আসসালামুয়ালাইকুম । কেমন আছেন আপনারা সবাই ? আশা করি ভাল আছেন । আমি ভালো আছি । আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রেট্রিকা এর প্রিমিয়াম ভার্সন
Retrica এর মত সেলফি তুলার অ্যাপ আর পাই নাই ।  দিন এ ১০০ তা সেলফি তুলি । তবে এই অ্যাাপ এর প্রিমিয়াম ভার্সন পাওয়া সত্যি অনেক কষ্ট এবং প্রিমিয়াম ভার্সন এ এমন অনেক ফিচার ও এফেক্ট আছে যা নরমাল ভার্সন এ নেই । তাই অনেক খুজে আপনাদের জন্য নিয়ে এলাম রেট্রিকা এর প্রিমিয়াম ভার্সন
রেট্রিকা এর কিছু ফিচার হল
- সেলফি তুলার জন্য খুবই ভাল
 - ক্যামেরা কোয়ালিটি দারুন
 - হাজার এফেক্ট আছে
 - ৪ পিক ও ট্রায়ো তুলার সুবিধা
 - *প্রিমিয়াম ভার্সন এ রেট্রিকা এর লোগো মুছে ফেলা যায়
 - সময় নির্ধারন করা যায়
 
আমি নিজেই আপ্লোড করলাম । কোনো সমস্যা হলে বলবেন
OneDrive এ আপ্লোড দিলাম
ইন্সটলেশানঃ
- প্রথম এ রেট্রিকা ইন্সটল থাকলে আনিন্সটল করুন
 - এবার আমার ফাইল টি দিয়ে ইন্সটল করুন ।
 - এবাআর সেলফি তুলুন
 
ConversionConversion EmoticonEmoticon