গুগল ম্যাপ এডিট বা তৈরী করার A টু Z টিউটোরিয়াল (গুগল ম্যাপ নিয়ে গিগা টিউন্স)

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 1/17/2015 08:53:00 am | টিউন বিভাগঃ

গুগল ম্যাপ এডিট বা তৈরী করার A টু Z টিউটোরিয়াল (গুগল ম্যাপ নিয়ে গিগা টিউন্স)

গুগল ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন

গুগল ম্যাপ। ডিজিটাল যোগাযোগ ব্যবস্থার এক অনন্য নাম ! জিপিএস ছাড়া উন্নত বিশ্বের দৈনন্দিন জীবন অচল। কিন্তু আমাদের দেশে অবহেলিত! দেশের ডিজিটাল ম্যাপিং এর অবস্থা করুন। অনেক দেশে শুধু ব্যবহারকারীদের অবদানের জন্য নগরীগুলো ডিজিটাল ম্যাপিং এর সবোর্চ্চ শিখরে পৌছেছে। কিন্তু আমাদের দেশে কনট্রিবিউটর খুব কম। চলুন আমরা সবাই দেশকে ডিজিটাল বানাতে অবদান রাখি, আর শিখে ফেলি কিভাবে ম্যাপ এডিট করতে হয়।

টিউটোরিয়ালঃ

গুগল ম্যাপ এডিট খুব সহজ কাজ! নেট ব্যবহার করতে জানেন এমন কেউ আলাদা কোন প্রশিক্ষণ ছাড়াই গুগল ম্যাপে অবদান রাখতে পারবেন।
1. প্রথমে আপনার একটি জিমেইল একাউন্ট বা গুগল একাউন্ট লাগবে। একাউন্ট না থাকলে এখান থেকে তৈরী করে নিন
2. এবার গুগল ম্যাপ এডিটরের এই লিংকে প্রবেশ করুন। http://www.google.com/mapmaker
ম্যাপ এডিটের বাটনগুলোর সাথে একনজরে পরিচিত হোন।
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন



যেভাবে নতুন রাস্তা বানাবেনঃ

ধরুন আপনার বাসার পাশের রাস্তাটি গুগল ম্যাপে নেই, কিন্তু আপনি অ্যাড করে দিতে চাচ্ছেন। নিচে স্যাটেলাইট ভিউ থেকে একটি রাস্তা দেখা যাচ্ছে যেটি ম্যাপে নেই (আমরা অ্যাড করে দেব)। আপনাকে ম্যাপিং করতে হবে স্যাটেলাইট ভিউতে, কখনোই ম্যাপ ভিউতে কাজ করবেন না। স্যাটেলাইট ভিউ এর এডিট অটোমেটিক ম্যাপ ভিউ এ চলে যাবে।
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন 2


এই রাস্তাটি বানাতে প্রথমে Add new থেকে Draw a Line এ ক্লিক করুন।
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন 3
প্রয়োজনে জুম করে নিন। এরপর Select Category থেকে Road সিলেক্ট করুন।
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন 4
মাউস দিয়ে ক্লিক করে করে রোড বানান।
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন 5
সিলেক্ট করা হলে কিবোর্ডের Enter বাটন চাপুন। (1) নং ঘরে রোড এর নাম দিয়ে (2.) Save করুন!
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন 6
বিঃদ্রঃ রাস্তাটি আঁকার সময় যদি তা অন্য কোন রাস্তার সাখে মিলে যায় (intersection), তবে সেখানে মিলিয়ে দেবেন। একটা রাস্তার উপর দিয়ে আরেকটা এঁকে লম্বা বানাতে যাবেন না। আর রাস্তাগুলো ঠিক ঠাক মত অন্য রাস্তাতে গিযে মিলছে কি না সে ব্যাপারে নজর দেবেন! নিজের নামে কোন রাস্তা বানাবেন না, এটি নিষিদ্ধ)
(ব্যাস রোড তৈরী হয়ে গেল! রোডটি কিন্তু সরাসরি ম্যাপে প্রকাশ পাবেনা। আপনি নতুন ইউজার হলে একজন গুগল রিভিউয়ার আপনার ম্যাপটি রিভিউ করে তারপর পাবলিশ করে দেবে। সাধারণত 2-1 দিন সময় লাগে রিভিউ পেতে। ম্যাপটি পাবলিশ হবার সাথে সাথেই মোবাইলের গুগল ম্যাপে রোডটি দেখতে পারবেন তা না নয়, 10-15 দিন পর পর লেটেস্ট সব আপডেট কে ম্যাপে সিনক্রোনাইজ করা হয়, তখন মোবাইলে আপনার রোডটি বিশ্বের সবাই দেখতে পারবে। আপনি এই গ্রুপে যোগ দিয়ে আপনার Pending এডিট পাবলিশ করার রিকোয়েস্ট করলে কয়েক ঘস্টার মধ্যেই হয়ে যাবে।)

যেভাবে কোন জায়গা (পার্ক/অফিস/রেস্টোরা) বানাবেনঃ

প্রথমে Add new থেকে Draw a Shape এ ক্লিক করুন। এখানে আমি একটি পার্ক (Park) বানাবো।
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন 7
Category হিসাবে Park সিলেক্ট করলাম। রেস্টুরেন্ট বানাতে চাইলে Restaurant সিলেক্ট করবেন।
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন 8
Building নাকি Boundary তা সিলেক্ট করুন। আমি যেহেতু পার্ক বানানো তাই Boundary সিলেক্ট করলাম। বাড়ি-ঘর হলে Building  সিলেক্ট করতে হত।
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন 9
আগের মত মাউস দিয়ে ক্লিক করে করে বানিয়ে ফেলুন!
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন 10
এবার (1) নং ঘরে পার্কের নাম, তথ্য ইত্যাদি দিয়ে (2). Save করুন। পার্ক তৈরী!!
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন 11
 বিঃদ্রঃ আপনার বাসা ম্যাপে যোগ করবেন না (যেমনঃ Rimon’s House) এটি গুগল সমর্থন করেনা। মডারেটর ডিনাই করে দেবে, আপনার ম্যাপিং অ্যাকুরেসি রেটিং কমে যাবে। বিজনেস এরিয়া ও জনপ্রিয় স্থানগুলো যুক্ত করুন।

যেভাবে কোন রাস্তার নাম/অবস্থান সংশোধন করবেনঃ

ধরুন আপনার এলাকার কোন রাস্তার নাম ভুলভাবে ম্যাপে রয়েছে, বা রাস্তাটি স্যাটেলাইট চিত্র থেকে সরে গেছে। এটি সংশোধন করার জন্য Edit থেকে Select a Line এ ক্লিক করুন।
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন 12
রাস্তার উপর মাউস নিয়ে গিয়ে ক্লিক করুন।
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন 13
এবার Edit এ ক্লিক করুন। এখান থেকে Edit entire (রোডের নাম) এ ক্লিক করুন।
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন 14
(1) এ রোডের নামটি প্রবেশ করান (2) সেভ করুন। আর রোড ভুল অবস্থানে থাকলে বলগুলো মাউস দিয়ে টেনে টেনে ঠিক জায়গায় বসিয়ে সেভ করুন।
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন 15

যেভাবে ভুল রোড ডিলেট করবেনঃ

ধরুন আপনার এলাকার কোন রোড ভুলভাবে ম্যাপে এসেছে. বা রোডটি নেই কিন্তু ম্যাপে আছে এবং আপনি ডিলেট করতে চাচ্ছেন (সতর্কতার সাথে ডিলেট করুন, কারণ ভুল রোড ডিলেট করলে ব্যবহারকারীরা অসুবিধায় পড়বে)।
Edit থেকে Select a Line এ ক্লিক করুন।
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন 16
এবার মাউস দিয়ে রোডটি সিলেক্ট করুন।
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন 17
Edit মেনু থেকে Delete This এ ক্লিক করুন।
ম্যাপ এডিট বা তৈরী করতে শিখুন 18
এবার 1. রোডটি কেন ডিলেট করবেন 2. রিভিউয়ার এর প্রতি ডিলেটের বিস্তারিত কারণ লিখে 3. Delete এ ক্লিক করুন। ব্যাস রোড ডিলেট হয়ে গেল! :D

সতর্কতাঃ

  • গুগল ম্যাপ এডিটে প্রচুর ডাটা খরচ হয়। প্রিপেইড ব্যবহারকারীগণ এক্ষেত্রে সতর্ক থাকবেন।
  • নিখুঁত ও নির্ভুল তথ্য দিন, মনে রাখবেন আপনার দেয়া তথ্য হাজার হাজার মানুষের কাজে আসবে।
  • নতুন ব্যবহারকারী হিসেবে আপনার এডিট সরাসরি প্রকাশিত হবেনা, কিছু সময় লাগবে।
  • গুগল ম্যাপে আপনার এডিট প্রকাশ পেতে 10-15 দিন সময় লাগবে। (স্টাবল ভার্সনের জন্য)

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon