আমরা প্রতিনিয়ত এখন ভিডিওর প্রতি আবেগপ্রবন।
কিন্তু এই ইউটিউব, ফেসবুক বা অন্য ভিডিও শেয়ারিং সাইট থেকে সরাসরি ভিডিও ডাউনলোড করা যায় না।
যে কারণে আমরা IDM বা অন্য সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু তাতেও ঝামেলা মুক্ত না আমরা।
সেজন্য ভিডিও ডাউনলোডের এই জনপ্রিয় অ্যাড-অনস টা ব্যবহার করে দেখুন, কতো সহজে এক ক্লিকে আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন।
এটা দিয়ে আপনি ভিডিও কনভার্টও করার সুযোগ পাবেন।
বি.দ্র- এটা মজিলা ফায়ারফক্সে ভালো চলবে।
কীভাবে-
- প্রথমে আপনার মজিলা ব্রাউজার ওপেন করুন।
- তারপর add-ons এ ক্লিক করুন। নিচের ছবি দেখে করুন-
- তারপর যে উইন্ডো আসবে তার একেবারে ডান পাশে উপরে দেখুন সার্চ বার। ওখানে জাস্ট লিখুন "Download Helper/ Video Downloder" লিখে সার্চ করুন অথবা এই লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন এবং Add toFirefox করুন।
- তারপর আপনার ব্রাউজার রিস্টার্ট দিন।
- তারপর ইউটিউবে বা অন্য সাইটে যেকোনো একটা ভিডিও দেখুন।
- তারপর ভিডিও প্লে অবস্থায় দেখুন আপনার ডান ঠিক নিচের ছবির মতো একটা চিহ্ন ঘুরতে শুরু করছে। তখন ওখানে কারচার রাখলে দেখবেন, ডাউনলোড লিঙ্ক চলে আসবে। নিচের ছবি দেখে করুন।
ConversionConversion EmoticonEmoticon