আপনার ফেসবুক হিস্ট্রি একসাথে নিয়ে নিন। ফেসবুকে আইডি খোলার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কবে কি স্ট্যাটাস/ছবি পোস্ট করেছেন, কার কার সাথে কি চ্যাট করেছেন সব কিছু।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 11/05/2014 09:09:00 pm | টিউন বিভাগঃ
ফেসবুক হিস্ট্রি একসাথে নিয়ে নিন।
ফেসবুকে আইডি খোলার দিন থেকে শুরু করে আজ পর্যন্ত কবে কি স্ট্যাটাস/ছবি পোস্ট করেছেন, কার কার সাথে কি চ্যাট করেছেন ইত্যাদি সম্পূর্ণ নিয়ে নিন।
ফেসবুক আমাদের জীবনের ডায়েরী হয়ে গেছে।
সেই ডায়েরীকে একটু রিভিউ দিয়ে নিন। দেখে নিন আপনার এযাবৎ কালের ফেসবুক ইতিহাস। :)

কীভাবে-

  • প্রথমে আপনার ফেসবুকে লগইন করে সেটিং এ যান।
  • তারপর নিচের ছবির মতো Download a Copy তে ক্লিক করুন। নিচের ছবি দেখে করুন-
  • তারপর Start my archive এ ক্লিক করুন।
  • পুনরায় একটা উইন্ডো আসবে সেখানেও  Start my archive ক্লিক করুন।
  • তারপর যে উইন্ডো আসবে সেখানে ok করুন।
  • আপনার মেইল অ্যাড্রেসে দুটো মেইল পাবেন, প্রথম মেইলে ডাইনলোডের পর কি কি পাবেন সেই ইনফো নিয়ে একটা লিঙ্ক থাকবে, এটায় না ঢুকলেও চলবে। দ্বিতীয় মেইলে পাবেন আপনার কাঙ্ক্ষিত লিঙ্ক!
  • আপনাকে মেইলের দিকে একটু চোখ রাখবেন। কারণ ডাউনলোড লিঙ্ক নিয়ে যে মেইলটা আসবে, বেশি সময় পার হয়ে গেলে লিঙ্ক আর কাজ করবে না।
আবারও বলছি সাথে সাথে ডাউনলোড না করলে পরে কিন্তু ডাউনলোড লিঙ্ক কাজ করবে না। 

Previous
Next Post »

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Designed by HelpZoon Design

Powered by Helpzoon