Whats App এর মেয়াদ বাড়িয়ে নিন। সারাজীবনের জন্য।

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 4/04/2015 09:06:00 pm | টিউন বিভাগঃ
What's app বর্তমানে সবাই চালাই। তাই এটি সবার কাছে জনপ্রিয়। কিন্তু এটি মাত্র  ১ বছরের জন্য ফ্রী । ১ বছর পর আপনার ৭০ টাকা বা 1$ কেটে নিবে। এভাবে প্রতি বছরে আপনার ৭০ টাকা করে কাটবে What's app. টাকা দেয়াও বিশাল ঝামেলা। ক্রেডিট কার্ড ও সবার নেই। তাই আজ দেখাবো কি কুরে তাদের ফাকি দিয়ে ফুল ফ্রি Whats app চালানো যায়।  এখন থেকে  ফ্রীতে What's app চালান আজীবন ।


কিভাবে কি করবেন? নিচে দেখুন।
প্রথমে Whats App ওপেন করুন।
এবার Whats App Settings এ যান।
এবার আপনি আপনার Whats App নাম্বারটি পরিবর্তন করে ফেলুন। এমন নাম্বারে দিন যেটায় আগে কখনো Whats App ব্যবহার করেননি।
পরিবর্তন করতে প্রথমে আপনার বর্তমান নাম্বার দিন, এবং পরে নতুন নাম্বার দিন।  (নতুন সিমটি যেন তখন মোবাইলে ভরা থাকে)
এবার অপেক্ষা করুন, কিছু সময়ের মাঝেই আপনার একাউন্ট ভ্যলিডেট হয়ে যাবে। আর আপনি পেয়ে যাবেন ১ বছরের মেয়াদ সহ নতুন নাম্বার।

এবার চলে যাই আসল ট্রিক্সে।
উপরের কাজ করার পর এবার আবার নাম্বার পরিবর্তন করি, Old নাম্বার এ একটু আগে করা নাম্বার টি দেই, আর New নাম্বারে সেই পুরনো নাম্বারটি দেই, যেটার মেয়াদ শেষ হয়ে গেছে।
এবার বের হয়ে যাই, আর ফোন রিস্টার্ট দিয়ে Whats App এ ঢুকুন। দেখুন আপনার Whats App এর মেয়াদ ১ বছর বেড়ে গেছে।
বেরেছে কিনা যানার জন্য
*.Go to Setting> Payment Info.
এইত আজ এই পর্যন্তই, সাথে থাকুন, কাছে থাকুন।  সমস্যা হলে কমেন্ট করুন।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon