ফেসবুকের নতুন ফিচার ‘অন দিস ডে’

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 3/26/2015 02:54:00 am | টিউন বিভাগঃ
uedঅতীতের স্মরণীয় দিন-ক্ষণ বা সেদিনের স্মৃতি অনেকেই ভুলে যান। এখন থেকে ফেসবুক আপনাকে মনে করিয়ে দেবে কোন দিন কী ঘটেছিল সেই কথা। স্মৃতি রোমন্থন করার জন্য ‘অন দিস ডে’ নামে বিশেষ একটি ফিচার উন্মুক্ত করছে ফেসবুক। দীর্ঘদিন ধরে এই ফিচারটি নিয়ে পরীক্ষা চালানোর পর ফেসবুক ব্যবহারকারীদের পাঠানো প্রতিক্রিয়া নিয়ে এই ফিচারটি তৈরি করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
ফেসবুকের পণ্য ব্যবস্থাপক জোনাথন ঘেলার এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘আজ আমরা অন দিস ডে নামের ফিচার উন্মুক্ত করছি যাতে ফেসবুকে বিগত সময়ে পোস্ট করা, শেয়ার করা বা ট্যাগ করা বিষয় আবার নতুন করে দেখা যাবে। কেবল ব্যবহারকারী এই পেজটি দেখতে পারবেন। নির্দিষ্ট দিনের স্ট্যাটাস আপডেট, ছবি, পোস্ট বা শেয়ার করা বিষয়গুলো দেখা যাবে।

Previous
Next Post »

ConversionConversion EmoticonEmoticon

:)
:(
=(
^_^
:D
=D
=)D
|o|
@@,
;)
:-bd
:-d
:p
:ng
:lv
Designed by HelpZoon Design

Powered by Helpzoon