম সারোয়ার শুভ” এর একটি ফেসবুক গ্রুপের পোষ্ট থেকে
ConversionConversion EmoticonEmoticon