নিজের ছবিতে সাজিয়ে নিন ফায়ারফক্স (১০টি দুর্দান্ত Firefox Add-ons)

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 1/17/2015 08:48:00 am | টিউন বিভাগঃ
আপনি চাইলে ইন্টারনেট ব্রাউজার মজিলা ফায়ারফক্স সাজাতে পারেন ইচ্ছে মতো ছবিতে। এ জন্য প্রথমেই ‘ব্রাউজার ব্যাকগ্রাউন্ড’ নামের অ্যাড অনসটি +Add to Firefox বাটনে ক্লিক করে ব্রাউজারে ইন্সটল করতে হবে।

এখন ব্রাউজারটিকে বন্ধ করে আবার চালু করলে টপবারের ডান অংশে সবুজ রঙের বক্স আকৃতির বিশেষ চিহ্ন দেখা যাবে। সেখানে ক্লিক করতেই নতুন একটি উইন্ডো ওপেন হবে। এবার ট্যাবটির বাম পাশে Firefox, Movie এবং general নামে ফোল্ডার তিনটি ডিলিট করতে হবে।
এরপর New Collection অপশনে ক্লিক করে ফোল্ডার তৈরি করতে হবে। এ পর্যায়ে ফোল্ডার তৈরি হয়ে গেলে ADD অপশনে ক্লিক করে পছন্দ অনুযায়ী ছবি আপলোড করতে হবে। সফলভাবে ছবি আপলোড সম্পন্ন হলে সেখান থেকে ছবি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা ছবি আপলোড করতে হবে। সিলেক্ট করা ছবিটি লাল বর্ণ ধারণ করলে ট্যাবটি ক্লোজ করে বেরিয়ে আসতে হবে। এবার ফায়ারফক্স ব্রাউজারটি বন্ধ করে ওপেন করতে হবে।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon