আনডু করতে ঝাঁকুনি
ফোনে কিছু লিখছেন বা ছবি এডিট করছেন। হঠাৎ ভুল হয়ে গেল। ভুলটা আনডু করার সবচেয়ে সহজ উপায় ফোনটি আস্তে করে ঝাঁকুনি দেয়া। ঠিকমতো ঝাঁকুনি দিলে স্ক্রিনে একটি বার্তা আসবে সেখান থেকে ‘আনডু’ অ্যাকশন নিশ্চিত করা যাবে।
দ্রুত ব্যাটারি রিচার্জ
দ্রুত আইফোন ব্যাটারি রিচার্জ করার জন্য ফোনটিকে এয়ারপ্লেন মোডে নিয়ে চার্জে দিন। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ চার্জ হবে।
সিরি, রিড মাই ই-মেইল
ব্যক্তিগত সহকারী সিরিকে দিয়ে আপনার ই-মেইল পড়াতে পারবেন এ ফিচারে। এজন্য আপনাকে সিরিকে বলতে হবে ‘সিরি, রিড মাই ই-মেইল’ অথবা বলতে হবে ‘রিড মাই লেটেস্ট ই-মেইল’। তাহলে সিরি উচ্চৈঃস্বরে ই-মেইল পড়ে শোনাবে।
স্ন্যাপশটের জন্য ভলিউম বাটন
ফোনের ভলিউম বাটন দিয়ে ছবি তোলা যাবে। প্রতিবার স্ক্রিনে ট্যাপ করে ছবি তোলার দরকার নেই। এক হাত দিয়ে ছবি তোলা বা সেলফি তোলার ক্ষেত্রে এ পদ্ধতি উত্তম।
মাল্টিপল স্ন্যাপশট
একসঙ্গে অনেকগুলো ছবি তোলা যাবে আইফোন দিয়ে। এজন্য ক্যামেরা অ্যাপ চালু করে ছবি তোলার বাটনে ট্যাপ করে ধরে রাখতে হবে। রানিং কিছুর ছবি তোলার ক্ষেত্রে এ পদ্ধতি বেশ উপকারী। হতে পারে রেলগাড়িতে করে যাওয়ার সময় জানালা দিয়ে দেখা বাইরের দৃশ্য। পরে অনেকগুলো ছবি থেকে সেরা ছবিটা বেছে নেয়া যাবে।
আইম্যাসেজ টাইমস্ট্যাম্প
আপনি যদি আইম্যাসেজ ব্যবহার করে টেঙ্টিং করে থাকেন তাহলে হয়তো কথোপকথনের সময় দেখতে পান না। এটা দেখার উপায় হচ্ছে ম্যাসেজের ওপর ধরে ডান থেকে বামে সস্নাইড করা। অর্থাৎ ম্যাসেজ বাবলের ওপর ধরে ড্র্যাগ করে বাম দিকে নিয়ে আসুন।
ডাবল ট্যাপ স্পেসবার
টাইপ করার সময় বাঁচাতে স্পেসবারের ওপর ডাবল ট্যাপ করুন। দেখবেন নতুন বাক্য শুরু হয়েছে। টাইপিংয়ের সময় একটি বাক্য শেষ করার পর ফুলস্টপ এবং একটি স্পেসবার ট্যাপ না করে একবারে স্পেসবারের ওপর ডাবল ট্যাপ করুন। ফুলস্টপ এবং একটি স্পেস স্বয়ংক্রিয়ভাবে বসে যাবে আপনার টেঙ্টে।
ConversionConversion EmoticonEmoticon