উইন্ডোজ পিসি টিকে Android Tablet এ পরিবর্তন করতে পারেন। অর্থাৎ আপনি আপনার উইন্ডোজ পিসি দিয়ে Android ট্যাবলেট এর সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। Android গেমস খেলতে পারবেন, Android আপ্পস চালাতে পারবেন, সাথে Android ট্যাবলেট লুক হুবহু ফ্রী। সফটওয়্যার টির নাম ANDY. তবে ANDROID APP PLAYER হিসেবে BlueStacks অনেক জনপ্রিয়। কিন্তু BlueStacks এ কিছু প্রবলেম আছে। যেমন , ল্যাপটপ থেকে BlueStacks চালাতে গিয়ে শুধু গ্রাফিক্স আপডেট চাই, লো কনফিগার পিসি তে ভালো করে চলে না, Androidট্যাবলেট লুক হুবহু পাওয়া যাই না, VOip আপ্স চলে না। কিন্তু আপনি যদি ANDY ব্যবহার করেন তবে আপনার ANDROID PC APPS PLAYER ব্যবহার এর অভিজ্ঞতা পরিবর্তন ঘটবে। ANDY দেখতে সম্পূর্ণ Android ট্যাবলেট এর মত। এতে আপনি বিভিন্ন Android Launchers ইউজ করতে পারবেন, voip আপ্পস চালাইতে পারবেন, গেমস খেলতে পারবেন, আর লো কনফিগার এর পিসি তেও চালাইতে পারবেন।
~ এক নজরে দেখেনিন ANDY এবং অন্যান্য ANDROID PC APPS PLAYER এর মধ্য কার তফাৎ।
~ ANDY দেখতে কিন্তু একদম Android ট্যাবলেট এর মত।
এখন মজা নিন সকল জনপ্রিয় Android আপ্পস এর (snapchat, Viber, whatsapp etc) আর তাও আপনার উইন্ডোজ পিসি তে।
তাহলে বন্ধুরা আর দেরি কিসের? এক্ষনি ডাউনলোড করে নিন এই মজাদার ANDROID EMULATOR টি। আর প্রান ভরে মজা নিতে থাকুন আপনার উইন্ডোজ পিসি টির সাথে।
ConversionConversion EmoticonEmoticon