আবারও অনেক দিন পর একটা Tune করছি। আশা করি সবাই ভাল আছেন।
আমার আজকের টিউন টা Computer বিষয়ে। Computer এ প্রায় সময়ই যেকোনো Setting Change করতে হয়। অনেক সময় হারিয়েও ফেলি যে কোন Setting কোন জায়গায় আছে!কেমন হয় যদি Computer এর সকল Setting এক Folder এ পেয়ে যায়। সেটা কম খারাপ হবে না হয়তো
হ্যাঁ আজ আমি সেটাই দেখাবো। এখানে আপনি আপনার Computer এর সমস্ত Setting একসাথে পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে পদ্ধতি টা দেখে নিন.....................একেবারে Simple একটা কাজ। প্রথমে Desktop এ একটা Folder তৈরি করুন। এবার সেটা Rename করে
Settings.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}
এটা হুবহু Copy করে বসিয়ে দিয়ে Enter চাপুন।এবার দেখুন Settings নামে একটা ফোল্ডার হয়েছে Control panel এর Icon দিয়ে।এবার এটা ওপেন করে দেখেন আপনি কি করলেন আর কি হল!!!!
Settings.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}
বিঃদ্রঃ-উপরের লেখা টুকু সব copy করতে হবে!!!!
ConversionConversion EmoticonEmoticon