আসুন জেনে নেই এন্ড্রয়েড রুট কি এবং এর সুবিধা কি?

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 3/27/2015 01:35:00 am | টিউন বিভাগঃ
সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন। আপনারা হয়তো অনেকেই জানেন এন্ড্রয়েড রুট কি এবং কেন করা হয়। তবে যারা এখনো পর্যন্ত জানেন না তাদের সহজেই এন্ড্রয়েড রুট সম্পর্কে ধারনা দেয়ার জন্যই আমার এই টিউন। তাহলে চলুন প্রথমেই জেনে নেই রুট কি?
  • এন্ড্রয়েড রুট কি?
সংক্ষেপে বলা যায় এন্ড্রয়েড মোবাইলের ডিফল্ট অপারেটিং সিস্টেমের যে কোন ফাইল বা সফটওয়ারের পরিবর্তন, সংশোধন বা সংযোজন করার ক্ষমতাই হল রুট। সাধারনত এন্ড্রয়েড মোবাইলের ডিফল্ট সফটওয়ার, ফন্ট, রিংটোন এবং অপারেটিং সিস্টেমের কোন ফাইল পরিবর্তন বা ডিলিট করা যায় না। কিন্তু রুট করার মাধ্যমে আপনি আপনার মোবাইল ইচ্ছেমত কাস্টমাইজ করতে পারবেন। অর্থাৎ মোবাইলে রুট পারমিশন থাকলে আপনার মোবাইল আপনার ইচ্ছায় যে কোন ভাবে সাজিয়ে নিতে পারেন। রুট পারমিশন থাকা মানে আপনার মোবাইলের সকল ক্ষমতা আপনার হাতে।
url
  • রুট এর সুবিধাগুলো?
উপরের লেখা থেকে আপনারা হয়তো অনেকটা বুঝে গেছেন যে, রুট করলে কি কি বা কিরকম সুবিধা পাওয়া যাবে। যাদের চিন্তাশক্তি একটু কম তাদের জন্য নিচে বিস্তারিতভাবে এন্ড্রয়েড রুট এর যাবতীয় সুবিধা তুলে ধরা হলো।
  1. একঘেয়ে আর সাদাসিধে ফন্ট পরিবর্তন করে পছন্দের যে কোন স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারবেন।
  2. মোবাইলের কিছু লুকানো ফিচার থাকে সেগুলো আনলক করতে পারবেন।
  3. বিরক্তিকর ডিফল্ট কিছু অ্যাপ আছে যেগুলো রুট পারমিশন ছাড়া আনইনস্টল করা যায় না।
  4. অতি প্রয়োজনীয় কিছু অ্যাপ আছে যেগুলো রুট পারমিশন ছাড়া ইনস্টল করা যায় না।
  5. অনাকাঙ্খিত সকল অ্যাপ মুছে ফেলার মাধ্যমে খালি হবে র‍্যাম, মোবাইল হবে ফাস্ট আর দীর্ঘ হবে ব্যাটারীর আয়ু।
  6. কিছু কিছু সেন্সর আর ফিচার হবে আরো শক্তিশালী যেমন, ফ্লাশলাইটের আলো, লাউড সাউন্ড, নেটওয়ার্ক সিগনাল, ব্যাটারী লাইফ ইত্যাদি।
  7. বিরক্তিকর বিজ্ঞাপন ব্লক করতে পারবেন।
  8. ডাটা কানেকশন কন্ট্রোলের মাধ্যমে ডাটা অপচয় রোধ করতে পারবেন।
  9. আর সবচেয়ে বড় সুবিধা হল আপনি কাস্টম রম ইনস্টল করে উন্নত যে কোন ব্রান্ডের মোবাইলের স্বাদ নিতে পারবেন।
Android-Custom-ROM

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon