আসুন একটু মজা করি অনলাইনেই ! মজা ১০০% গ্যারান্টেড মাত্র ৩ মিনিটে

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 11/15/2014 11:43:00 pm | টিউন বিভাগঃ
আসুন একটু মজা করি ! (না করলে আপনার মিস)
অনলাইনে কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন? আসুন ২ মিনিট মজা করে মনটা ফ্রেশ করে নেই। আপনি খুব কৌতূহল নিয়ে টিউনটি পড়তে এসেছেন তাই না? হাহাহাহ... ভয় পাইয়েন না। নিরাশ করব না। অনলাইনে ঘুরতে ঘুরতে একটি সাইটে আমি নিজে মজা করলাম তাই আর শেয়ার না করে পারলাম না।
তবে চলুন আপনিও মজা করে নিন। মজার বিবরন এখানে দিলে তো মজাই শেষ। তাই সেটা গোপনই রাখছি। তবে একটু ইঙ্গিত দেই। নতুবা আমাকেই ভুয়া মনে করবেন হয়ত।
প্রথমে ভিজিট করুন Monoface । এই সাইটে প্রবেশ করার পর একটু পরই লোডিং নিয়ে একটি অদ্ভুত ধরনের মানুষ আসবে। আর তাতেই করবেন আপনি মজা। মানুষটির বিভিন্ন জায়গায় ক্লিক করে আপনি তাঁকে বানাতে পারবেন আপনার মনের মত করে। আর বেশি বললে মজার বিন্দুমাত্র অস্তিতস্থ থাকবে না।
সাইটটি ভিজিট করার জন্য আপনার পিসিতে অবশ্যই ফ্ল্যাশ সফটওয়্যার এর আপডেটেড ভার্সন ইন্সটল থাকতে হবে।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon