আর নয় থ্রিজি ইন্টারনেট মোডেম ,আর নয় থ্রিজি ইন্টারনেট প্যাকেজ , এখন টুজি ইন্টারনেট প্যাকেজ এই ব্যবহার করুন থ্রিজি এর চেয়ে উচ্চ গতির ইন্টারনেট । মোবাইল এবং ল্যাপটপ এর জন্য ।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 12/11/2014 09:17:00 pm | টিউন বিভাগঃ
আমরা সবাই প্রতিদিন কমবেশি ইন্টারনেট ব্যবহার করি ,
কেউ বা মোবাইল , ল্যাপটপ অথবা  পিসি তে । মোবাইলে যারা ব্যবহার করি তারা সবাই কোন না কোন সিম ব্যবহার করি ।
কিংবা  ল্যাপটপ অথবা  পিসি তে বিভিন্ন মোডেম ব্যবহার করি । কিন্তু দুঃখের বিষয় ইন্টারনেট স্পিড পাই খুব কম ।
থ্রিজি তে একটু স্পিড বেশি হলেও টুজি তে ব্যবহার এর অযোগ্য । আর টুজি এবং থ্রিজি ইন্টারনেট দাম অনেক কম বেশি ।
তাই আজ আমি আপনাদের যে ওয়ে দেখাব তাতে  টুজি কাভারেজ এলাকাতে,  টুজি ইন্টারনেট প্যাকেজে থ্রিজি এর চেয়ে
উচ্চ গতিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন । বদলে যাবে আপনার ইন্টারনেট ব্যবহার এর অভিগতা । আমার ওয়ে তে
ইন্টারনেট  ব্যবহার এর জন্য যা যা - আপনি যদি মোবাইলে ব্যবহার করতে চান তাহলে  দুইটি এন্ডেয়েড অথবা নোকিয়া মেববাইল
দরকার । আর যদি কম্পিউটার এ ব্যবহার করতে চান একটি মোবাইল দরকার । পিসির  জন্য  wireless adapter ।
কাজের ধারা -
আপনি যদি এন্ডেয়েড মোবাইল  থেকে ইন্টারনেট  ব্যবহার করতে চান , তাহলে আপনাকে যে  কাজটি করতে হবে ,
১. আপনার মোবাইল এ ইন্টারনেট সংযোগ দিন ।
২.  তারপর setting এ যান , সেটিং থেকে wireless and network
৩. তারপর tethering and portable hotspot clic করুন
৪.  portable wi-fi hotspot setting এ যান , একটা মেসেজ দেখাবে ওকে করুন ।
৫. portable wi-fi hotspot এ  ok করুন , আপনার password তৈরী করতে বলবে
password তৈরী করুন । এবার আপনার  একটা নিজস্ব wi-fi তৈরী হয়ে গেল ।
এখন আপনি যে ডিভাইসে   ইন্টারনেট করতে চান সেই ডিভাইসে wi-fi search দিন , password  দিয়ে
ওকে করুন আর উপভোগ করুন উচ্চ গতির ইন্টারেনট ।
আপনি যদি নোকিয়া মোবাইল  থেকে ইন্টারনেট  ব্যবহার করতে চান , তাহলে আপনাকে যে  কাজটি করতে হবে
আপনাকে joikspot নামের  একটি  software download  করতে হবে  । ডাউনলোড করে  ইন্টারেনট সংযোগ করুন ।
এখন আপনি যে ডিভাইসে   ইন্টারনেট করতে চান সেই ডিভাইসে wi-fi search দিন । করুন আর উপভোগ করুন উচ্চ গতির ইন্টারেনট ।
কেনো এভাবে ইন্টারেনট ব্যবহার করবেন  , আপনি যে সিম থেকে 10 kbps সেই সিম থেকে  100kbps গতির ইন্টারেনট ব্যবহার করতে পারবেন ।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon