মেমোরি কার্ডের মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনতে চান? তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 10/21/2014 08:41:00 pm | টিউন বিভাগঃ
বিপত্তির হাত থেকে বাঁচতে একটি সহজ এবং কার্যকর পদ্ধতি গ্রহন করতে পারেন।
আপনি যদি দেখেন আপনার প্রয়োজনীয় কোন ছবি মুছে গেছে, তাহলে ওই মেমোরি কার্ড থেকে অন্য কিছু মুছে ফেলবেন না কিংবা নতুন করে কোন ফাইল রাখবেন না।
মেমোরি কার্ড থেকে মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনতে প্রথমে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। http://www.piriform.com/recuva এই ঠিকানা থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এবার ডাউনলোড করা সফটওয়্যারটি আপনার কম্পিউটারে ইন্সটল করুন।
ইন্সটল হয়ে গেলে সফটওয়্যারটি চালু করুন। আপনাকে একটি তালিকা দেখানো হবে। সেখান থেকে Pictures সিলেক্ট করুন। এরপর Next বাটনে ক্লিক করুন।
মেমোরি কার্ডের মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনতে চান মেমোরি কার্ডের মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনতে চান? তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য
এরপর আপনার মুছে যাওয়া ছবি যে ফোল্ডারে ছিল, সেটি নির্বাচিত করুন।
মেমোরি কার্ডের মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনতে চান2 মেমোরি কার্ডের মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনতে চান? তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য
এরপর Next ক্লিক করলেই আপনার মেমোরি কার্ডের নির্দিষ্ট করা ফোল্ডার স্ক্যান করতে শুরু করবে সফটওয়্যারটি। সাধারণত এখানে JPEG ফরমেটে থাকা ছবিগুলোই কেবল দেখানো হবে। তবে আপনি অন্যান্য ছবির ফরমেট সিলেক্ট করতে চাইলে ‘Switch to advanced mode’ বাটনে ক্লিক করুন। সেখান থেকে প্রয়োজনীয় ফরমেটগুলো সিলেক্ট করুন।
মেমোরি কার্ডের মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনতে চান3 মেমোরি কার্ডের মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনতে চান? তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য
আপনার প্রয়োজনীয় ফাইলগুলো সিলেক্ট করে ‘Recover’ বাটনে ক্লিক করুন এবং কোথায় সেভ করবেন তা দেখান।
মেমোরি কার্ডের মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনতে চান4 মেমোরি কার্ডের মুছে যাওয়া ছবি ফিরিয়ে আনতে চান? তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য
তারপর লোকেশন টিক করে গত দিলেই আপনার হারানো সব ছবি আবার ফিরে পাবেন।

Previous
Next Post »

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Designed by HelpZoon Design

Powered by Helpzoon