“Air Droid” এমন একটি অ্যাপ যার সাহায্যে আপনি আপনার এন্ড্রয়েড ফোন চালাতে পারবেন আপনার PC থেকে। অার ব্যাকআপ রাখতে পারবেন অাপনার Android অ্যাপসগুলোর।
এছাড়া রয়েছে অারো অনেক সুবিধা।যেমন:–
- ফোন করা ও ফোনের contact list ট্রান্সফার সুবিধা।
 - সরাসরি মেসেজ পাঠান PC থেকে।
 - ডাটা ব্যাকআপ সুবিধা।
 
- মিডিয়া ফাইল মেনেজিং সুবিধা।
 - স্কিনশট ও অ্যাপস installing সুবিধা।
 - ওয়াই ফাই নেটওয়ারকিং।
 - অ্যাপস ম্যানেজিং।
 - টাস্ক ম্যানেজার।
 
আর কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানান। ধন্যবাদ।
ConversionConversion EmoticonEmoticon