মঙ্গল গ্রহে আপনি যেতে পারবেন না, কিন্তু এবার মঙ্গল গ্রহে যাবে আপনার নাম; সেই সুযোগ দিচ্ছে নাসা। দেখে নিন কীভাবে কি!

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 10/10/2014 07:41:00 am | টিউন বিভাগঃ
তোমার জন্য ঐ চাঁদ টাও ধরে এনে দিতে পারি। এমন পরিবেশের সম্মুখীন আমরা হয় কিনা?
সম্প্রতি ৪ ডিসেম্বর যাচ্ছে NASA যান  পরিক্ষামুলক ভাবে  মঙ্গল গ্রহে।
অনেকে মঙ্গল গ্রহে যাওয়ার আশা প্রকাশ করে, কিন্তু যেটা অসম্ভব।
এজন্য তারা এবার শুধু মাত্র মানুষের নাম নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। কিন্তু আপনার নাম যাবে কীভাবে?
আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে।

কীভাবে করবেন-

  • প্রথমে নাসার এই ওয়েবসাইটে যান।
  • তারপর আপনার- First Name, Last Name, Country (দেশ), Postal Code, email দিয়ে নিচের ক্যাপচা পূরণ করুন।
  • তারপর Send My Name এ ক্লিক করুন।
  • ব্যাস হয়ে গেলো
  • কোন ভুল না থাকলে, নিচের ছবির মতো সাকসেস ম্যাসেজ দেখাবে।
  • যাত্রা- ৪ ডিসেম্বর, ২০১৪। (যত খুশি নাম আপনি সিলেক্ট করতে পারেন, আপনার GF/BF এর নাম পাঠাতে ভুলবেন না। :) )
  • তারপর বোর্ডিং পাস দেখতে পারেন এই লিঙ্কে, তবে একটু নিচে যাবেন।
ধন্যবাদ সবাইকে।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon