ফেসবুকের পণ্য ব্যবস্থাপক জোনাথন ঘেলার এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘আজ আমরা অন দিস ডে নামের ফিচার উন্মুক্ত করছি যাতে ফেসবুকে বিগত সময়ে পোস্ট করা, শেয়ার করা বা ট্যাগ করা বিষয় আবার নতুন করে দেখা যাবে। কেবল ব্যবহারকারী এই পেজটি দেখতে পারবেন। নির্দিষ্ট দিনের স্ট্যাটাস আপডেট, ছবি, পোস্ট বা শেয়ার করা বিষয়গুলো দেখা যাবে।
ফেসবুকের নতুন ফিচার ‘অন দিস ডে’
|ফেসবুকের পণ্য ব্যবস্থাপক জোনাথন ঘেলার এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ‘আজ আমরা অন দিস ডে নামের ফিচার উন্মুক্ত করছি যাতে ফেসবুকে বিগত সময়ে পোস্ট করা, শেয়ার করা বা ট্যাগ করা বিষয় আবার নতুন করে দেখা যাবে। কেবল ব্যবহারকারী এই পেজটি দেখতে পারবেন। নির্দিষ্ট দিনের স্ট্যাটাস আপডেট, ছবি, পোস্ট বা শেয়ার করা বিষয়গুলো দেখা যাবে।
ConversionConversion EmoticonEmoticon