আজকের কি দুঃসংবাদ! আজকের নিউজটা ৩দিন পর এখানে প্রকাশ করা হচ্ছে, ফতুর হওয়ার আগেই আপনাদের এই বিপদ সম্পর্কে জানাতে আমরা হাজির হলাম...
আপনাদের প্রিয় ৫ কোটিওয়ালা গ্রামীণফোন নতুন ৩ টি শর্ত নিয়ে হাজির হয়েছে। তাও আবার ইন্টারনেট ব্যবহারের উপর কড়া শর্ত! যাকে আপনারা''বাঁশ'' বলে অবিহত করেন। এই তিনটি শর্ত তারা প্রকাশ করেছে গোপনে। যেমন চুপচাপ নিরিবিলি ভাবে আগে ফেসবুক বন্ধ করে কোটি টাকা লুটে নিয়েছে, তেমনি আপনি যদি আজকের নিউজ না জানেন তাহলে আপনারও ক্ষতি হতে পারে। আসুন জেনে নিন নতুন ইন্টারনেট ব্যবহারে শর্তগুলি। আশা করি ফতুর হওয়া থেকে বাঁচতে পারবেন।
- ডাটা Forwarding ফিচার বন্ধ ঘোষণা। প্যাক অটো রিনিউয়াল বা অন্য প্যাক নিলে সময় পূর্বের প্যাকেজের অব্যবহৃত ইন্টারনেট ডাটা যুক্ত হবে না।
- কোন ডাটা প্যাক অ্যাক্টিভ থাকাকালীন গ্রাহক নতুন কোন প্যাক অ্যাক্টিভ করলে, নতুন কেনা প্যাকটির শর্তাবলী (যেমন: ভলিউম, মূল্য, মেয়াদকাল ও অন্যান্য শর্তাবলী) প্রযোজ্য হবে। এক্ষেত্রে পূর্বের নেট প্যাকটির অব্যবহৃত ইন্টারনেট ডাটা যুক্ত হবে না।
- মাইক্রো ডাটা প্যাকেরক্ষেত্রে (৫টাকার কম মূল্যমানের) গ্রাহক নির্ধারিত মেয়াদের মধ্যে প্যাকেজ ভলিউমের পরও সর্বোচ্চ 20MB আর মিনি প্যাক-এর ক্ষেত্রে (১০০টাকার কম মূল্যমানের) সর্বোচ্চ 200MB পর্যন্ত ইউসেজ লিমিট সুবিধা উপভোগ করতে পাবেন। এই লিমিটের বাইরে যাইতে পারবেন না।
আশা করি দুঃখ হচ্ছে আপনার! আগে অনেকে শুধু Data Forwarding সুবিধার জন্য জিপি ইউস করত! এখন কি করবেন?
আর আশা করি এই খবর জেনে, আগাম বাঁশ খাওয়া থেকে রক্ষা পেলেন। আমরা তাদের ফ্যান পেজে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলে তারা কিছুই জানে না। কিন্তু অলরেডি জিপি নিরিবিলি নোটিশ দিছে এবং মানুষকে ফাঁদে ফালাচ্ছে।
ConversionConversion EmoticonEmoticon