QR কোড সম্পর্কে জানতে চান? জেনে নিন QR কোড সম্পর্কে সাদামাটা কিছু কথা। আরও রয়েছে QR কোড তৈরি এবং স্ক্যান করার কিছু অ্যাপস ডাইরেক্ট ডাউনলোড লিংক!

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 11/15/2014 03:38:00 am | টিউন বিভাগঃ
আপনারা নিশ্চয়ই এর আগে বার কোডের নাম শুনেছেন? যারা শুনেননি বা চিনেন না তাঁরাও এই বার কোড দেখেছেন এটা আমি গ্যারান্টি দিতে পারি। আপনারা যে বিভিন্ন প্যাকেটজাত খাবার খান সেগুলোর প্যাকেটেত্র পিছনে একগুলো কালো দাগের লম্বা লম্বা সংকেত আছে না? এগুলাকেই বলে বার কোড। এইবার চিনেছেন তো?
ভাবছেন আমি QR কোডের কথা শিরোনামে বলে আবার বার কোড নিয়ে বলছি কেন? কারণ বারকোডের বড় ভাই QR কোড। বর্তমানে প্রচুর জনপ্রিয় এই QR কোড। কিন্তু QR কোড বা বার কোড দিয়ে কি করে সেটা ভাবছেন? এগুলোতে আসলে ডাটা রাখা হয়। খুবই অবাক করা কথা তাইনা? যদিও এই বিজ্ঞানের যুগে আমরা কিছুতেই অবাক হইনা। কারণ অবাক করা নানা প্রযুক্তি আমাদের সচরাচর ব্যবহার হয়। আগে বার কোডের প্রচলন থাকলেও এখন QR কোড বেশি জনপ্রিয়। আমরা এখন প্রায়ই পত্রিকায় বিভিন্ন বিজ্ঞাপনে এই QR কোডের ব্যবহার দেখতে পেয়ে থাকি। যেমন ধরুন, পেপারে একটি বিজ্ঞাপনে অ্যাপস ডাউনলোড করতে বলা হয়েছে। তো সেখানে ডাউনলোড লিঙ্কও দেয়া আছে আবার একটি QR কোডও দেয়া আছে। অ্যাপসটি ডাউনলোড করতে নিশ্চয়ই আপনাকে ব্রাউজারে লিংকটি টাইপ করে ভিজিট করতে হবে এবং ডাউনলোড করতে হবে। আর QR কোডটির মাধ্যমে আরও সহজে ডাউনলোড করতে পারবেন। মোবাইলের QR কোড স্ক্যানারটা বের করে কোডটির উপরে ক্যামেরা নিয়ে গেলেই আপনাকে সোজা নিয়ে যাবে ওই ডাউনলোড লিংকে। এটি একটি উদাহরন মাত্র। এমন নানা কাজে বিভিন্ন ডাটা ছোট একটি QR কোডে রেখে দেয়া যায়। এখন একটি কোড ৭০৮৯ টি সংখ্যা বা ৪২৯৬ টি অক্ষর ধারণ করতে পারে! একটি QR কোড  QR কোডও বার কোডের মত দেখতে কিন্তু এদের চেহারা একটু আলাদা। কিন্তু এদের চেহারা যাই হোক আপনি কিন্তু এদেরকে আমাদের এই সাধারণ চোখে পড়তে পারবেন না। এদেরকে পড়তে হলে প্রয়োজন স্ক্যানার। আপনারা প্রায়ই পূর্বে বার কোড স্ক্যানার পাওয়া যেত। কিন্তু যুগ তো এখন অনেক ডিজিটাল। এখন আর এসবের প্রয়োজন হয়না। হাতের স্মার্টফোনটাই হলো এই QR কোড স্ক্যানার। প্রয়োজন শুধু ছোট একটি স্ক্যানার অ্যাপস। চিন্তা নাই QR কোড বানানো সাথে স্ক্যান করা দুইটাই শেখানোর চেষ্টা করব।
QR Code এবং Bar Code
QR কোডের ব্যবহার
এখন আসি কিভাবে আপনিও একটি QR কোড বানাবেন? আপনি চাইলে লেখা, ছবি, লিংক, ইমেজ, এমপিথ্রি, ফেসবুক লিংক ইত্যাদি যা চান সেরকম ডাটা দিয়ে QR কোড বানাতে পারবেন। এই লিংক -এ পিসি থেকে ভিজিট করে আপনি QR কোড তৈরি করে নিতে পারবেন। বিস্তারিত টিউটোরিয়াল লিখছিনা। খুব কষ্ট হবেনা, দেখলেই বুঝতে পারবেন সহজেই! তবে মোবাইল থেকে সম্ভবত এই লিংক থেকে কোড তৈরি করতে পারবেন না। মন খারাপ করার কিছু নেই, অ্যান্ড্রয়েড ফোন ইউজাররা নিচের যেকোন একটি অ্যাপস ডাউনলোড করে নিন।
কোড তৈরি তো হলো কিন্তু এবার তো সেই কোড পড়তে হবে তাইনা? হ্যাঁ, আগেই তো বলেছি এই কোড পড়তে পারে শুধু কোড স্ক্যানারই। এর জন্য ব্যবহার করতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনই। QR কোড স্ক্যান করারও কিছু অ্যাপস নিচে দিলাম। পছন্দমত একটা ডাউনলোড করে নিন। তারপর অ্যাপস ওপেন করে যেকোন QR কোডের উপর ধরলেই পেয়ে যাবেন সেই কোডে কি বলা আছে তাঁর লুকায়িত ফলাফল!
আমিও বানিয়ে রেখেছি একটি QR কোড আপনাদের পরীক্ষা করার জন্য। কোড স্ক্যানার ডাউনলোড করে আমার তৈরি নিচের কোডটিকে স্ক্যান করে দেখুন তো!

2 টি মন্তব্য

মন্তব্য করার জন্য এখানে ক্লিক করুন
Unknown
admin
8 August 2017 at 02:39 ×

Download All Apps APK
Thank a lot! Really great post you have shared with us.

Reply
avatar
Anonymous
admin
16 August 2017 at 03:05 ×

Download All Apps APK Free
Thank you very much for this article it really helps us alot.

Reply
avatar

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Designed by HelpZoon Design

Powered by Helpzoon