কি মুভিতে সাবটাইটেল যোগ করতে পারছেন না ? তাহলে এই পোস্টটি শুধুই আপনার জন্যে

টিউন করেছেনঃ | প্রকাশিত হয়েছেঃ 9/27/2014 02:29:00 am | টিউন বিভাগঃ
কেমন আছেন সবাই ? অনেকদিন পর আবার আপনাদের সামনে লিখতে বসলাম । কিছুটা ব্যস্ততা ছিল তাই সময় দিতে পারিনি।
তো মূল কথাই আসা যাক । আর তা হল কিভাবে আপনি আপনার মুভিতে সাবটাইটেল যোগ করেন বিশেষ করে ইংলিশ মুভিতে। আমরা অনেকেই ইংলিশ মুভি দেখতে ভালবাসি কিন্তু সমস্যা হল তাদের কথাগুলো বুঝি না । আর যদি মুভির নিচে ইংলিশে লিখে দেওয়া সাবটাইটেল থাকলে আর বুঝতে সমস্যা হয় না ।

দেখুন কিভাবে সাবটাইটেল যোগ করবেন

১. প্রথমে আপনি এই লিঙ্কে যান ।
২. তারপর Search বাক্সে আপনার মুভির নাম লিখে দিন আর Subtitle Search এ ক্লিক করুন।
৩. আপনি চাইলে Language ও পরিবর্তন করতে পারেন আর পরিবর্তন করতে চাইলে All Language এর পাশে Edit এ ক্লিক করুন।
৪. এখন Search করার পর আপনার রেজাল্ট পেয়ে যাবেন ।
৫. রেজাল্ট থেকে আপনার পছন্দের সাবটাইটেলে ক্লিক করুন আর ডাউনলোড করে নিন ।
৬. ডাউনলোড করা ফাইলটি Zip অথবা RAR এ থাকতে পারে ।
৭. এখন ফাইলটি Extract করে নিন ।
৮. আপনার মূল মুভিটি প্লে করুন  আর Extract করা ফাইল থেকে SRT নামের ফাইলটি টেনে এনে এর আগে প্লে করা মুভিতে ছেড়ে দিন ।
আর দেখবেন নিচে সাবটাইটেল দেখাচ্ছে ।
ভুল হলে নিজ গুনে ক্ষমা করবেন ।

Previous
Next Post »
Designed by HelpZoon Design

Powered by Helpzoon