ছবি এডিট করুন ওয়েব ব্রাউজার দিয়ে............

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 1/17/2015 08:44:00 am | টিউন বিভাগঃ
ছবি এডিট করার জন্য এখন আপনাকে অনেক পয়সা খরচ করে গ্রাফিক্স সফটওয়্যার কেনার প্রয়োজন নেই। ইন্টারনেট সংযোগ থাকলে খুব সহজেই ওয়েব ব্রাউজার দিয়ে আপনি ছবি ইচ্ছে মত এডিট করতে পারবেন। অনেক সময় দেখা যায় আপনার ছবি এডিট করা খুবই জরুরি কিন্তু প্রয়োজনীয় সফটওয়্যারটি আপনার কাছে নেই, তখন এটি খুবই কাজের মনে হবে। ওয়েবে ছবি এডিট করার জন্য প্রথমেই যেটি প্রয়োজন তা হল ইন্টারনেট সংযোগ এবং ফ্ল্যাশ এনাবলড ওয়েব ব্রাউজার।
পিক্সলার এডিটর একটি ফ্রী, ওয়েব ভিত্তিক ছবি এডিটিং টুল, যা অনেকটা দেখতে ফটোশপ-এর মতো। ডেক্সটপ ফটো এডিটিং প্রোগ্রাম-এর সাথে এর বেশিরভাগ টুল-এর মিল রয়েছে, যেমন ক্রপ, স্মাডজ, রেড আই কারেকশন ইত্যাদি। এমনকি এই টুলটি ফটোশপ-এর মতো লেয়ার, হিস্টোরি, ফিলটার সহ অনেক কিছু সাপোর্ট করে।
এডিট করুন ওয়েব ব্রাউজার দিয়ে
পিক্সলার এডিটর দেখতে অনেকটাই ফটোশপ এর মতো
পিক্সলার-এর এই ছবি এডিটিং টুলটি তাদের ওয়েব সাইট ভিজিট করলেই পাওয়া যাবে। সাইটটির লে-আউট দেখলে মনে হবে আপনি যেন অন্যান্য ছবি এডিটিং সফটওয়্যার এর মতই ব্যবহার করছেন, বুঝতেই পারবেননা এটি ওয়েব ব্রাউজার।
আপনি যখনই এই ঠিকানায় – http://pixlr.com/editor যাবেন, তখন নীচের স্ক্রীণটির মতো দেখতে পাবেন।
এডিট করুন ওয়েব ব্রাউজার দিয়ে 2
 
এখানে দেখুন ৪ টি নতুন অপশন আছে, যার মাধ্যমে আপনি ছবি তৈরী করতে পারবেন -
১. নতুন একটি ছবি তৈরী করা
২. আপনার হার্ড ডিস্কে জমা আছে এমন ছবি খুলে সেটাকে এডিট করা
৩. ইন্টারনেট-এর কোনও ঠিকানা থাকলে, সেটা দিয়েও ছবিটি খুলে এডিট করতে পারেন। যেমন ধরুন, আমাদের প্রিয়.কম-এর সার্ভারে কোনও ছবি রয়েছে। আপনার কাছে যদি সেটার লিংক (URL) থাকে, ওটা এখানে দিলে সেই ছবিটি নিয়ে আসবে।
৪. লাইব্রেরী থেকে ছবি খোলা – যেমন ফেসবুক, পিক্সলার এবং অন্যান্য ওয়েব ফটো লাইব্রেরী
আমরা এখানে দেখানো জন্য, আমাদের কমিপউটারে সংরক্ষিত একটি বাংলাদেশের নৌকার ছবি নিয়েছি। তারপর সেই ছবিটি কেটে আমাদের পছন্দ মতো সাইজ করেছি; এবং সব শেষে ছোট একটি লাইন লিখে দিয়েছি।
ইংরেজী শব্দগুলো বসানোর পূর্বে স্ক্রীণটি নীচের মতো ছিল।
এডিট করুন ওয়েব ব্রাউজার দিয়ে 3
এরপরও যদি এটি আপনার কাছে একটু জটিল মনে হয় তবে এর বেসিক ভার্সনটি ব্যবহার করে দেখতে পারেন, যার নাম পিক্সলার এক্সপ্রেস
তবে আমাদের কাছে মনে হয়েছে আপনি যদি আগে কোন ছবি এডিটিং সফটওয়্যার ব্যবহার করে থাকেন অথবা ছবি এডিটিং-এ আপনি যথেষ্ট পারদর্শী তবে ওয়েবে পিক্সলার ব্যবহার করা খুবই সোজা মনে হবে। আশা করি ছবি এডিটিং-এর এই সাইটটি আপনাদের ভাল লাগবে

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon