গ্রামীনফোনের এখন পাঁচ কোটি গ্রাহক! তাই তারা ঈদ পরবর্তী সময়েও অনেক অফার দিচ্ছে.... তারমধ্যে রয়েছে, ৫পয়সা/১০ সেকেন্ড অফার! আজকে তারা আবার তারা নিউজ দিছে তাদের GP Store থেকে ফ্রী ডাউনলোড এর অফার! আসুন দেখি কি বলে তাদের কন্ডিশন!
গ্রামীণফোনের ফ্রী ডাউনলোড!
- রাতা আজ ১৬ অক্টোবর তাদের এফবি পেজে দিছে উপরের ছবিটা আর বলছে ফ্রী ডাউনলোড নিয়ে।
- তারা আজ থেকে তাদের GP Store থেকে ফ্রী ডাউনলোডের সুবিধা দিবে।
- ফ্রী ডাউনলোড করতে ভিসিট করতে হবে তাদের জিপি Store এ। লিংকঃ http://wap.gpstore.co
- দাঁড়ান! সবই যে ফ্রী না! আপনাকে একটি পেজ থেকে ফ্রী গেমস, মিউজিক, ভিডিও, ওয়ালপেপার ডাউনলোড করতে দিবে।
- লিংকঃ http://wap.gpstore.co/MCuriumWap?poid=7&prid=9726
- তারা আপাতত কোন কন্ডিশন উল্লেখ করে নাই। সুতরাং, আমরাও বিশেষ কিছু বলতে পাচ্ছি না।
- যাই হোক। ভিসিট করে ফ্রী ডাউনলোড করে অফারের সদ্য সুযোগ ব্যবহার করুন। ধন্যবাদ।
ConversionConversion EmoticonEmoticon