সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন।
আপনারা হয়তো অনেকেই জানেন এন্ড্রয়েড রুট কি এবং কেন করা হয়। তবে যারা এখনো
পর্যন্ত জানেন না তাদের সহজেই এন্ড্রয়েড রুট সম্পর্কে ধারনা দেয়ার জন্যই
আমার এই টিউন। তাহলে চলুন প্রথমেই জেনে নেই রুট কি?
- এন্ড্রয়েড রুট কি?
- রুট এর সুবিধাগুলো?
- একঘেয়ে আর সাদাসিধে ফন্ট পরিবর্তন করে পছন্দের যে কোন স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারবেন।
- মোবাইলের কিছু লুকানো ফিচার থাকে সেগুলো আনলক করতে পারবেন।
- বিরক্তিকর ডিফল্ট কিছু অ্যাপ আছে যেগুলো রুট পারমিশন ছাড়া আনইনস্টল করা যায় না।
- অতি প্রয়োজনীয় কিছু অ্যাপ আছে যেগুলো রুট পারমিশন ছাড়া ইনস্টল করা যায় না।
- অনাকাঙ্খিত সকল অ্যাপ মুছে ফেলার মাধ্যমে খালি হবে র্যাম, মোবাইল হবে ফাস্ট আর দীর্ঘ হবে ব্যাটারীর আয়ু।
- কিছু কিছু সেন্সর আর ফিচার হবে আরো শক্তিশালী যেমন, ফ্লাশলাইটের আলো, লাউড সাউন্ড, নেটওয়ার্ক সিগনাল, ব্যাটারী লাইফ ইত্যাদি।
- বিরক্তিকর বিজ্ঞাপন ব্লক করতে পারবেন।
- ডাটা কানেকশন কন্ট্রোলের মাধ্যমে ডাটা অপচয় রোধ করতে পারবেন।
- আর সবচেয়ে বড় সুবিধা হল আপনি কাস্টম রম ইনস্টল করে উন্নত যে কোন ব্রান্ডের মোবাইলের স্বাদ নিতে পারবেন।
ConversionConversion EmoticonEmoticon