এক শব্দ বা সিঙ্গেল নাম ফেসবুক প্রোফাইলে নাম করার জন্য পিসি দিয়ে যা করতে হবেঃ
১. ফায়ারফক্স ওপেন করে “Tools” এ ক্লিক করে “Options” এ ক্লিক করুন।
২. নতুন একটি উইন্ডো আসবে, ওইটার “Advanced” ট্যাবে ক্লিক করুন।তারপর “Network” ট্যাবের “Settings” এ যান।
৩. “Connection Settings” নামের একটি উইন্ডো আসবে।
১. ফায়ারফক্স ওপেন করে “Tools” এ ক্লিক করে “Options” এ ক্লিক করুন।
২. নতুন একটি উইন্ডো আসবে, ওইটার “Advanced” ট্যাবে ক্লিক করুন।তারপর “Network” ট্যাবের “Settings” এ যান।
৩. “Connection Settings” নামের একটি উইন্ডো আসবে।
৪. “Manual Proxy Configurations” সিলেক্ট করুন এবং HTTP Proxy তে নিচের প্রক্সিটা বসান; 119.235.16.41 ।
৫. “Port” এ 8080 লিখুন, “use this proxy server for all protocols” এর বক্স এ টিক দিন এবং সেভ করে ফায়ারফক্স রিস্টার্ট করুন।
বিঃদ্রঃ(যাদের এই poxy টা কাজ না করবে তারা সাইট থেকে যে কোন একটা poxy কপি করে নিন সাইট )
৬. এইবার আপনার ফেসবুক আইডিতে লগইন করুন, ভাষা পরিবর্তন করে “Bahasa Indonesia” সিলেক্ট করুন।
৭. এবার আপনার লাস্ট নেম রিমুভ করে অথবা নতুন একটি নাম দিন এবং পাসওয়ার্ড
দিয়ে সেভ করুন। এবার দেখন আপনার এক শব্দের নাম হয়ে গেছে। প্রোক্সি চেইঞ্জ করলে নেট একটু স্লো হয়ে যাবে ।
৭. এবার আপনার লাস্ট নেম রিমুভ করে অথবা নতুন একটি নাম দিন এবং পাসওয়ার্ড
দিয়ে সেভ করুন। এবার দেখন আপনার এক শব্দের নাম হয়ে গেছে। প্রোক্সি চেইঞ্জ করলে নেট একটু স্লো হয়ে যাবে ।
এক শব্দ বা সিঙ্গেল নাম ফেসবুক প্রোফাইলে নাম করার জন্য java মোবাইল দিয়ে যা করতে হবেঃ
নাম সিঙ্গেল করার জন্য UC Browser লাগবেই Opera দিয়ে হবেনা। তাই আপনার Official Uc { যে কোনো র্বাসন } Open করে Setting এ যান তারপর Network তারপর Proxy server যান ১ম বক্সে এটা দিবেন 118.98.35.251:8080 ২য় বক্সে দিবেন m.facebook.comএবার ফেসবুকে ঢুকে Languag -Bahasa (Indonesia) select করুন । তারপর আবার sett.&privacy এ গিয়ে General--Name-- ১ম বক্সে আপনার কাঙ্খিত Single নেইম দিন এবং সবার নিচের বক্সে পাসওয়ার্ড দিয়ে সেভ করুন ।কাজ শেষ আপনার Single নাম হয়ে গেছে।
এক শব্দ বা সিঙ্গেল নাম ফেসবুক প্রোফাইলে নাম করার জন্য andorid মোবাইল দিয়ে যা করতে হবেঃ
১মে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন(এইটা দিয়ে আইপি হাইড করা হয়) MediaFire link
যে কোন ব্রাউজার (opera, UC Browser) সহ প্রায় সকল ব্রাউজার দিয়ে ফেসবুক এর প্রোফাইল নাম চেঞ্জ করে এক শব্দের করতে পারবেন
এখান থেকে poxy সংগ্রহ করুন।তার পর Proxy setting software টি OPEN করুন। ডানে বামে স্লাইড করে! Disclaimer পেজে গিয়ে I read and accept the terms and condition এ টিক চিহ্ন দিয়ে Accept এ Click করুন ।তারপর ১ম অপশন যেটা আছে poxy selector এ গিয়ে hostname এ poxy এবং নিচেরটাতে port সেভ করুন।তারপর Configuration checker এ প্রবেশ করুন, যদি Proxy and port কার্যকর হয় তাহলে চারটা সবুজ চিহ্ন উঠবে। যদি সবুজ চিহ্ন না আসে তবে অন্য প্রক্সি দিয়ে ট্রাই করুন। সবুজ চিহ্ন আসার পর আপনার ফোনের অপেরা ইউসি অথবা যে কোন ব্রাউজার দিয়ে ফেসবুকে লগিন করে ।ল্যাঙ্গুয়েজ সেটিং এ ক্লিক করে Bahasa Indonesia সিলেক্ট করুন।এবার আপনার লাস্ট নেম রিমুভ করে অথবা নতুন একটি নাম দিন এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করুন
ConversionConversion EmoticonEmoticon